Asus ROG Phone 5 Review : সেরা গেমিং ফোন! চকচকে ডিসপ্লে ও চিফছেট এর পারফরম্যান্স কেমন?

Asus ROG Phone 5


হ্যালো গেম লাভার বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এলাম বাজারে সব থেকে সেরা গেমিং ফোন Asus ROG Phone 5 এর রিভিউ। বর্তমানে ROG Phone 5 এই ফোনটি গেমিং এর দিক থেকে নাম্বার 1 পজিশনে আছে। এই ফোনটির অন্য সকল ফিচার থেকে বিশেষ করে পারফরম্যান্স এর দিক থেকে খুব শক্তিশালী করে তৈরি করা হয়েছে। যারা গেমিং ফোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই ফোনটি বিবেচনায় রাখবেন। Asus এই ফোনটি 2021, April 26 তারিখে মার্কেটে রিলিজ করে। এখনো পর্যন্ত এই ফোনটির বাজারে প্রচুর চাহিদা রয়েছে কারণ আমাদের দেশে দিন দিন গেম লাভারের সংখ্যা বেড়েই চলেছে।

ফোনের ডিজাইন

Asus ROG Phone 5 একটি গেমিং ফোনের জন্য খুব ভাল ডিজাইন দরকার আমার মনে হয় তারা এটাতে বিশ্যাশি না। ফোনটা মূলত গেমিং এর জন্য তৈরি করা তাই তারা ডিজাইন এর দিকে বেশি নজর না দিয়ে পারফরম্যান্স এর দিকে বিশেষ ভাবে মনোযোগ দিয়েছে। Asus ROG এর অন্য সকল ফোনের মতো এই ফোনটাতে পিছনে খুবই সাদামাটা ডিজাইন দিয়ে 3 টা ক্যামেরা সেটাপ দিয়েছে। Asus এর অন্য সকল ফোনের মতো এই ফোটাতে তারা সেম ডিজাইন রাখার চেষ্টা করছে।

ফোনের বডি

172.8 x 77.3 x 10.3 mm (6.80 x 3.04 x 0.41 in) ডাইমেনসন বিশিষ্ট 238 গ্ৰাম ওজন এই ফোনটির। মোটামুটি ভারি একটি ফোন আর এই ফোনের উপরের দিকে একটু বেশি ভারি  হাতে নিলে বেশ ভাল ভাবে বোঝা যায়। ফোনটির ওপরের অংশে Gorilla Glass Victus দিয়ে প্রটেক করা পিছনে ব্যাকশেলে Gorilla Glass 3 ও aluminum frame দিয়ে এটি তৈরি করা হয়েছে। ব্যাকশেলে RGB light panel করা এটি আপনারা ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। একই সাথে দুইটি লাইটিং সিস্টেম দিতে পারবেন। অত্যাধিক গরম হওয়া থেকে বাঁচার জন্য একটি কুলার ব্যবহার করতে পারবেন আর এটি চালানোর জন্য ফোনটির সাইটে একটি USB পোর্ট ও একটি Magnative পোর্ট দেওয়া রয়েছে। অন্য সকল ফোনের মতো এই ফোনটিতে পোটস বাটন হেডফোন জ্যাক ঠিকঠাক জায়গায় দেওয়া আছে। এই ডিভাইসটি Phantom Black, Storm White কালারে পাবেন।

ডিসপ্লে

AMOLED এর 6.78 inches ঝকঝকে চকচকে একটি ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 1080 x 2448 pixels ও 395 ppi density থাকা এটি বেশ সারপনেস ও ক্লিয়ার একটি ডিসপ্লে। Corning Gorilla Glass প্রটেকশন দেওয়া এই ডিসপ্লেটিতে হালকা পাতলা আঘাতে কোন রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এটিতে। 144Hz, HDR10+ রিফ্রেশ রেট থাকছে। এতো কিছু থাকার জন্য এটি একটি ঝকঝকে নাম্বার 1 ডিসপ্লে। এই ডিসপ্লে ভাল ভাবে কালার ফুটিয়ে তুলতে পারে সাথে ডিটেলস, সারপনেস এর ঘাটতি নেই। আগের ফোন গুলো থেকে এই ফোনটিতে বেজেল এর পরিমান ও কম। Fingerprint (under display, optical) থাকছে যা একুরেট ও ফাস্ট। 

Asus ROG Phone 5 Photo


প্রসেসর

এটিতে Qualcomm SM8350 Snapdragon 888 (5 nm) এর গেমিং প্রসেসর দেওয়া হয়েছে। Octa-core (1x2.84 GHz Kryo 680 & 3x2.42 GHz Kryo 680 & 4x1.80 GHz Kryo 680) এর CPU সাথে Adreno 660 এর GPU  ও থাকছে এই ডিভাইসে। হেবি আকারে গেমিং এর জন্য এই ফোনের প্রসেসরি যথেষ্ট। সব ধরনের গেম হাই গ্ৰাফিক্স এ খেলতে পারবেন কোন রকম ল্যাগ ফ্রেম ড্রপ ছাড়াই। গেম খেলার সুবিধার জন্য ফোনের সাইটে দুই মাথায় দুটি বাটন দেওয়া হয়েছে। কুলিং ফ্যান ছাড়া গেম খেললে এটি ভাল রকম গরম হয়। গেম সহ এই ফোন দিয়ে ফেসবুক, হটচ্যাপ, ব্রাউজিং সবকিছু অনায়াসে চালাতে পারবেন।

