Xiaomi 13 Pro Review: তিনটি 50 মেগাপিক্সেল এর ক্যামেরা, ঝকঝকে ডিসপ্লে | আগুন দামে আগুন ফোন

Xiaomi 13 Pro


হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো Xiaomi এর আগুন দামের আগুন ফোনের সাথে। বর্তমান মার্কেটে Xiaomi এর এটিই লেটেস্ট ফোন। এটি দামেও যেমন আগুন, কাজেও তেমনি আগুন, হিট হয় ও আগুনের মত। ফোনটা কি Dope? নাকি Nope? তা আজকের এই রিভিউ জানবো। এটি সর্ব প্রথম Xiaomi বাজারে আসে 2022, December 14। আজকে আমি আছি Xiaomi 13 Pro এর সাথে আপনাদের মাঝে উষ্নতা ছড়াতে।

ফোনের ডিজাইন

প্রথমেই আসি ফোনটির ডিজাইন নিয়ে। ফোনটি লাখ টাকা হওয়া কয়েকটি কারন আছে তার মধ্যে অন্যতম ডিজাইন, পারফরম্যান্স, ক্যামেরা। ফোনটির পিছনে ceramic back or silicone polymer এর তৈরি ম্যাট ফিনিস করা ব্যাকপার্ট। আর এর ওপরে তিন ক্যামেরা বিশিষ্ট স্কয়ার ক্যামেরা হাউজিং করা যেটা দেখতে স্বাভাবিক ভাবে বড় লাগে। এই ডিভাইসটির সামনে কার্ড ডিসপ্লে সহ একটি ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। Xiaomi এর অন্য সকল ফোনের থেকে এই ফোনের ডিজাইন দেখতে খুব সুন্দর। ফোনটি হাতের মধ্যে থাকলে মনে হয় প্রিমিয়াম কিছু একটা হাতে মধ্যে আছে।

ফোনের বডি

এটির ডাইমেনসন 162.9 x 74.6 x 8.4 mm or 8.7 mm ও 210 গ্ৰাম ওজন বিশিষ্ট একটি ফোন। যার সামনে Glass front (Gorilla Glass Victus) প্রটেকশন দেওয়া ও পিছনে ceramic back or silicone polymer back এর ব্যাকপার্টব্যাকপার্ট এবং aluminum এর ফ্রেম দিয়ে তৈরি করা। ফোনটিতে একই সাথে দুটি সিম প্রবেশ করানো যাবে। এটি IP68 dust/water resistant (up to 1.5m for 30 mins) এই ফোনটি 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত রাখা যাবে। Ceramic White, Ceramic Black, Ceramic Flora Green, Mountain Blue এই চার ধরনের কালারের ফোন আপনারা বাজারে পাবেন। ফোনটিতে বাকি পোটস, বাটন সব ঠিকঠাক জায়গায় আছে।

xiaomi 13 pro

Realme C33 ফোনের বিস্তারিত পড়তে এই লেখার ওপরে ক্লিক করুন

Samsung Galaxy A13 ফোনের বিস্তারিত পড়তে এই লেখার ওপরে ক্লিক করুন

ডিসপ্লে

এই ডিভাইসে 6.73 inches LTPO AMOLED এর কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজুলেশন 1440 x 3200 pixels ও ডিসপ্লেটিকে প্রটেকশন দেওয়া জন্য Corning Gorilla Glass Victus ব্যবহার করা হয়েছে। 120Hz রিফ্রেশ রেট ও 1900 nits (peak) থাকছে যা ঘরের বাইরে বা রোদের মধ্যেও ডিসপ্লেটি ভাল রকম দেখতে পাওয়া যাবে। কালার , সারপনেস, ডিটেলস এর কোন অভাব নেই, কন্টেন্ট ওয়াচিং এ এটি ভাল পারফরমেন্স করছে সাথে 2K রেজুলেশন এর ভিডিও দেখা যাবে এই ফোনে। বড় ডিসপ্লেতে Fingerprint (under display, optical) দেওয়া হয়েছে যা খুবই একুরেট ও খুবই ফাস্ট। একটি সেলফি ক্যামেরা সহ ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে এই ডিসপ্লেটিতে। কার্ভ ডিসপ্লে হওয়ায় এতে কোন বেজেল নেই।

