Realme 11 Pro Plus 5G Price In Bangladesh। সস্তায় 200MP ক্যামেরা,চোখ ধাঁধানো ডিজাইন। 100 ওয়ার্ড এর চার্জার 20 মিনিটে ফুল চার্জ। পড়ুন রিভিউ

Realme 11 Pro Plus


আজ আপনাদের এমন একটি ফোনের কথা বলবো যেটির ক্যামেরা দেখতে অনেকটা Huawei ফোনের মতো রাউন্ড ক্যামের কিন্তু Realme কোম্পানি এই প্রথম তাদের ফোনে ব্যবহার করেছে কথা বলবো আজ Realme 11 Pro Plus কে নিয়ে আর এই ফোনের মূল আকর্ষণ এই ফোনের ক্যামেরা । Realme কোম্পানি এই ফোনটি বাজারে নিয়ে আসে 10 May 2023 সালে। এই ধরনের ফোন আগে কখন এই কোম্পানি নিয়ে আসেনি আশা করছি পরবর্তী মডেলে এই ধরনের ক্যামেরা আরো দেখা যাবে। 

ফোনের ডিজাইন

এই বার প্রথম Realme কোম্পানি Realme 11 Pro Plus এই ফোনের ডিজাইন আউটলুক ব্যাপক পরিবর্তন এনেছে । ফোনটির পিছনের লোগোটা ডেকে যদি অন্য মানুষের দেখান তো 90% মানুষ এইটা কি ফোন তা বলতে পারবে না। লুকের মথ্যে এবার ম্যাছিব চেঞ্জর ব্যাপার আছে। ফোনের পিছনের ক্যামেরা ডিজাইন অনেকটা Huawei ফোনের টাইপে এই ধরনের রাইন্ডেট ক্যামেরা Realme আগে কোনো ফোনে ব্যবহার করেনি আশা করা যায় এবার থেকে Realme অনেক গুলো ফোনে দেখতে পাব আমরা। ফোনের পিছনের এবার তারা লেদার ইউজ করছে আর ক্যামেরা থেকে নিচ পর্যন্ত একটা দাগ দিছে যেটা অনেকটা চেইন এর মতো দেখতে লাগে । পিছনে লেদার ডিজাইন দেওয়ার দেখতে প্রিমিয়াম কয়েলিটি মতো লাগে। ফোনের ফ্রেমটা প্লাস্টিক এর তৈরি।ফোনটি আপনার 3 টা কালারের পেয়ে যাবেন  Astral Black, Sunrise Beige, Oasis Green এই তিনটি কালারে পেয়ে যাবেন। 4G,5G ফুল সাপোর্টেট পেয়ে যাচ্ছে এই ফোনে। এই ফোনে থাকছে একটি কার্ভ ডিসপ্লে ফোনটা হাতে নিয়ে একটা প্রিমিয়াম কয়েলিটি ফিল পাওয়া যায় হাতে ধরতে কোন অসুবিধা না । ফোনটিতে 2টা ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আর সব বাটন,পোটস সব ঠিকঠাক আছে।

ডিসপ্লে

6.7 ইঞ্চি এ্যামুলেট কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে যায় রেজুলেশন থাকছে 1080*2412 পিক্সেল 120 Hz রিফ্রেশ রেট থাকছে এই ফোনে । এ্যামুলেট ডিসপ্লে মানে অসাধারণ কিছু ডিসপ্লে কালার , সার্পানেস মিডিয়া ওয়াচিং এ খুব ভাল কোন কিছু কমতি নেই এই ডিসপ্লেতে । টার্চ রেসপন্স অনেক ভাল বলতে গেলে কোন প্যারা খেতে হয় না এই ডিসপ্লেটিতে । ডিসপ্লেতে ওয়াটার ড্রপ নচ বা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির আন্ডার ডিসপ্লে ফিংগার প্রিন্ট সেন্সর দেওয়া হইছে যেটা একদম একুরেট এবং খুব ফাস্ট।

চিপছেট ও সফটওয়্যার

ফোনটির চিপছেট দেওয়া হয়েছে Mediatek Dimensity 7050 এটি সম্পূর্ণ নতুন একটি চিপছেট । এই চিপছেট আগে কোন ফোনে ইউজ করা হয়নি। এই চিপছেটে ডে টু ডে সব কিছু ব্যবহার করতে পারবেন আর গেমিং ও করতে পারবেন পাবজি, ফ্রি ফায়ার সব কিছু এইচডি গ্ৰাফিক্সে খেলতে পারবেন কোন রকম ফ্রেম ড্রপ, ল্যাগ এর ঝামেলা পড়তে হবে না । GPU Mali-G68 দেওয়া হয়েছে যেটি খুব ভাল একটি GPU । চিপছেটের প্রকৃত বন্ধু সফটওয়্যার তাই এই ফোনের সফটওয়্যার দেওয়া হয়েছে Android 13 ও Realme এর অফিসিয়াল সফটওয়্যার Realme UI 4.0 । সফটওয়্যার ও চিপছেটের ভাল কম্বিনেশন এর ফলে ফোন থেকে আপনারা ভাল আউটপুট পারেন। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সকল কাজ মিটিয়ে এটি দিয়ে গেম ও খেলতে পারবেন ।

