অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য খুব দরকারী। কারন আমাদের মাঝে অনেকে আছেন যারা পাসপোর্ট এর আবেদন করার পর তার পাসপোর্ট হয়েছে কিনা চেক করার জন্য উতলা হয়ে ওঠে।
তাই তখন পাসপোর্ট অফিসে যেয়ে পাসপোর্ট হয়েছে কিনা জানা সেটি অনেক বেশি কষ্টসাধ্য হয়ে পড়ে। এজন্য তারা যদি একটু বুদ্ধি খাটিয়ে অনলাইনে পাসপোর্ট দেখার নিয়ম জেনে অনলাইনে পাসপোর্ট চেক করে তাহলে তাদের আর বার বার কষ্ট করে পাসপোর্ট অফিসে যাওয়া লাগে না। আজ আপনাদের দেখিয়ে দিবো কিভাবে খুব সহজে ই পাসপোর্ট চেক করার নিয়ম বা পাসপোর্ট দেখার নিয়ম সম্পর্কে।
চলুন বেশি কথা না বাড়িয়ে পুরাতন পাসপোর্ট চেক করার নিয়ম, পাসপোর্ট করতে কি কি লাগে বা নতুন পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে।
কয় ভাবে অনলাইনে পাসপোর্ট চেক করা যায়
আমাদের মাঝে যারা পাসপোর্ট আবেদন করে তাদের পাসপোর্ট হয়েছে কিনা তা অনলাইনে দুই ভাবে চেক করা যায়।
১. পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ করে ও
২. মোবাইল থেকে SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক।
উপরের ২ নাম্বার নিয়মে আপনারা ঘরে বসে নতুন পাসপোর্ট চেক বা পুরাতন পাসপোর্ট চেক এই দুই ধরনের পাসপোর্ট চেক করতে পারবেন। আমরা নিচে এক এক করে দুই ধরনের পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া আজকের লেখায় নতুন পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে, নতুন পাসপোর্ট হাতে পেতে কত সময় লাগবে বা ই পাসপোর্ট সম্পর্কে নতুন অনেক তথ্য জানতে পারবেন।
পাসপোর্ট চেক করার নিয়ম | Passport Check Online Bangladesh
১. পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ করে বা MRP পাসপোর্ট চেক করার নিয়মঃ
যারা পাসপোর্ট চেক করতে অফিসে জান তাদের আর অফিসে নয়, এখন বাড়িতে বসে পাসপোর্ট চেক করতে পারবেন পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ করে। পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট জায়গা থেকে Passport Application Number দিয়ে সার্চ করলেই পাসপোর্টের অবস্থা জানতে পারবেন।
আরও পড়ুন – নারীদের জন্য ঘরে বসে ৮ টি লাভজনক ব্যবসা
আপনি চাইলে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে অনলাইন থেকে পাসপোর্ট চেক করতে পারবেন। নিচে ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি, কিভাবে অনলাইন থেকে পাসপোর্ট চেক করতে হয়।
১ম ধাপঃ প্রথমে আপনি মোবাইল বা কম্পিউটার থেকে যেকোন একটি ব্রাউজার যেমন, Google Chrome, Mozilla Firefox, Opera Mini ওর মধ্যে যেকোন একটি ওপেন করুন।
২য় ধাপঃ এবার বাংলাদেশ সরকার কর্তৃক ভ্যারিফাইড ওয়েবসাইট http://passport.gov.bd এই লিংকে ক্লিক করুন।
৩য় ধাপঃ উপরের ওয়েবসাইটে প্রবেশ করার পরে একটু খুঁজলেই Application Status নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
উপরের Application Status অপশনটি খুজে পেতে সমস্যা হলে সরাসরি http://passport.gov.bd/onlinestatus.aspx এই লিংকে ক্লিক করতে পারেন।