প্রসেসর

বর্তমানে সব থেকে লেটেস্ট Qualcomm SM8550 Snapdragon 8 Gen 2 (4 nm) প্রসেসর দেওয়া হয়েছে। Octa-core (1x3.2 GHz Cortex-X3 & 2x2.8 GHz Cortex-A715 & 2x2.8 GHz Cortex-A710 & 3x2.0 GHz Cortex-A510) এর CPU ও Adreno 740 এর GPU দেওয়া হয়েছে। এই ধরনের প্রসেসর দিয়ে সব ধরনের কাজ করা সম্ভব পাবজি, ফ্রি ফায়ার,কল - অবডিউটি সকল ধরনের গেম হাই গ্ৰাফিক্স এ খেলতে পারবেন। তবে অনেক সময় ফোনটি ভাল রকম গরম হয় ওভারহিটং এর নোটিশ দেয়। এই প্রসেসর আরো অনেক ফোনে দেখতে পাওয়া যায় কিন্তু তুলনামূলক ভাবে এই ফোনটিতে বেশি হিটিং ইসু দেখতে পাওয়া যায়। আপডেট এর পরে এটি ফিক্স হওয়ায সম্ভবনা বেশি।

সফটওয়্যার

এই ডিভাইসটিতে Android 13, MIUI 14 সফটওয়্যার রান করছে। পরবর্তীতে সফটওয়্যার আপডেট এর মধ্যে আরো লেভেল আপ করবে। একটি ফোনের সফটওয়্যারই সব কিছু না প্রসেসর ও সফটওয়্যার মিলে সব ধরনের কাজ গুলো সম্পূর্ণ করে থাকে। এই ফোনটিতে বর্তমানে সব থেকে লেটেস্ট সফটওয়্যার ও প্রসেসর দেওয়া হয়েছে আর এদের দ্বারা ভাল ছবি তোলা থেকে শুরু করে ডিভাইসের যাবতীয় কাজ গুলো ভালভাবে করে থাকে।


ক্যামেরা 

ফোনটির পিছনে 3 টা ক্যামেরা দেওয়া হয়েছে 50.3MP (Wide) আর এর সঙ্গে আছে 50MP (Telephoto) ও 50MP (Ultrawide) এই তিন ক্যামেরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ছবির সারপনেস, ডিটেলস, কালার সব কিছু ঠিকঠাক আছে। রাতের বেলায় নরমাল মুডে ও ভাল ছবি তুলতে পারে ও নাইট মুড ব্যবহার করলে ছবির কয়েলিটি আরো ভাল পাওয়া যায়। এই ক্যামেরা দিয়ে 8K@24fps (HDR), 4K@30/60fps (HDR10+), 1080p@30/120/240/960fps, 720p@1920fps, gyro-EIS ভিডিও করতে পারবেন। ভিডিও কয়েলিটি খুবই সারপনেস ও ভাল রকম ডিটেলস ধরে রাখতে পারে।

ফোনটির সামনে 32MP এর একটি (wide) ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা ছবির কয়েলিটি ভাল। ভাল কালার, ভিটেলস ধরে রাখতে পারে। ছবি গুলো খুবই সারপনেস হয়। এই ক্যামেরা দিয়ে 1080p@30/60fps, 720p@120fps, HDR10+ এ ভিডিও করতে পারবেন। ভিডিও কয়েলিটি এর মান ভাল।

xiaomi 13 pro details

Xiaomi 13 Lite ফোনের বিস্তারিত পড়তে এই লেখার ওপরে ক্লিক করুন

Oppo A78 ফোনের বিস্তারিত পড়তে এই লেখার ওপরে ক্লিক করুন

নেটওয়ার্ক 

এটিতে 2 টা ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন ও ডিভাইসটি সম্পূর্ণ 5G নেটওয়ার্কের আওতা ভূক্ত। আর এই 5G নেটওয়ার্ক এর পাশাপাশি 2G,3G,4G নেটওয়ার্ক সিস্টেমে সিম দুইটি ব্যবহার করতে পারবেন।