সফটওয়্যার

Android 11, ROG UI সফটওয়্যার দেওয়া হয়েছে। ফোনটির বাকি সব ফিচারের মতো এটিও একদম ঠিকঠাক আছে। Asus ROG Phone 5 একটি গেমিং ফোন তাই সফটওয়্যার ও প্রসেসর এর ওপর বিশেষ ভাবে নজর দিয়ে এই ফোনটি তৈরি করা হয়েছে। সফটওয়্যার ও প্রসেসর এর ফলে এই ফোন দিয়ে ভাল গেমিং পারফরম্যান্স ও ছবি তুলতে পারবেন।

ক্যামেরা 

ফোনটির পিছনে 3 টা ক্যামেরা সেটাপ দেওয়া হয়েছে 64MP (wide) +13MP (ultrawide) +5MP (macro) আগেই বলে রাখি এই ফোনটিতে ক্যামেরার দিকে বিশেষ ভাবে নজর দিয়ে তৈরি করা হয়নি। এই ক্যামেরার ছবি কয়েলিটি মোটামুটি ভাল কালার, ভিটেলস, সারপনেস সবকিছু ছিল এভারেজ। ভাল লাইট পেলে ভাল ছবি তুলতে পারে। রাতের বেলায় সাধারণ এর থেকে নাইট মোডের ছবি গুলো আরো ভাল হয়। এই ক্যামেরা দিয়ে 8K@30fps, 4K@30/60/120fps, 1080p@30/60/240fps, 720p@480fps; gyro-EISভিডিও করতে পারবেন। ভিডিও কয়েলিটি ছিল এভারেজ।

সামনে 24MP এর একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরার ছবি গুলো ভাল মতো কালার, সারপনেস, ডিটেলস ধরে রাখতে পারে তবে মাঝেমধ্যে ডিটেলস এর ঘাটতি দেখা দেয়। সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p@30fps এ ভিডিও করতে পারবেন। ভিডিও কয়েলিটি যথেষ্ট ভাল ছিল।

Asus ROG Phone 5 Photo


ভ্যারিয়েন্ট

Asus এই ফোনটি চারটে ভ্যারিয়েন্টে বাজারে নিয়ে আসছে যথা- (8GB+128GB) 58,000 টাকা, (12GB+128GB) 62,000 টাকা, (12GB+256GB) 66,000 টাকা, (16GB+256GB) 73,000 টাকা। মেমোরি কার্ড ব্যবহার করার জন্য এই ফোনে কোন স্লট দেওয়া হয়নি।

নেটওয়ার্ক

এই ডিভাইসে একই সাথে দুটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন ও এটিতে 5G নেটওয়ার্ক এর পাশাপাশি 2G,3G,4G নেটওয়ার্ক সিস্টেমে সিম দুইটি চালাতে পারবেন

ব্যাটারি

6000 mAh এর Non-removable Li-Po এর শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য 65W এর একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। এই চার্জার দিয়ে 70% চার্জ হতে সময় লাগবে 30 মিনিট এর মতো ও 100% চার্জ হতে 52 মিনিট এর মতো সময় নিবে। ব্যাটারিটি ফুল চার্জে অনায়াসে এক দিন চলে যাবে ও পরবর্তী দিনের জন্য কিছুটা চার্জ থেকে যাবে।

বিশেষ বিশ্লেষণ

Asus ROG Phone 5 একটি গেমিং ফোন।  গেমিং এর দিক দিয়ে এর পারফরম্যান্স 100 তে 100 । এই ডিভাইসে 5G নেটওয়ার্ক থেকে শুরু করে ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ, এভারেজ ক্যামেরা সব দিক দিয়ে এটি ভাল পারফরমেন্স করছে। যারা গেম খেলতে ভালোবাসেন, গেমিং ফোন কিনতে চাচ্ছেন, ফোনটি খুব সুন্দর ডিজাইনের না হলেও হবে তারা নীর সন্ধেয়ে এই ফোনটি কিনতে পারেন।

Asus ROG Phone 5 Photo


এটি কবে বাজারে আসবে ?

2021, April 26 তারিখে এটি রিলিজ হয়।

এই ফোনের দাম কেমন হবে ?

58,000 টাকা এই ফোনটির দাম রাখা হয়েছে।

ফোনটি কতো জিবি র‌্যাম ও রোম এর পাওয়া যাবে ? 

(8GB+128GB),(12GB+128GB),(12GB+256GB),(16GB+256GB) এই চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

ফোনটিতে কেমন ডিসপ্লে দেওয়া হয়েছে ? 

6.78″ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনে।

ফোনটিতে কেমন চিপছেট ও প্রসেসর দেওয়া হয়েছে ?

Qualcomm Snapdragon 888 এর চিফছেট ও Android 11, ROG UI এর সফটওয়্যার থাকছে এই ফোনটিতে।

ফোনটিতে ক্যামেরা ও ভিডিও কয়েলিটি কেমন হবে ? 

ফোনটির পিছনে 64MP+13MP+5MP এর তিনটি ক্যামেরা ও 24MP selfie ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে 8K@30fps, 4K@30/60/120fps, 1080p@30/60/240fps, 720p@480fps এ ভিডিও করতে পারবেন।

ফোনটি কি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে?

5G নেটওয়ার্ক সাপোর্টেড ও এর পাশাপাশি 2G,3G,4G নেটওয়ার্ক সিস্টেম থাকছে।

এই ফোনে কেমন ব্যাটারি দেওয়া হয়েছে ?

6000 mAh এর ব্যাটারি সঙ্গে 65W এর চার্জার দেওয়া হয়েছে।

ফোনটিতে কি কি সেন্সর দেওয়া হয়েছে ? 

Fingerprint (under display, optical), accelerometer, gyro, proximity, compass

এই ফোনটি কোন দেশ তৈরি করেছে ?

Made by Taiwan

Post a Comment (0)
Previous Post Next Post

250.250

250.250