সিম কার নামে রেজিস্ট্রেশন করা দেখার নিয়ম | সিম কার নামে নিবন্ধন করা

সিম কার নামে নিবন্ধন করা

সিম কার নামে নিবন্ধন করা কিভাবে জানবো বা সিম কার নামে রেজিস্ট্রেশন করা কিভাবে জানবো সেই সম্পর্কে যারা জানতে চান তাদের জন্য আজকের পোস্টটি। আমাদের মাঝে অনেকে আছেন যারা সিম চালান কিন্তু সেই সিমটি কার নামে কেনা সেই সম্পর্কে জানেন না।

আবার অনেকে আছেন যারা তার নিজের নামে কয়টি সিম কেনা আছে সেই সম্পর্কে জানতে চান। আজকে তাদের জন্য আমার এই লেখা।

সিম কার নামে রেজিস্ট্রেশন করা দেখার নিয়ম | সিম কার নামে নিবন্ধন করা

আমরা সকলে মোবাইল ফোন ব্যবহার করি। আর মোবাইল ব্যবহার করলে তাতে সিম কার্ড তো থাকবেই। মোবাইলে সিম কার্ড থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার।

আমরা যারা সিম কার্ড ব্যবহার করে থাকি তাদের মধ্যে সকলেই একদিন না একদিন প্রয়োজন পড়ে, যে সিম কার্ডটি ব্যবহার করছেন, সেই সিম কার্ডটি কার নামে রেজিষ্ট্রেশন করা বা সিমটি কার নামে কেনা সেটি জানার প্রয়োজন হয়ে পড়ে।

তখন আমরা চাই যে সিমটি কার নামে রেজিষ্ট্রেশন করা সেটি জানতে। কিন্তু সিম কার্ড ব্যবহার করলেও অনেকে জানেন না যে সিম কার্ডটি ব্যবহার করছে, সেটি কার নামে রেজিস্ট্রার করা বা কেনা।

আরও পড়ুন – ভোটার এলাকা পরিবর্তন করার সঠিক নিয়ম কি

আজকের লেখায় আমি আপনাদের জানিয়ে দিবো, সিম কার নামে রেজিষ্ট্রেশন করা সেই সম্পর্কে। সেই সাথে আরও দুইটি মাধ্যম জানিয়ে দিবো যে মাধ্যমে আপনি জানতে পারবেন, সিম কার্ডটি কার নামে কেনা।

১. মোবাইলের ইউএসডি কোড ডায়াল করে সিম রেজিস্ট্রেশন চেক

আপনার যারা মোবাইল ফোন ব্যবহার করেন তারা সিম কার্ড ব্যবহার করেন। কিন্তু তার এই সিম কার্ড কার নামে কেনা সেই সম্পর্কে সে নিজেও যদি না জানে তাহলে সিম কার্ড কার নামে কেনা সেই সম্পর্কে জানার জন্য মোবাইলের ইউএসডি কোড ডায়াল করে সিম রেজিষ্ট্রেশন চেক করতে পারবেন। নিচে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিভাবে মোবাইলে কোড ডায়াল করে সিম চেক করতে পারবেন।

ধাপ ১ঃ প্রথমে আপনার মোবাইলের কল অপশনে যান। তারপর *16001# এই নাম্বার ডায়াল করে কল দিন।

ধাপ ২ঃ উপরের কোড ডায়াল করার পরে আপনাদের সামনে জাতীয় পরিচয়পত্রের শেষ ৪ ডিজিট নাম্বারটি দিতে বলবে। জাতীয় পরিচয়পত্র শেষ ৪ ডিজিট নাম্বার বসিয়ে Send বাটনে ক্লিক করুন।

ধাপ ৩ঃ এবার দেখতে পাচ্ছেন, আপনার মোবাইলের SMS অপশনে একটি sms এসেছে। যেখানে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম ও কি কি সিম কেনা হয়েছে সবকিছু দেখতে পাবেন।

২. Truecaller website এর মাধ্যমে সিম রেজিস্ট্রেশন চেক

মাঝে মাঝে আমাদের কাছে অনেক বিরক্তিকর কল আসে যারা সর্বদা আমাদের বিরক্ত করে। তাদের কাছে পরিচয় জানতে চাইলেও তারা তাদের পরিচয় বলে না। এমন সমস্ত বিরক্তিকর ফোন কার নাম থেকে আসে সেটি জানার জন্য TrueCaller Website ব্যবহার করতে পারেন। এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজে সিম কার নামে কেনা সেটি চেক করতে পারেন।

TrueCaller ওয়েবসাইট দিয়ে কিভাবে সিম কার্ড চেক করতে হয় সেটি নিচে ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি।

ধাপ ১ঃ প্রথমেই আপনাকে TrueCaller website এ নিজের নামে একটা একাউন্ট করে নিতে হবে। তার জন্য google এ যেয়ে truecaller লিখে সার্চ করলেই প্রথমে একটি ওয়েবসাইট আসবে। সেই ওয়েবসাইটে sign in google দিয়ে truecaller account তৈরী করে নিতে হবে।

সিম কার নামে নিবন্ধন করা
সিম কার নামে নিবন্ধন করা

ধাপ ২ঃ এবার আপনি যে নাম্বারটি চেক করতে চাইছেন সেই নাম্বারটি কপি করে truecaller ওয়েবসাইটে যেয়ে বসিয়ে সার্চ করলেই সিমটি কার নামে কেনা সহ আরও অনেক তথ্য দেখতে পাবেন।

সিম কার্ড রেজিষ্ট্রেশন চেক করার জন্য এটি একটি ভালো মাধ্যম। এই পদ্ধতি অবলম্বন করে আপনি খুব সহজে সিম কার্ড চেক করতে পারবেন।

শেষকথাঃ

আমরা উপরে তিনটি মাধ্যমে সিমকার্ড চেক করার উপায় সম্পর্কে আপনাদের দেখিয়ে দিয়েছি। উপরের মাধ্যম গুলো দিয়ে আপনি সিম রেজিস্ট্রেশন চেক করতে পারবেন।

সিম রেজিস্ট্রেশন চেক করার জন্য উপরে যে দুটি মাধ্যম দেখিয়ে দিয়েছি সেই দুটি মাধ্যম সেরা। তাই এখন থেকে আপনি সিমকার্ড রেজিস্ট্রেশন সহজেই চেক করতে পারবেন।

You May Also Like

About the Author: mobilebd360

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *