Poco F5 5G Price In Banglades। প্রিমিয়াম ডিজাইন সঙ্গে বুলেট প্রসেসর। ঝকঝকে ক্যামেরা, পাওয়ারফুল ব্যাটারি মার্কেট ধরে রাখতে পারবে তো। পড়ুন বিস্তারিত

Poco F5


দামি ফোনের দাম বাড়তেছে , কম দামি ফোনের দাম বাড়তেছে, দামে মিল্লেও স্পেকে মিলে না স্পেকে মিল্লেও দামে মেলে না । কম দামে SD 8 Series মেলে না 7 Series পাইলেও নতুন কিছু দেখি না বাট সব চিন্তা অবসান ঘটিয়ে এবার আপনারা পাচ্ছে Snapdragon 7+ Gen 2 Poco F5 বাজেটে যারা গেমিং ফোন খুজতেছেন গেমার যারা আছেন মূলত তাদের জন্য এই ফোনটি । সাদ্ধের মধ্যে সবটুকু পাবেন এই ফোনের মধ্যে।ফোনটি মার্কেটে রিলিজ হয় 9 May 2023 সালে । চলুন এবার আমরা ফোনের বিস্তারিত আলোচনায় যাই।

ফোনের ডিজাইন

এবারের Poco F5 অনেক সাদামাটা বিশেষ চেঞ্জ কিছুই দেখা যায় না।ফোনের ফ্রেম ও ব্যাকপার্ট প্লাস্টিক এর দেওয়া।ডিভাইজটি 181 গ্ৰাম ওজন। হাতে নিয়ে অনেকটা প্রিমিয়াম কয়েলিটি ফিল পাবেন খুব একটা ভারি ও মনে হয় না ও ডুয়েল সিম ছাপটেট । IP53 dust and splash resistant যার কারনে হালকা পাতলা পানিতে এটি কোন সমস্যা হওয়ার কথা না। ফোনটি 4G নেটওয়ার্ক ও 5G নেটওয়ার্ক এর সুবিধা পাবেন ও ফিংগার প্রিন্ট সেন্সর টা পাওয়ার বাটনে ব‌্যবহার করা হয়েছে।

ডিসপ্লে

ফোনটিতে 6.67 ইঞ্চি এ্যামুনেট ডিসপ্লে দেওয়া হয়েছে এবং 68B colour দেওয়া হয়েছে ডিসপ্লে টিতে মানে মাল্টি ওয়াজটাইমে বা ভিডিও দেখার সময় অনেক মজা পাবেন। ফোনটিতে ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে বা সেলফি ক্যামেরা ও বলতে পারেন। ডিসপ্লেটি 1080*2400 পিক্সেল এর সাথে যুক্ত আছে Corning Gorilla Glass 5 তারপরেও নিজেরা একটা গ্লাছ লাগিয়ে নেওয়া ভাল। 120Hz রিফ্রেশ রেট থাকায় ফোনটি টার্চ আরও স্মুথ করে তোলে। এক কথায় মন জুড়ানো ডিসপ্লে এটি।

চিপছেট ও সফটওয়্যার

চিপছেট হিসাবে এবার পোকো বড় চমক দেখিয়েছে তারা এবার Qualcomm Snapdragon 7+ Gen 2 ব্যবহার করছে এটি মূলত একটি গেমিং চিপছেট। আর এই শক্তিশালী চিপছেট এর পাশাপাশি সফটওয়্যার দেওয়া হয়েছে Android 13 যেটি পরবর্তী আপডেটের মাধ্যমে Android 14 তে নিয়ে আসা সম্ভব। GPU দেওয়া হয়েছে Adreno 725। গেমিং চিপছেট হওয়ায় সকল ধরনের গেম খেলতে পারবেন কোন রকম সমস্য ছাড়াই। ফোনে কোন রকম হিটিং ইসু ও পাবেন না।

ভ্যারিয়েন্ট

ডিভাইজটি আপনার দুইটা ভ্যারিয়েন্টে পাবেন 8 জিবি  র‌্যাম  256 জিবি রোম ও 12 জিবি  র‌্যাম  ও 256 জিবি রোম।8/256 বাজারে দাম রাখা হয়েছে 43000 টাকা আর 12/256 দাম রাখা হয়েছে 45000 টাকা। ফোনটিতে আপনার অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না।বাজার দরের তারতম্যের কারণে দাম কম বেশি হতে পারে।