৪র্থ ধাপঃ Application Status অপশনে ক্লিক করার পরে অথবা ৩য় ধাপের লিংকে ক্লিক করার পরে নিচের ছবির মত একটি জায়গা দেখতে পারবেন। এখানে Enrolment ID অপশনে পাসপোর্ট অফিস থেকে আপনাকে যে ডেলিভারি স্লিপ দিয়েছে সেই স্লিপের নম্বারটি বসান এবং তার নিচে Date of Birth অপশনে আপনার জন্মতারিখটি বসিয়ে নিচের বক্সে দেখে দেখে ক্যাপশনটি বসিয়ে Search বাটনে ক্লিক করুন।
৫ম ধাপঃ এবার নিচের ছবির মত সেখানেও দেখতে পাবেন আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা।
নোটঃ আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে যেয়ে সকল পেপার জমা দেওয়ার পরে পাসপোর্ট অফিস থেকে আপনাকে একটি স্লিপ দিবে। ওই স্লিপটিতে আপনার পাসপোর্টের Application ID রয়েছে। তাই পাসপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত অনেক যত্ন সহকারে ওই স্লিপটি সংগ্রহ করে রাখবেন।
২. SMS এর মাধ্যমে পাসপোর্ট পাসপোর্ট চেক করার নিয়মঃ
ওয়েবসাইটে পাসপোর্ট চেক করার নিয়ম একটু জটিল হলেও হাতের মোবাইলটি দিয়ে খুব সহজে Passport চেক করতে পারবেন। মোবাইল দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে জানতে নিচের নিয়ম অনুসরণ করুন।
১ম ধাপঃ প্রথমে আপনি মোবাইলের message অপশনে যান।
২য় ধাপঃ এবার Type করুন MRP তারপর আপনার Enrolment ID Number টি দিন।
উদাহরনঃ MRP (space) Enrolment ID Number Send 6969 নাম্বারে।
৩য় ধাপঃ এবার পাঠিয়ে দিন 6969 নাম্বারে।
এবার একটু পরে মোবাইলে ফিরতি একটা SMS আসবে। ওই SMS এ আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করা নিয়ম
উপরে আমরা দুইটি উপায়ে অনলাইনে পাসপোর্ট দেখার নিয়ম সম্পর্কে জেনেছি। এবার পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে জানবো।
অনেকে আছেন, পাসপোর্ট হাতে পাওয়ার পরে অনেক দিন পরে সেই পাসপোর্টের মেয়াদ আছে কিনা তা জানার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে। তাদের জন্য আজকের এই পোস্ট। নিচের নিয়ম গুলো ধাপে ধাপে অনুসরণ করুন, তাহলে পুরাতন পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।
১ম ধাপঃ প্রথমে http://passport.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
২য় ধাপঃ এবার একটু খুঁজলেই Application Status অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।
৩য় ধাপঃ এবার Enrolment ID অপশনে আপনার পাসপোর্ট নাম্বারটি বসান।
৪র্থ ধাপঃ Enrolment ID এর নিচে আপনার জন্ম তারিখ দেওয়ার একটি ঘর দেখতে পাবেন। সেই ঘরে জন্ম তারিখ বসান।
৫ম ধাপঃ এবার তার নিচের ঘরে ভালোভাবে ক্যাপশনটি পুরন করে বসান। তারপর সার্চ বাটনে ক্লিক করুন।
এবার নিচে দেখতে পাবেন আপনার পাসপোর্টের মেয়াদ আছে কিনা।
ই পাসপোর্ট চেক করার নিয়ম
বর্তমান সময়ে ই পাসপোর্ট অনেক জনপ্রিয় একটি পাসপোর্ট মাধ্যম। ই পাসপোর্ট আগের পাসপোর্টের ডিজিটাল রুপ। ই পাসপোর্ট বাংলাদেশে সাম্প্রতিক চালু হয়েছে এবং ই পাসপোর্ট করতে খুব বেশি সমস্যায় পড়তে হয় না।
ই পাসপোর্ট নাম্বার জানা থাকলে পৃথিবীর যে কোন জায়গা থেকে Bangladesh E passport portal ওয়েবসাইটে প্রবেশ করে ই পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজে পাসপোর্ট চেক করা যায়।
