নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম সম্পর্কে জানার পূর্বে আমাদের জানতে হবে নগদ একাউন্ট হালনাগাদ কি। আজ আমি আপনাদের জানাবো, নগদ একাউন্ট হালনাগাদ কি, নগদ একাউন্ট কিভাবে হালনাগাদ করতে হয়। আজকের পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন যাতে আপনারা খুব সহজে আপনার নগদ একাউন্ট টি হালনাগাদ করতে পারেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের দেখিয়ে দেই, কিভাবে খুব সহজে নগদ একাউন্ট হাতের মোবাইল দিয়ে হালনাগাদ করতে পারেন।
নগদ একাউন্ট হালনাগাদ কি
আমরা আগেই জেনেছি, নগদ খুব সহজে হাতের মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার সুবিধা দিয়ে থাকে। নগদ অ্যাকাউন্ট নাম্বার *167# ডায়েল করার মাধ্যমে খুব সহজে হাতে থাকা বাটন মোবাইল অথবা এন্ড্রুয়েড মোবাইল দিয়ে নগদ একাউন্ট খুলতে পারবের। জাতীয় পরিচয় পত্র বা কোন প্রকার কাগজ পত্র ছাড়া নগদ একাউন্ট খোলা যায়।
এই মাধ্যমে নগদ একাউন্ট খুলতে বেশি সময় লাগে না এবং খুব অনেক সহজে নগদ একাউন্ট খোলা যায়।
নগদ একাউন্ট হালনাগাদ কি | নগদ একাউন্ট কেনো হালনাগাদ করতে হয়
আমরা সকলে জানি, নগদ *167# ডায়েল করে খুব সহজে বাটন মোবাইলে বা অ্যান্ড্রুয়েড মোবাইল থেকে নগদ একাউন্ট খোলার সুবিধা দিয়ে থাকছে। কিন্তু এই ভাবে নগদ একাউন্ট খোলার পরে গ্রাহককে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বেশি টাকা লেনদেন করতে যেয়ে আটকিয়ে যাওয়া সহ আরও বেশ কিছু সমস্যার পড়তে হয়।
সকলে যে সবসময় এমন সমস্যায় পড়বে এমনটা নয়। কিন্তু *167# ডায়েল করে পিন সেট করে খুব সহজে নগদ একাউন্ট খোলা একাউন্টে কিছুদিন খুব ভাল ভাবে লেনদেন করা গেলেও ঠিক একটা সময়ে যেয়ে সকলকে সমস্যায় পড়তে হয়।
আরও পড়ুন – নগদ একাউন্ট লক খোলার সহজ নিয়ম
তাই এই সমস্ত সমস্যা থেকে মুক্তির উপায় হিসেবে নগদ একাউন্ট হালনাগাদ করতে হয়। নগদ একাউন্ট হালনাগাদ মানে হলো, কোন একটি ব্যক্তির জাতীয় পরিচয় পত্র দিয়ে আরও কিছু তার ব্যক্তিগত তথ্য দিয়ে তার নামে একটি নগদ একাউন্ট খোলা। নিচে আপনাদের খুব সহজে দেখিয়ে দিচ্ছি কিভাবে নগদ একাউন্ট হালনাগাদ করতে হয়।
নগদ একাউন্ট হালনাগাদ করার উপায় | নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম
নগদ একাউন্ট আপনারা দুই ভাবে হালনাগাদ করতে পারবেন।
১. নগদ কাস্টমার কেয়ারে যেয়ে ও
২. বাড়ি বসে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে।
আজ আপনাদের দেখাবো, ঘরে বসে নিজের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিভাবে নগদ একাউন্ট হালনাগাদ করতে হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের দেখিয়ে দেই, ঘরে বসে কিভাবে নগদ একাউন্ট হালনাগাদ করতে হয়।
ঘরে বসে নগদ হালনাগাদ করতে প্রথমে আপনার একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে হবে। আপনার না থাকলে আশে পাশে পরিচিত কারও অ্যান্ড্রয়েড মোবাইল থেকে নগদ হালনাগাদ করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে তার মোবাইলে আপনার যে সিমে নগদ একাউন্ট আছে সেই সিমটি প্রবেশ করতে হবে। তারপর নিচে দেখানো নিয়ম অনুসরণ করে খুব সহজে নগদ একাউন্ট হালনাগাদ করতে পারবেন। কিভাবে নগদ একাউন্ট হালনাগাদ করবেন সেইগুলা আমরা Step by Step দেখিয়ে দিচ্ছি।
Step 1# প্রথমে আপনি যে মোবাইলে নগদ একাউন্ট হালনাগাদ করতে চাচ্ছেন সেই মোবাইলে Google Play Store থেকে Nagad App টি ইন্সটল করে নিন।
এবার আপনার ফোন নাম্বার ও পিন নাম্বার দিয়ে নগদ একাউন্টে প্রবেশ করুন।
Step 2# এবার নিচে দেখানো ছবির মতো ডান পাশে আমার নগদ অপশনে ক্লিক করুন। যদি আপনার Nagad App এর ভাষা ইংরেজিতে থাকে তাহলে আমার নগদ এর জায়গায় My Nagad অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
Step 3# আমার নগদ বা My Nagad বাটনে ক্লিক করার পরে নিচে ছবির মত অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখন কে ওয়াই সি পুনরায় জমা দিন বা Re-submit KYC অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
Step 4# Re-submit KYC বাটনে ক্লিক করার পরে যদি আপনার ব্যক্তিগত তথ্য না দেখায় তাহলে বুঝে নিবেন আপনাকে অবশ্যই আপনার ব্যক্তিগত তথ্য নগদ একাউন্টে দিতে হবে।
Step 5# এবার আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি উঠিয়ে দিবেন। প্রথমে জাতীয় পরিচয় পত্রের সামনের ছবি ও দ্বিতীয়তে জাতীয় পরিচয় পত্রের পিছনের ছবি দিতে হবে। তারপর সামনে বাটনে ক্লিক করতে হবে।
জাতীয় পরিচয় পত্রের ছবি উঠানোর পরে আপনাকে অন্য একটা ট্যাপে নিয়ে যাবে। সেখানে নিচে দেখানো ছবির মত আপনার জাতীয় পরিচয় পত্রের সমস্ত তথ্য সেখানে দেখাবে। এবার ভালোভাবে দেখে নিন সব কিছু ঠিক আছে কিনা। কোথাও একটু সমস্যা থাকলে নিজে ঠিক করে নিন। তারপর সামনে বাটনে ক্লিক করুন।
Step 6# এবার দেখতে পাচ্ছেন আপনার কিছু ব্যক্তিগত তথ্য দিতে বলছে। সেগুলো সঠিক ভাবে দিন। তারপর সামনে বাটনে ক্লিক করুন।
Step 7# এবার দেখতে পাচ্ছেন নিচে দেখানো ছবির মত একটা জায়গায় নিয়ে এসেছে। এখন সামনে বাটনে ক্লিক করুন। তারপর আপনাকে নিজের ছবি উঠানোর জন্য ক্যামেরা চালু হবে। ক্যামেরায় নিজের ছবি উঠানোর পরে পরবর্তি বাটনে ক্লিক করলেই আপনার নগদ একাউন্ট হালনাগাদ সফল হয়ে যাবে।
উপরে আমরা অনেক সহজ ভাবে আপনাকে দেখিয়ে দিয়েছি কিভাবে নগদ একাউন্ট হালনাগাদ করতে হয়। আপনাকে মনে রাখতে হবে, প্রতিটি নগদ একাউন্টের গ্রাহককে অবশ্যই নগদ একাউন্টটি নিজের জাতীয় পরিচয় পত্র দিয়ে হালনাগাদ করতে হবে।
উপরের লেখা পড়ে যদি কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে নিচে কমেন্টে জানান। অথবা আমাদের ফেসবুক পেজে যুক্ত হন। আমরা আপনাকে হাতে ধরে নগদ একাউন্ট হালনাগাদ করে দিবো।