প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক কোড | প্রিপেইড মিটারে টাকা দেখার নিয়ম

প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক কোড

প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক কোড – প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক কোড কত সেই সম্পর্কে জানা জানেন না তারা আজকের পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। আজকের লেখায় আমরা প্রিপেইড মিটারে টাকা দেখার নিয়ম, প্রিপেইড মিটারের টাকা দেখে কিভাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

বর্তমান বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তর করার জন্য যা কিছু দরকার ঠিক তাই তাই করছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছিয়ে দেওয়া তার মধ্যে একটি। বিদ্যুতকে বিপণন করা হয়ে আরও আধুনিকায়ন করার জন্য। (প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করার নিয়ম)

আর বিদ্যুৎ ক্ষেত্রে আধুনিকায়নের অন্যতম একটি মাধ্যম হলো বিদ্যুৎ মিটার ডিজিটাল বা প্রিপেইড মিটারে আধুনিকায়ন করা। আমাদের প্রতিটি বাড়িতে যে বৈদ্যুতিক মিটার রয়েছে তার প্রায় সবগুলো বর্তমানে ডিজিটাল মিটার। (প্রিপেইড মিটারে ব্যালেন্স চেক করার কোড)

তাই এই প্রিপেইড মিটার বা ডিজিটাল মিটারের অনেকগুলো কোড রয়েছে যেগুলোর মাধ্যমে ব্যালেন্স চেক, ব্যালেন্স সক্রিয় করুন, ইমারজেন্সি ব্যালেন্স গ্রহন করা সহ আরও অনেক কাজ খুব সহজেই করতে পারবেন।

আরও পড়ুন – জন্ম নিবন্ধন তৈরি করতে কি কি লাগে

আজকের লেখায় আমরা আপনাকে প্রিপেইড মিটার বা ডিজিটাল মিটারের অনেক প্রয়োজনীয় কোড সম্পর্কে আলোচনা করবো। প্রিপেইড মিটারের সকল কোড জানতে আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

প্রিপেইড মিটারের কোড লিস্ট

আমাদের বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে যে ডিজিটাল মিটারগুলো রয়েছে তার অনেক সময় বিভিন্ন প্রয়োজনে নানান কোড ডায়েল করার প্রযোজন পড়ে। এই কোডগুলো ডায়াল করে আমরা আমাদের প্রিপেইড মিটার সম্পর্কে অনেক তথ্য জানতে পারি।

এমনকি আমাদের মিটার বন্ধ হয়ে গেলে সংযোগ দেওয়ার জন্য ও কোড ডায়েল করতে হয়। এই কোডটি ডায়াল করে আমাদের প্রিপেইড মিটারে সংযোগ দিতে হয়। কিন্তু এত গুরুত্বপূর্ণ কাজের কোডগুলো আমাদের মধ্যে অনেকে জানেন না। তখন চাইলেও সে তার প্রিপেইড মিটারের কোন কাজ করতে পারে না। তাই এই সমস্ত সমস্যার সমাধান করতে আজকে আমি হাজির হয়ে গেলাম।

নিচে আমরা আলোচনা করেছি, প্রিপেইড মিটারের সকল কোড সম্পর্কে। যাতে আপনি আপনার প্রয়োজন মতো কোডগুলো কাজে লাগিয়ে আপনার সমস্যার সমাধান করতে পারেন।

প্রিপেইড মিটারের সকল কোড

  • প্রিপেইড বা ডিজিটাল মিটারের গত মাসে রিচার্জ, ব্যালেন্স সময় ও তারিখ জানতে ডায়েল করুন – ৮১৬
  • আপনার প্রিপেইড মিটারের টোকেন নাম্বার জানতে ডায়েল করুন – ৮৩০
  • প্রিপেইড মিটার থেকে এমারজেন্সি ব্যালেন্স পেতে ডায়েল করুন – ৮১১
  • আপনার প্রিপেইড মিটারের নাম্বার জানতে ডায়েল করুন – ৮০৪
  • প্রিপেইড মিটারের জরুরি ভারসাম্য যাচাই করতে চাইলে ডায়াল করুন ৮০৮
  • প্রপেইড মিটারের আ্যালার্ম বন্ধ করতে ডায়াল করুন – ৮১২

নিচের টেবিলে বৈদ্যুতিক প্রিপেইড মিটারের আরো কিছু গুরুত্বপূর্ণ ডায়াল কোড ও কোন কোড কোন প্রয়োজনে দরকার হয় সেই সম্পর্কে জানিয়ে দেওয়া হলো।

বিস্তারিতডায়াল কোড
এ যাবৎ মোট ব্যবহৃত ইউনিট৮০০
বর্তমান অবশিষ্ট ব্যালেন্স (টাকা)801
তারিখ802
সময়803
মিটার বিচ্ছিন্নের কারণ806
বর্তমানে চলমান লোড (কিঃওঃ)808
এমার্জেন্সী ব্যালেন্স পরিমান (ধারকৃত)810
চলতি মাসে বিদ্যুৎ ব্যবহার পরিমান (ইউনিট)814
সর্বশেষ রিচার্জ এর তারিখ815
সর্বশেষ রিচার্জ সময়816
সর্বশেষ রিচার্জ পরিমান (টাকা)817
সর্বশেষ রিচার্জ টোকেন830
সর্ব্বোচ্চ অনুমোদিত লোড (কিঃওঃ)869
বর্তমান চলমান রেট (টাকা)886
বর্তমান চলমান স্পেপ ট্যারিফ (টাকা)887
বর্তমান টোকেনের সিকোয়েন্স নম্বর889
চলতি মাসে ব্যবহৃত টাকা922
প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক কোড

