মোবাইলে পানি ঢুকলে কি করনীয় সেই সম্পর্কে আমাদের মধ্যে অনেকে জানেন না। আর তখন সে ভুল করে অনেক রকম ভাবে চেষ্ট করতে থাকে। কিন্তু সে যদি মোবাইলে পানি ঢুকলে কি করনীয় সেই সম্পর্কে জানতো তাহলে অনেক সহজে সমস্যার সামাধান করতে পারতো।
মোবাইল পানিতে পড়ে গেলে কি করবো সেই সম্পর্কে যারা জানেন না তাদের জন্য আজকের এই পোস্ট। আশা করি আজকের পোস্টটি পড়ার পরে মোবাইল পানিতে পড়ে গেলে তাৎক্ষনিক কি করতে হবে সেই সম্পর্কে জানতে পারবেন।
মোবাইল পানিতে পড়লে করণীয় কি
বর্তমানে মোবাইল ব্যবহার করেন না এমন কেও নেই বললেই চলে। কিন্তু এই মোবাইল অনেক সময় হাতের থেকে পানিতে পড়ে যায়। আবার অনেক সময় নানান কারনে মোবাইল পানিতে পড়ে যায়।
আরও পড়ুন – ৫০০০ টাকার মধ্যে ভালো মোবাইল
তখন মোবাইল পানিতে পড়ে গেলে কি করতে হবে সেই সম্পর্কে জানার জন্য আজকের এই পোস্ট। চলুন দেরি না করে শুরু করা যাক।
মোবাইল পানিতে পড়ে গেলে করনীয় | Mobile Pani Dhukle Ki Korbo
মোবাইল পানিতে পড়ে গেলে করনীয় কি জানা না থাকলে চিন্তার কোন কারন নেই। আমরা নিচে মোবাইল পানিতে পড়ে গেলে করনীয় কি সেই সম্পর্কে দারুন কিছু টিপস দিচ্ছি।
১. মোবাইল ফোন বৃষ্টির পানিতে পড়ে গেলে প্রথমে ভালো ভাবে মোবাইলটি পরিষ্কার করুন। মোবাইলে যত বেশি পানি থাকবে তত বেশি মোবাইলের যন্ত্রাংস বা পাস নষ্ট হতে থাকবে। অর্থ্যাত মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন পাস নষ্ট হয়ে যেতে পারে বা শটশার্কিত হয়ে যেতে পারে।
২. মোবাইল চালু করার আগে মোবাইলের ব্যাটারি, সিম কার্ড, মেমোরি কার্ড সবকিছু আগে থেকে খুলে নিন। তারপর সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিন। ভালোভাবে পরিষ্কার করার পরে মোবাইল চালু করুন।
৩. যদি দেখতে পান মোবাইলের ভিতরে পানি প্রবেশ করেছে তাহলে মোবাইলটি খুলে আগে পানি বের করুন। তারপর ভালোভাবে মোবাইলটি মুছুন।
৪. মোবাইলের ভিতরে সবকিছু ভালোভাবে মোছার পরে সিমকার্ড প্রবেশ করান।
৫. মোবাইলে স্কিন গার্ড লাগানো থাকলে সেটিও খুলে রাখুন।
৬. অনেকে আছেন যারা মোবাইলকে শুকানোর জন্য হেয়ার ড্রাইয়ার ব্যবহার করেন। কিন্তু কোনভাবে হেয়ার ড্রাইয়ার ব্যবহার করা ঠিক নয়। কারন হেয়ার ড্রাইয়ার থেকে অনেক গরম তাপ বের হয়। যেগুলো মোবাইলের পাস নষ্ট করে দেয়।
৭. যদি সম্ভব হয় তাহলে মোবাইলটি কিছুসময় রোদে শুকিয়ে নিন।
উপরে আমরা ৭ রকম ভাবে মোবাইল পানিতে পড়ে গেলে কি করবেন সেই সম্পর্কে টিপস দিয়েছি। আশাকরি আমাদের দেওয়া টিপসগুলো আপনার অনেক কাজে লাগবে।