মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম: নতুন মোবাইল কতক্ষণ চার্জ দিতে হয় সেই সম্পর্কে আমাদের মাঝে অনেকে জানে না। তাই নতুন মোবাইল কিনে তারা চার্জ দিতে যেয়ে দ্বিধায় পড়ে যায়। তারা বুঝতে পারে না কত সময় ধরে নতুন মোবাইল চার্জ দিতে হয় বা মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম। তাই আজকের পোস্টটি তাদের জন্য যারা বুঝতে পারে না মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম কি, মোবাইল চার্জ দেওয়ার নিয়ম কি। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শুরু করে দেই।
নতুন মোবাইল কতক্ষণ চার্জ দিতে হয়
যারা নতুন মোবাইল কেনে তারা তারা মোবাইল কেনার পরে ৭ থেকে ৮ ঘন্টা চার্জ দেবো কিনা বা কতক্ষণ মোবাইল চার্জ দিতে হয় এমন প্রশ্ন সকলের মনে থাকতেই পারে।
বর্তমান সময়ে মোবাইলের ব্যাটারি গুলো মুলত তৈরি করা হয়ে থাকে লিথিয়ামের দ্বারা। যাকে সকলে Li – lon বা Li-Po বলে থাকি। এই ব্যাটারিগুলো আগের মোবাইলের ব্যাটারির মত IC বা Memory নেই।
আরও পড়ুন – নতুন মোবাইল কেনার পর করণীয় কি?
মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম
আগের দিনে মোবাইলের জন্য যে ব্যাটারিগুলো তৈরি হতো সেইগুলো Nickel Cadmium এর ছিলো। এই ধরনের ব্যাটারির মাথার দিকে মেমোরি থাকে যার ফলে চার্জ বেশিক্ষণ ধরে রাখতে পারতো না।
এর ফলে অনেকের মোবাইলে দেখবেন ৫৫% থেকে ৬০% চার্জ থাকা অবস্থায় আবার চার্জ দেওয়ার প্রয়োজন হতো।
কিন্তু বর্তমানে লিথিয়াম দিয়ে তৈরী ব্যাটারিগুলো মোবাইলের জন্য খুবই ভালো। তাই যখন মোবাইলে 100% চার্জ হয়ে যাবে তখন মোবাইল থেকে চার্জারটি খুলে রাখুন। 100% চার্জ থেকে যখন কমতে কমতে 10% বা 20% এ নেমে আসবে তখন পুনরায় মোবাইল চার্জে দেবেন।
বর্তমানে যেহেতু প্রতিটি মোবাইলে লিথিয়াম এর তৈরী ব্যাটারি তাই নতুন অবস্থায় 60% চার্জ এর নিচে আসলেও মোবাইল ব্যবহার করা যাবে নিশ্চিন্তে। তাই কখন হঠাৎ করে মোবাইলের চার্জ ফুরিয়ে যাবে এমন ভয় পাওয়ার কারন নেই।
মোবাইল চার্জ দেওয়ার নিয়ম
বর্তমানে যেহেতু লিথিয়ামের তৈরী ব্যাটারি তাই এই মোবাইল নতুন কিনে 100% চার্জ করে ব্যবহার করতে হয়। অনেকে আছেন যারা মোবাইল কিনে ফুল চার্জ না দিয়ে ব্যবহার করেন। এটি ঠিক না। নতুন মোবাইল কিনে প্রথমেই চার্জে দিবেন। তারপর যখন 100% চার্জ ফুল হবে তখন মোবাইল চালান।
অনেকে আছেন যারা মোবাইলের চার্জ 100% হয়ে যাওয়ার পরেও মোবাইল চার্জে দিয়ে রাখেন। এটি করা ঠিক না। এতে করে মোবাইলের ব্যাটারি ফেটে যেয়ে মারাত্মক কিছু হয়ে যেতে পারে। তাই এই ভুলটা কখনও করবেন না।
তাছাড়া আমাদের মাঝে অনেকে আছেন যারা মোবাইল চার্জে দিয়ে কথা বলেন। বা মোবাইল চালান। এটি কোন ভাবে ঠিক না। এতে করে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। চার্জে বসিয়ে কখনও মোবাইলে কথা বলবেন না।
নতুন মোবাইল কিনে ৮০% থেকে ৯০% চার্জ হলে মোবাইল থেকে চার্জার খুলে মোবাইল ব্যবহার করুন।
প্রশ্ন এবং উত্তরঃ
প্রশ্নঃ নতুন মোবাইল কিনে চার্জ দিতে কত সময় লাগে?
উত্তরঃ আপনার মোবাইলে কত অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে এবং আপনার মোবাইলের চার্জারের ওয়াট কত তার উপর নির্ভর করছে। তবে গড়ে প্রায় প্রতিটি মোবাইল ২ ঘন্টা ১০/২০ মিনিটের মত লাগে ১০০% চার্জ সম্পন্ন হতে।
প্রশ্নঃ নতুন মোবাইল কতক্ষণ চার্জ দিতে হয়?
উত্তরঃ এটি আপনি কি মোবাইল ব্যবহার করছেন তার উপরে নির্ভর করছে। তবে নতুন মোবাইলে বেশিরভাগ সময় ২ ঘন্টা ১০ থেকে ২০ মিনিটের মধ্যে চার্জ ১০০% হয়ে যায়।
প্রশ্নঃ নতুন ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম কি?
উত্তরঃ নতুন ব্যাটারি হোক বা নতুন মোবাইল হোক মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম একটাই আর সেটি হলো আপনার মোবাইলে কত অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। মোবাইলের ব্যাটারির উপর নির্ভর করছে কত সময় চার্জ দিতে হবে।