নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২৫: বর্তমান সময়ে আমরা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠাতে চাই তারা সকলে কম বেশি বিকাশ, নগদ, উপায়, ডাচ-বাংলা এর নাম শুনেছি। এগুলো হলো বাংলাদেশের মোবাইল ব্যাংকিং।
এই মাধ্যমে আমরা খুব সহজে, অল্প সময়ে, স্বল্প খরচে আমাদের পরিচিত মানুষের কাছে টাকা পাঠাতে পারি। আবার তাদের কাছ থেকে টাকা নিতে পারি। বাংলাদেশের অনেক মোবাইল ব্যাংকিং সেবার মধ্যে থেকে আজ আমরা নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়, নগদ একাউন্ট খোলার সহজ উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
নগদ একাউন্ট কিঃ
আমরা যারা টিভি, মোবাইল, ফেসবুক চালাই তারা এতদিনে খুব ভালো ভাবে জেনে গেছি নগদ একাউন্ট কি। মাত্র কয়েক বছর আগে ১১ নভেম্বর ২০১৮ সালে নগদ তাদের পথচলা শুরু করে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে। বাংলাদেশ ডাক বিভাগের একটি আর্থিক সেবা হলো নগদ। নগদের সেবার মান অনেক ভালো হওয়ার কারনে খুব অল্প সময়ে বাংলাদেশের মানুষের কাছে আস্থা অর্জন করতে স্বক্ষম হয়েছে। তাই খুব দ্রুত নগদের গ্রাহক সংখ্যা বাড়তেই আছে।
এতক্ষণ ধরে আপনাদের সাথে আলোচনা করলাম নগদ একাউন্ট কি। এবার চলুন কিভাবে সহজে নগদ একাউন্ট খোলা যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি।
নগদ একাউন্ট খোলার সহজ পদ্ধতি ২০২৫
আমরা অনেকে কিভাবে নগদ একাউন্ট খুলতে হয় সেই সম্পর্কে বিস্তারিত জানি না। তাই মনে করি, নগদ একাউন্ট খোলা মনে হয় খুব কঠিন একটা কাজ। কিন্তু আপনারা হয়ত জানেন না, নগদ একাউন্ট খোলা খুবই সহজ একটা কাজ। চলুন দেখিয়ে দেই, কিভাবে সহজে নগদ একাউন্ট খুলতে হয়।
নগদ একাউন্ট খোলার নিয়ম
নগদ একাউন্ট দুই ভাবে খোলা যায়।
১. মোবাইলে কোড ডায়েল করে ও
২. এন্ড্রয়েড মোবাইলে নগদ অ্যাপস এর মাধ্যমে।
আরও পড়ুন – Nagad App ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খোলার নিয়ম
মোবাইলে কোড ডায়েল করে নগদ একাউন্ট খোলা কিছুটা সহজ হলেও এন্ড্রয়েড মোবাইলে নগদ অ্যাপস ব্যবহার করে নগদ একাউন্ট খোলা তুলনামূলক কিছুটা কঠিন কাজ।
অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে নগদ অ্যাপস এর মাধ্যমে নগদ একাউন্ট খুলতে গেলে যার নামে নগদ একাউন্ট খুলতে চাচ্ছেন তার NID Card লাগবে। কিন্তু মোবাইলে কোড ডায়েল করে নগদ একাউন্ট খুলতে কোন NID Card লাগবে না।
আমরা আপনাকে খুব সহজে দেখিয়ে দিবো কিভাবে সহজে নগদ অ্যাপস ব্যবহার করে অ্যান্ড্রয়েড মোবাইলে নগদ একাউন্ট খুলতে হয়।
আজ আমরা আপনাদের দেখাবো, জাতীয় পরিচয় পত্র (NID Card) ছাড়া নগদ একাউন্ট কিভাবে কোড ডায়েল করে খুলতে হয়।
কোড ডায়েল করে নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২৫
আমরা আপনাকে নিচে ধাপে ধাপে কোড ডায়েল করে নগদ একাউন্ট খোলার নিয়ম দেখাচ্ছি। যাতে অনেক সহজে আপনারা Nagad Account Create করতে পারবেন।
১. প্রথমে আপনি যে মোবাইলে নগদ একাউন্ট খুলতে চাচ্ছেন সেই মোবাইলটি হাতে নিন।
২. এবার যে সিমে নগদ একাউন্ট খুলতে চাচ্ছেন সেই সিমে *167# এই কোডটি ডায়েল করে কল দিন।
৩. এবার একটু অপেক্ষা করুন। তারপর দেখতে পাচ্ছেন ৪ ডিজিটের একটি নতুন পিন দিতে বলছে। ৪ ডিজিটের নতুন পিন দেওয়ার পরে ok বাটনে ক্লিক করুন।
৪. পিন দেওয়ার পরে ok বাটনে ক্লিক করার পরে আবারও আরেক বার ৪ ডিজিটের নতুন পিন দিতে বলবে। আবারও আরেক বার ৪ ডিজিটের নতুন পিন দিয়ে Ok বাটনে ক্লিক করুন।
৫. এবার দেখতে পাচ্ছেন ” Do You Want Profit Bearing Account” এই লেখাটি এসেছে। এর মানে, আপনি কি এই নগদ একাইন্ট থেকে প্রফিট বা লাভ চান। যদি লাভ চান তাহলে Yes চাপুন। যদি লাভ না চান, তাহলে No চাপুন। তারপর Ok বাটনে ক্লিক করুন।
৬. এবার দেখতে পাচ্ছেন, Set Pin Successfully. Please wait for confirmation sms” এমন একটা লেখা। যার মানে আপনার দেওয়া পিনটি সঠিকভাবে add হয়ে গেছে। এবার আপনি যে ফোন দিয়ে নগদ একাউন্ট খুলছেন, সেই মোবাইলে একটা কোড যাবে। সেই কোডটি এখানে বসান। কোডটি বসানোর পরে ok বাটনে ক্লিক করুন।
খুব সহজে খোলা হয়ে গেলো আপনার নগদ একাউন্ট। এবার আপনার একাউন্টটি সঠিক ভাবে খোলা হয়েছে কিনা সেটি দেখার জন্য মোবাইলে যেয়ে লিখুন, *167#. তারপর কল দিন।
কল দেওয়ার পরে দেখতে পারবেন আপনার মোবাইলে অনেকগুলো অপশন এসেছে। এবার আপনার মোবাইলে কত টাকা আছে সেটা দেখার জন্য 7. My Nagad যেয়ে ক্লিক করুন। তারপর আপনি একটু আগে যে ৪ ডিজিটের পিন নম্বরটি দিয়েছেন সেই পিনটি দিয়ে Ok বাটনে ক্লিক করুন। এবার আপনি আপনার নগদ একাউন্টে কত টাকা আছে সেটি দেখতে পাচ্ছেন।
এইভাবে খুব সহজে কোড ডায়েল করে নগদ একাউন্ট খুলতে পারবেন কোন প্রকার জাতীয় পরিচয় পত্র ছাড়া।
এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমাদের পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি খুব সহজে নগদ একাউন্ট খুলতে পেরেছেন। যদি উপরের লেখা পড়ে কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাকে দেখিয়ে দিবো।