ভ্যারিয়েন্ট

আমাদের দেশে এটি একটি মাএ ভ্যারিয়েন্টে পাবেন 12 জিবি র‌্যাম ও 256 জিবি রম যার বাজার মূল্য 1,10,000 টাকা। ইন্টারন্যাশনাল মার্কেটে এটি তিনটি ভ্যারিয়েন্ট আছে 8 জিবি র‌্যাম 128 জিবি রম ও 12 জিবি র‌্যাম ও 512 জিবি রম।নতুন রিলিজ হওয়ায় দামটা একটু বেশি পরবর্তীতে এটি দাম আরো কমতে পারে। এই ডিভাইসে কোন এক্ট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না।

ব্যাটারি 

4820 mAh এর Non-removable Li-Po ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ব্যাটারিটি চার্জিং সিষ্টেম 2 ধরনের 120W wired চার্জার এটি দিয়ে 100% চার্জ হতে সময় লাগবে 19 মিনিট এর মতো ও 50W wireless চার্জার দিয়ে 36 মিনিট এর মতো সময় লাগবে। হেবি ইউজে ফোনটি ফুল চার্জে 1 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন।

বিশেষ বিশ্লেষণ

ফোনটি সব দিক দিয়ে ঠিকঠাক থাকলেও ঠিক নেই এর হিটিং ইসু নিয়ে। তবে সফটওয়্যার আপডেট এর মাধ্যমে তা ফিক্স হতেও পারে। বাকি সব দিক দিয়ে এটি ভাল পারফরমেন্স করছে। 2K রেজুলেশন এর ডিসপ্লে দেওয়া হয়েছে একটি সাথে তিনটি 50 মেগাপিক্সেল এর ক্যামেরা 📷 । ফোনের ডিজাইনটা অনেক সুন্দর বড় একটি ক্যামেরা হাউজিং করা। যারা গেমিং ফোন খুজতেছেন পাবজি ফ্রি ফায়ার এই সব ভারি গেম খেলে থাকেন তারা এই ফোনটি কিনতে পারে।

Xiaomi 13 Pro


এটি কবে বাজারে আসবে ?

2022, December 14 তারিখে এটি রিলিজ হয়।

এই ফোনের দাম কেমন হবে ?

1,10,000 টাকা এই ফোনটির দাম রাখা হয়েছে।

ফোনটি কতো জিবি র‌্যাম  ও রোম এর পাওয়া যাবে ? 

8/128, 12/256, 12/512 জিবি এই তিনটি ভ্যারিয়েন্টে ফোনটি পাবেন।

ফোনটিতে কেমন ডিসপ্লে দেওয়া হয়েছে ? 

6.73 inches এর LTPO AMOLED এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে কেমন চিপছেট ও প্রসেসর দেওয়া হয়েছে ?

Qualcomm SM8550 Snapdragon 8 Gen 2 (4 nm) এর চিপছেট ও Android 13, MIUI 14 এর সফটওয়্যার দেওয়া হয়েছে।

ফোনটিতে ক্যামেরা ও ভিডিও কয়েলিটি কেমন হবে ? 

ফোনটির পিছনে 3 টা ক্যামেরা 50.3MP (wide) + 50MP (telephoto) + 50MP (ultrawide) এই ক্যামেরা দিয়ে 8K@24fps (HDR), 4K@30/60fps (HDR10+), 1080p@30/120/240/960fps, 720p@1920fps, gyro-EIS এ ভিডিও করতে পারবেন। সামনে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে আর এই ক্যামেরার ভিডিও কয়েলিটি 1080p@30/60fps, 720p@120fps, HDR10+

ফোনটি কি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে?

5G নেটওয়ার্ক সাপোর্ট করবে সঙ্গে 2G,3G,4G ও সাপোর্টেড।

এই ফোনে কেমন ব্যাটারি দেওয়া হয়েছে ?

4820 mAh এর ব্যাটারি ও 180W এর wired চার্জার ও 50W wireless চার্জার।

ফোনটিতে কি কি সেন্সর দেওয়া হয়েছে ? 

Fingerprint (under display, optical), accelerometer, proximity, gyro, compass, barometer, color spectrum

এই ফোনটি কোন দেশ তৈরি করেছে ?

Made by China

Post a Comment (0)
Previous Post Next Post

250.250

250.250