ই পাসপোর্ট চেক করার নিয়ম | E passport check online Bangladesh
নিচের নিয়মগুরো ধাপে ধাপে অনুসরণ করুন। তাহলে খুব সহজে e passport online check করতে পারবেন।
১ম ধাপঃ প্রথমে বাংলাদেশ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ওয়েবসাইট http://www.epassport.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
২য় ধাপঃ উপরের লিংকে ক্লিক করার পরে Check Status নামে একটি অপশন দেখতে পাবেন। Check Status অপশনে ক্লিক করুন। তারপর পরের ধাপে যান।
৩য় ধাপঃ Check Status অপশনে ক্লিক করার পরে একটা ফর্ম আসবে। সেই ফর্মে আপনার পাসপোর্টের Application ID অথবা Online Registration ID চাইবে। Online Registration ID টি আপনার আবেদন পত্রের ফরমে পেয়ে যাবেন।
৪র্থ ধাপঃ Application ID নাম্বার দেওয়ার পরে তার নিচে আপনার জন্ম তারিখ দিতে বলবে। জন্ম তারিখ বসানোর পরে নিচের ক্যাপশনটি ভালোভাবে পুরন করুন।
৫ম ধাপঃ উপরের সবগুলো অপশন সঠিকভাবে পুরন করা হয়ে গেলে এবার Check বাটনে ক্লিক করুন।
এবার নিচে আপনার e passport Status দেখতে পারবেন। আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা কি সবকিছু নিচে দেখতে পারবেন।
পাসপোর্ট করতে কত খরচ হয়
পাসপোর্ট করতে খরচের অনেক প্রকার রয়েছে। পাসপোর্টের মেয়াদ, পাসপোর্টের পৃষ্ঠা এবং কত তাড়াতাড়ি পাসপোর্ট বই হাতে পেতে চাচ্ছেন তার উপর পাসপোর্ট করতে কত টাকা লাগে সেটি নির্ভর করে।
সাধারনত ই পাসপোর্ট ও সাধারন পাসপোর্ট এই দুই ধরনের পাসপোর্টে মুলত ৩ ধরনের ডেলিভারি হয়। ডেলিভারি সময়ের উপর নির্ভর করে পাসপোর্ট খরচ ও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। নিচে কোন ডেলিভারিতে কত দিন সময় লাগে ও কত টাকা খরচ হয় সেই সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি।
পাসপোর্ট ডেলিভারি সময়ঃ
১. Regular Delivery: ১৫ দিন সময় লাগে।
২. Express Delivery: ৮ দিন সময় লাগে।
৩. Super Express Delivery: ২ দিন সময় লাগে।
নিচে আমরা দেখিয়ে দিচ্ছি, কোন ধরনের পাসপোর্ট করতে কত খরচ হয়।
নতুন পাসপোর্ট পেতে কত সময় লাগে
পাসপোর্ট হাতে পেতে উপরের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু ডেলিভারি টাইম রয়েছে। তবে মাঝে মাঝে নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও পাসপোর্ট হাতে পাওয়া যায় না। তবে সাধারন নিয়ম অনুযায়ী সাধারন পাসপোর্ট ২১ দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন। এক্সপ্রেস ডেলিভারিতে ৭ দিনে পাসপোর্ট হাতে পাবেন এবং সুপার এক্সপ্রেস ডেলিভারিতে ২ দিনে পাসপোর্ট হাতে পাবেন।
উপরে আমরা অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম, অনলাইনে পাসপোর্ট দেখার নিয়ম, ই পাসপোর্ট চেক করার নিয়ম, পাসপোর্ট করতে কত সময় লাগে সেই সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দিয়েছি। আশাকরি আজকের পোস্টটি আপনাকে অনেক সাহায্য করবে। এমন সমস্ত অনলাইন তথ্য পেতে আমাদের ওয়েবসাইট https://www.mobilebd360.com/ করুন।