নেটওয়ার্ক

হ্যা এই ফোনটিতে 5G সাপোর্ট করবে সাথে 2G 3G 4G ও চালাতে পারবেন।

ভ্যারিয়েন্ট

ফোনটি আপনারা 3টা ভ্যারিয়েন্টে পাবেন (8+256) 44,000 টাকা (12+256) 50,000 টাকা (12+512) 59,000 টাকা। দাম একটু বেশি হলেও কার্ভ ডিসপ্লে সহ ভাল চিপছেট এর জন্য এই ফোন নেওয়া যায়।বাজার দরের তারতম্যের কারণে দাম কম বেশি হতে পারে।

ক্যামেরা

ফোনটির প্রাইমারি ক্যামেরা হিসেবে 3 টা ক্যামেরা ব্যবহার করছে কোম্পানি। 200 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা 8 মেগাপিক্সেল এর আল্ট্রাওয়াইড ক্যামেরা 2 মেগাপিক্সেল এর ম্যাক্স ক্যামেরা। 200 মেগাপিক্সেল এর ক্যামেরা দিয়ে দিনের বেলায় ভাল ছবি তুলতে পারবেন। ছবির ডিটেলস, সারপনেস, কালার সব কিছু ভাল পাবেন। রাতের বেলায় ও ভাল ছবি পাবেন তবে নাইট মোডে ছবি তুললে ছবির কয়েলিটি আরো ভালো পাবেন। ফোনটির 200 মেগাপিক্সেল এর ক্যামেরা দিয়ে 4k@30fps 1080@30/60/fps এ ভিডিও করতে পারবেন। সামনে 32 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে ছবির ডিটেলস, সারপনেস সব ঠিকঠাক। সামনে ক্যামেরা দিয়ে 1080@30fps এ ভিডিও করতে পারবেন।ক্যামেরা কোয়ালিটি ভাল পাবেন।

ব্যাটারি

ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হইছে সাথে পাচ্ছে 100 ওয়ার্ড এর ফাস্ট চার্জার। ফাস্ট চার্জার হওয়ায় ফোনটি চার্জ দেওয়ার সময় হালকা পাতলা হিটিং ইসু হতে পারে তবে এটি ফোনের কোন ক্ষতি কর দিক না ।ফুল চার্জে 2 দিন চোখ বুজে চালাতে পারবে।

বিশেষ বিশ্লেষন

ফোনটি আপনারা এ্যামুলেট ডিসপ্লে পাবেন বড়ো একটি ডিসপ্লে পাবেন।র ্যাম রোম সব কিছু ঠিকঠাক ব্যবহার করছে কোম্পানি। 5000mAh ব্যাটারি ও 100 ওয়ার্ড এর চার্জার পাবেন। 200 মেগাপিক্সেল এর ক্যামেরা পাবেন।গেমারা এই ফোনটি কিনতে পারেন।

Realme 11 Pro Plus


এটি কবে বাজারে আসবে ?

এই ফোনটি সর্ব প্রথম বাজারে আসে 10 May 2023 সালে।

এই ফোনের দাম কেমন হবে ?

Realme 11 Pro plus ফোনটার দাম রাখা হয়েছে 44,000 টাকা।

ফোনটি কতো জিবি  র‌্যাম ও রোম এর পাওয়া যাবে ? 

ফোনটি আপনারা 3টা ভ্যারিয়েন্টে পাবেন (8+256) 44,000 টাকা (12+256) 50,000 টাকা (12+512) 59,000 টাকা।

ফোনটিতে কেমন ডিসপ্লে দেওয়া হয়েছে ? 

6.7 ইঞ্চি এ্যামুনেট ডিসপ্লে ও ডিসপ্লে রেজুলেশন দেওয়া হয়েছে 1080*2412

ফোনটিতে কেমন চিপছেট ও প্রসেসর দেওয়া হয়েছে ?

Mediatek Dimensity 7050 (6nm) চিপছেট দেওয়া হয়েছে।

ফোনটিতে ক্যামেরা ও ভিডিও কয়েলিটি কেমন হবে ? 

পিছনে 3 টি ক্যামেরা দেওয়া হয়েছে 200+8+2 মেগাপিক্সেল ও 32 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ভিডিও কোয়ালিটি পাবেন 4k@30fps, 1080p@30/60/120/480fps, 720p@960fps

ফোনটি কি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে?

হ্যা এই ফোনটিতে 5G সাপোর্ট করবে সাথে 2G 3G 4G ও চালাতে পারবেন।

এই ফোনে কেমন ব্যাটারি দেওয়া হয়েছে ?

5000mAh এ ব্যাটারি ও 100 ওয়ার্ড এর ফাস্ট চার্জার দেওয়া হয়েছে।

ফোনটিতে কি কি সেন্সর দেওয়া হয়েছে ? 

Light sensor,Proximity sensor,Accelerometer,Compass,Gyroscope

এই ফোনটি কোন দেশ তৈরি করেছে?

ফোনটি তৈরি করে করছে চায়না

Post a Comment (0)
Previous Post Next Post

250.250

250.250