নেটওয়ার্ক

ফোনটিতে 5G নেটওয়ার্ক এর পাশাপাশি GSM / HSPA / LTE মুডগুলো পেয়ে যাবেন।

ক্যামেরা 

ফোনটিতে প্রাইমারি 3টা ক্যামেরা দেওয়া হইছে। মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল এর (ওয়াইড) 8 মেগাপিক্সেল এর (আল্ট্রাওয়াইড) 2 মেগাপিক্সেল এর (ম্যাক্স)। দিনের বেলা বেশ ভাল কালার ধরে রাখে এটার ক্যামেরা সেই সাথে ডাইনামিক রেঞ্জটা ও সারপনেস এরং ডিটেলস খুব ভাল ভাবে হ্যান্ডেল করে। ছবির এইচডি আর, কালার টোন সবকিছু ঠিক আছে। রাতের বেলাই এটি দিয়ে ও ভাল ছবি তুলতে পারবে লো লাইটে এই ভাল ছবি আউটপুট দেয়।আর এই 3 টা ক্যামেরার মাধ্যমে 4K@30fps ও 1080@30/60*120fps এ ভিডিও করতে পারবেন ভিডিও কোয়ালিটি খারাপ সারপ ও স্মুথ হাত হালকা কাপলেও কোন সমস্যা হয় না ভিডিওতে। সামনে পাচ্ছেন 16 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরার ছবি ছিল বেশ ভাল সারপনেস,ডিটেলস , কালার সব কিছু ঠিকঠাক আছে। রাতের বেলাও এই সেলফি ক্যামেরা দিয়ে ভাল ছবি তুলতে পারবছন।

ব্যাটারি

ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর এই ব্যাটারি টি ফুল চার্জ করার জন্য 67 ওয়ার্ডের ফার্স্ট চার্জার দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনারা ফোনটি 0-100% চার্জ দিতে সময় নেবে 46 মিনিট এর মতো। প্রতিদিন ডে টু ডে ইউজ করে আপনার 2-3 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন।

বিশেষ বিশ্লেষণ

ফোনটাতে যে শক্তিশালী চিপছেট ও সফটওয়্যার এর কম্বিনেশন দেখে বোঝা যায় এটি একটি গেমিং ফোন। এ্যানড্রাইড সকল ধরনের গেম এই ফোনে আপনারা খেলতে পারবেন কোনো রকম ল্যাগ,ফ্রেম ড্রপ ছাড়াই। অনেক সময় গেম খেলার ফলে ও এটিতে কোন রকম হিটিং ইসু পারেন না আপনারা। ডিসপ্লে টিতে 68D Colour হওয়ায় গেম, মুভির সকল ধরনের কালার ফুটিয়ে তুলতে সক্ষম এই ডিসপ্লে। তবে এই বাজেটে যদি পাওয়ার বাটনে ফিংগার প্রিন্ট না দিয়ে ইন ডিসপ্লে ফিংগার প্রিন্ট দিতো তো আরো গর্জিয়াস হয়ে উঠতো এই ফোনটা ।

Poco F5


এটি কবে বাজারে আসবে ?

2023, May 09 তারিখে বাজারে আসে।

এই ফোনের দাম কেমন হবে ?

এটির দাম রাখা হয়েছে 43,000 টাকা।

ফোনটি কতো জিবি  র‌্যাম  ও রোম এর পাওয়া যাবে ? 

(8GB+256GB),(12GB+256GB) এই 2 টা ভ্যারিয়েন্ট এ পাবেন।

ফোনটিতে কেমন ডিসপ্লে দেওয়া হয়েছে ? 

6.67 ইঞ্চি এ্যামুনেট ডিসপ্লে ও রেজুলেশন দেওয়া হয়েছে 1080*2400 Pixels 

ফোনটিতে কেমন চিপছেট ও প্রসেসর দেওয়া হয়েছে ?

Qualcomm SM7475-AB Snapdragon 7+ Gen 2 (4 nm) চিপছেট ও সফটওয়্যার দেওয়া হয়েছে Android 13, MIUI 14 for POCO

ফোনটিতে ক্যামেরা ও ভিডিও কয়েলিটি কেমন হবে ? 

64+8+2 মেগাপিক্সেল এর ক্যামেরা দেওয়া হয়েছে সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল এর দেওয়া হয়েছে।4K@30fps, 1080p@30/60/120fps, gyro-EIS

1080p@30/60fps ভিডিও করতে পারবেন।

ফোনটি কি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে?

ফোনটিতে 5G সাপোর্ট করবে ও সাথে GSM / HSPA / LTE  চালাতে পারবেন।

এই ফোনে কেমন ব্যাটারি দেওয়া হয়েছে ?

5000mAh এর ব্যাটারি এ 67 ওয়ার্ডের ফার্স্ট চার্জার দেওয়া হয়েছে।

ফোনটিতে কি কি সেন্সর দেওয়া হয়েছে ? 

Fingerprint (side-mounted), accelerometer, gyro, proximity, compass

এই ফোনটি কোন দেশ তৈরি করেছে ?

ফোনটি তৈরি করছে চায়না মোবাইল কোম্পানি।

Post a Comment (0)
Previous Post Next Post

250.250

250.250