নেসকো প্রিপেইড মিটার কোড লিস্ট

বাংলাদেশের উত্তরাঞ্চলে পৌরসভা বা অত্য অঞ্চলে যে বিদ্যুৎ সাপ্লাই হয় তা নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) দিয়ে থাকে। বর্তমান সময়ে নেসকো তার নিজ এলাকায় প্রিপেইড মিটার সাপ্লাই দেওয়া শুরু হয়েছে। এই প্রিপেইড মিটারে বিদ্যুৎ সংযোগ বজায় রাখতে হলে মিটারে টাকা রিচার্জ করতে হয় ও মিটার একটিভেট করে মিটারকে সচল রাখতে হয়। (কার্ড মিটারে টাকা দেখার নিয়ম)

কিন্তু কিভাবে এই কাজগুলো করতে হয় সেভ সম্পর্কে অনেকে জানেন না। তাই যারা এই সমস্ত কাজগুলো কি ভাবে করতে হয় সেই সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের লেখা। আজকে আপনি জানতে পারবেন, নেসকোর প্রিপেইড মিটারের গুরুত্বপূর্ণ কোড গুলো।

বিপিডিবি প্রিপেইড মিটার কোড

বাংলাদেশ পিবিডি বাংলাদেশে অনেক উন্নতমানের বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। আর তাই অনেকে বিপিডিবি বৈদ্যুতিক সংযোগ নিতে অনেক বেশি আগ্রহ প্রকাশ করে থাকে। বর্তমান প্রযুক্তি নির্ভর বাংলাদেশে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য বিপিডিবি প্রিপেইড মিটার কোড চালু করেছে। বিপিডিবির এই প্রিপেইড মিটার চালাতে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কোড ডায়াল করতে হয়।

অনেক কাজ করার জন্য এই পিবিডি কোডগুলো অবশ্যই জেনে রাখা উচিত। এতে করে অনেক কাজ করতে সমস্যা হয় না। তাই আপনারা জানা পিবিডির গুরুত্বপূর্ণ কোডগুলো ডায়াল করার মাধ্যমে এই মিটারের সকল কাজ করতে পারেন তাই নিচে এই কোডগুলো দেওয়া হলো।

প্রিপেইড মিটার ব্যালেন্স ও ইমারজেন্সি ব্যালেন্স চেক করার কোড

আমরা সকলে জানি, প্রিপেইড মিটারে বিদ্যুৎ সংযোগ দিতে হলে আগে টাকা রিচার্জ করতে হয়। অর্থ্যাৎ প্রিপেইড মিটার ব্যালেন্স লোড করতে হয়। কিন্তু অনেক সময় এই লোড করা টাকা শেষ হয়ে যায়। আর তখনই ব্যবহারকারী পরে বড় বিপদে।

এই সমস্যা থেকে মুক্তির উপায় হিসেবে বিদ্যুৎ বিভাগ ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার ব্যবস্থা করেছেন। একটি নির্ডিষ্ট কোড ডায়াল করার মাধ্যমে আপনি খুব সহজে প্রিপেইড মিটারের জন্য ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।

প্রিপেইড মিটার ইমারজেন্সি ব্যালেন্স কোড

প্রিপেইড মিটার থেকে ইমারজেন্সি ব্যালেন্স নিতে আপনাকে 99999 এই কোডটি ডায়াল করতে হবে। এই কোডটি ডায়াল করার পরে আপনি তাদের বিবেচনা মোতাবেক যত টাকা পান তা দিয়ে দিবে। এই ইমারজেন্সি ব্যালেন্স পরবর্তী রিজার্জ থেকে কেটে নেওয়া হবে।

১. প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক কোড জানতে ডায়াল করুন ৮০১

২. প্রিপেইড মিটার ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে হলে অবশ্যই ডায়াল করতে হবে ৮০৪

শেষ কথা

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার অন্যতম উন্নত মাধ্যম হলো ডিজিটাল মিটার বা প্রিপেইড মিটার। আজকের পোস্টে আমরা উপরের দিকে অনেক প্রিপেইড মিটারের গুরুত্বপূর্ণ কোডগুলো আপনাদের জানিয়ে দিয়েছি।

প্রিপেইড মিটার সংযোগের মাধ্যমে বর্তমানে এখন বিদ্যুৎ খাতে অনেক দুর্নিতি কমিয়ে নিয়ে আশা সম্ভব হয়েছে। তাই আশা করা যায় এই মিটার নিঃসন্দেহে বাংলাদেশে দুর্নিতি দমনে অনেক ভুমিকা রাখবে।

You May Also Like

About the Author: mobilebd360

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *