নগদ নাম্বার পরিবর্তন করার নিয়ম ২০২৫ জানার জন্য অনেকে গুগলে সার্চ দিচ্ছে। কিন্তু তার পরেও কিভাবে নগদ একাউন্ট নাম্বার পরিবর্তন করতে হয় সেই সম্পর্কে সঠিক তথ্য পাচ্ছে না। তাদের জন্য আজকের লেখাটি। একটু সময় দিয়ে পড়ুন, তাহলে কিভাবে নগদ একাউন্ট নাম্বার পরিবর্তন করতে হয় বা নগদ একাউন্ট নাম্বার পরিবর্তন করার সঠিক নিয়ম সম্পর্কে খুব ভালো ভাবে জানতে পারবেন।
কেনো নগদ একাউন্ট নাম্বার পরিবর্তন করার প্রয়োজন পড়ে
আমাদের মধ্যে অনেকে আছেন যারা একটু কম জানেন। তারা ভুল করে একই সিম দিয়ে অনেকগুলো নগদ একাউন্ট চালু করে ফেলে। আবার নগদ একাউন্ট চালু করলেও সঠিক তথ্য দিয়ে নগদ একাউন্ট হালনাগাদ করে না। যার ফলে নগদ একাউন্টটি বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা জানি, একজন ব্যক্তির নামে একটার বেশি নগদ একাউন্ট চালানো যায় না। এজন্য তিনি আর সেই আগের সিমে নগদ একাউন্ট চালাতে পারে না। ফলে তখন তাকে বাধ্য হয়ে নগদ একাউন্টের নাম্বার পরিবর্তন করতে হয়।
আরও পড়ুন – নগদ একাউন্ট লক খোলার সহজ নিয়ম
আবার অনেকে ভুল করে তার নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে অন্য কারও সিমে নগদ একাউন্ট খুলে ফেলে। পরে যখন বুঝতে পারে তিনি ভুল করেছেন। তখন তিনি নগদ একাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান।
নগদ একাউন্ট নাম্বার পরিবর্তন করার নিয়ম
নগদ একাউন্ট নাম্বার পরিবর্তন করার পূর্বে আপনাকে আগে যে সিমে নগদ একাউন্ট ছিলো সেই সিম থেকে নগদ একাউন্ট বন্ধ করে দিতে হবে। আগের সিম থেকে নগদ একাউন্ট বন্ধ করার পরে আপনি আপনার নামে একটি সিম কার্ড কিনুন। অথবা আপনার নামে যে সিম কার্ডটি কেনা আছে সেই সিমটি নিয়ে কাছের নগদ কাস্টমার অফিসে যান। নগদ কাস্টমার অফিসে না গেলে আপনি কোন ভাবে নগদ একাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন না।
আপনি যেখানে থাকেন সেখান থেকে কোন নগদ কাস্টমার অফিস আপনার বাড়ির পাশে রযেছে সেটি প্রথমে জেনে নিন। আপনার নিকটস্থ নগদ কাস্টমার অফিস কোথায় সেটি জানার জন্য আপনার মোবাইল থেকে নগদ কাস্টমার কেয়ার নাম্বার 16167 নাম্বারে ফোন দিন। এটি নগদের হেল্পলাইন। দিনে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন এই নাম্বারে যে কোন সাহায্যের জন্য ফোন দিতে পারেন।
নগদ হেল্পলাইন থেকে আপনার নিকটস্থ নগদ কাস্টমার কেয়ার কোথায় সেটি জেনে নিয়ে আপনার এক কপি জাতীয় পরিচয় পত্র নিয়ে সেখানে উপস্থিত হন।
তারপর আপনি আপনার সমস্যাটি অফিসে যিনি কর্মরত রয়েছেন তাকে জানান। তিনি আপনার সমস্যা শুনে আপনার আগে যে সিমে নগদ একাউন্ট গুলো ছিলো সবগুলো বন্ধ করে দিয়ে নতুন সিমে নগদ একাউন্ট টি চালু করে দিবেন।
এইভাবে আপনি খুব সহজে নগদ একাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন।