কোন ফোনে নেট ভালো চলে | নেটের জন্য কোন মোবাইল ভালো

কোন ফোনে নেট ভালো চলে

নেটের জন্য কোন মোবাইল ভালো – কোন মোবাইলে নেট ভালো চলে সেই সম্পর্কে আমাদের মধ্যে অনেকে জানতে চান। কিন্তু তারা বুঝতে পারেন না, কোন মোবাইলে ইন্টারনেট ভালো চলে। আজকে আপনাদের সাথে আলোচনা করবো, কোন মোবাইলে ইন্টারনেট ভালো চলে। চলুন শুরু করা যাক।

বর্তমান তথ্যপ্রক্তির যুকে মোবাইল ফোন ব্যবহার করেন না এমন কেও নেই বললেই চলে। প্রতিটি মানুষের হাতে আজ স্মার্টফোন রয়েছে। এই স্মার্টফোনের কল্যানে মানুষ আজ ঘরে বসে পৃথিবীর যে কোন প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারছে। অডিও, ভিডিও বা এসএমএস এর মাধ্যমে দুরের মানুষের সাথে খুব সহজেভ যোগাযোগ করতে পারছে মানুষ।

তাছাড়া মানুষ ঘরে বসে সব ধরনের মেডিকেল তথ্য, অনলাইন ফরম ফিলআপ, মোবাইল ব্যাংকিং, দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো থেকে শুরু করে আরও অনেক ডিজিটাল সেবা খুব সহজে আজ এই মোবাইল ফোন দিয়ে পাঠাতে পারছে। আর এতসব কিছু সহজে করা সম্ভব হচ্ছে ভালো নেটওয়ার্ক এর জন্য৷ আজ আমি আপনাদের সাথে আলোচনা করছি, ভালো নেটওয়ার্কের ফোন কোনগুলো।

আরও পড়ুন – মোবাইলের ব্যাটারি ভালো রাখার ৮ টি সেরা উপায়

কোন মোবাইলে নেট ভালো চলে | কোন ফোনে নেট ভালো চলে | Best Mobile Network

কোন মোবাইলে নেট ভালো চলে সেই সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে বাংলাদেশের যে ৫ টি সিম কার্ড কোম্পানি রয়েছে তাদের সম্পর্কে। তারা যেমন নেটওয়ার্ক সেবা দিয়ে থাকবে তেমনটা যত ভালো মোবাইল হোক না কেনো, নেট তেমন চলবে।

তাই যারা প্রতিনিয়ত নেটওয়ার্কিং ও ইন্টারনেট সেবা দিয়ে থাকে সেই সমস্ত সিম কোম্পানি গুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে।

একটা সময় ছিলো যখন মানুষের হাতে 2G স্পিডের নেটওয়ার্কিং সিস্টেমের মোবাইল ফোন ছিল। সেই সময়ে মোবাইলে 3G সাপোর্ট করতো না। আর তখন 4G এর কথা তো কেও ভাবতোই না। তাই বর্তমানে আপনার হাতে যে মোবাইল ফোনটি রয়েছে এটি 4G Network Supported কিনা সেই সম্পর্কে আগে জানতে হবে।

বর্তমানে দেশে অনেক সিম কোম্পানি 5G সেবা চালু করে দিয়েছে। আপনার মোবাইল ফোনটি 5G সাপোর্টেড কিনা সেটি চেক করে নিন। যদি আপনার ফোন 5G Support না করে তাহলে আপনি 5G Sim ব্যবহার করলেও কোন কাজে আসবে না।

আপনি যদি এখনই একটি স্মার্টফোন কিনতে চান তাহলে আপনাকে আগে জানতে হবে, সেই মোবাইলটি পুরোপুরি ভাবে 5G Support করে কিনা। না হলে খুবই তাড়াতাড়ি আপনার মোবাইল টি দুর্বল নেটওয়ার্ক এর কারনে চালানো অসম্ভব হয়ে পড়বে। আগামী ১ থেকে ২ বছরের মধ্যে দেশে সর্বত্র 5G সেবা চালু হয়ে যাবে। তাই আগামীর কথা ভেবে আপনাকে 5G মোবাইল কেনাই সব থেকে ভালো হবে।

এতক্ষণ ধরে আপনার মোবাইলেন নেটওয়ার্ক সিস্টেমের কথা বলে এসেছি। এবার কোন ফোন কিনতে হলে কোন কোন বিষয়ের উপর নজর দিতে হবে সেই বিষয়েও আপনাকে দেখিয়ে দিচ্ছি।

আপনি যে মোবাইলটি ব্যবহার করছেন তার RAM যদি ভালো হয়ে থাকে এবং মোবাইলের CPU যদি অনেক শক্তিশালী হয়ে থাকে তাহলে খুব ভালো নেট চালাতে পারবেন। আপনার মোবাইলের নেট স্পিড অনেক বেড়ে যাবে।

আপনি যদি ভালো CPU এবং RAM এর মোবাইল কিনতে চান তাহলে আপনকে সর্বোনিম্ন ১০,০০০ টাকার মোবাইল কিনতে হবে। যদি আপনি ১০,০০০ টাকার নিচের মোবাইল গুলো ব্যবহার করেন তাহলে আপনার মোবাইল 4G Support করলেও খুব ভালো নেটওয়ার্ক সাপোর্ট দিবে না। তাই ভালো নেটওয়ার্ক পেতে আপনাকে অবশ্যই একটু দামি মোবাইল কিনতেই হবে।

ভালো মোবাইল ব্রান্ডের মধ্যে আইফোন, শাওমি, রিয়েলমি, ওপ্পো, স্যামসাং, ভিভো, সিম্ফোনি এর মোবাইল গুলো ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি ভালো মানের নেটওয়ার্ক শক্তিশালী ফোন পাবেন। যে ফোনগুলো দিয়ে আপনি অনেক ভালো নেটওয়ার্ক চালাতে পারবেন। কারন এই সব ফোন 4G এর পাশাপাশি 5G ও সাপোর্ট দেওয়া শুরু করেছে।

আপনি যখন কোন মোবাইল কিনতে চাইবেন তখন অবশ্যই ভালো ব্রান্ডের মোবাইল কেনার চেষ্টা করবেন। আপনি দেখবেন, মোবাইলটি 5G Support করছে কিনা।

আরেকটি বিষয় বলে রাখি, আপনি যখন কোন মোবাইল কিনবেন তখন অবশ্যই খেয়াল করে দেখবেন, আপনার মোবাইলটি অফিসিয়াল ফোন কিনা। যদি ফোনটি অফিসিয়াল না হয়ে থাকে তাহলে সেটি না কেনাই ভালো। কারন আনঅফিশিয়াল ফোনে সময়ের সাথে সাথে নানান ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়।

আজকের পোস্টটি পড়ে আশাকরি আপনাদের অনেক উপকার হয়েছে। আজকের পোস্টে আমরা আপনাকে দেখিয়ে দিয়েছি কোন ফোনে ভালো নেট চালানো যায়। আশা করি আজকের পোস্টটি পড়ে কি ধরনের মোবাইল কিনলে আপনার নেট চালাতে কোন প্রকার সমস্যা হবে না সেই সম্পর্কে জানতে পেরেছেন।

You May Also Like

About the Author: mobilebd360

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *