নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে করণীয় কি সেটা আমাদের মধ্যে অনেকে জানে না। তাই মানুষ চিন্তা করে। তাই আজ আপনাদের দেখিয়ে দিবো নগদ একাউন্টের পিন ভুলে গেলে কি করবেন বা নগদ একাউন্টের পিন পরিবর্তনের নিয়ম। চলুন আপনাদের দেখিয়ে দেই, কিভাবে খুব সহজে নগদ একাউন্টের নাম্বার পরিবর্তন করবেন অথবা নগদ একাউন্টের পিন ভুলে গেলে কি করবেন।
কয় ভাবে নগদ একাউন্টের পিন পরিবর্তন করা যায়
নগদ একাউন্টের পিন পরিবর্তন অথবা নগদ একাউন্টের পিন ভুলে গেলে করনীয় দুইটার অর্থ প্রায় সমান। নগদ একাউন্টের পিন নাম্বার দুই ভাবে পরিবর্তন করা যায়।
১. নিজের মোবাইলে নগদ নাম্বার ডায়াল করে ও
২. নগদ হেড অফিসে ফোন দিয়ে।
নগদ হেড অফিসে ফোন দিয়ে কথা বলে পিন নাম্বার পরিবর্তন করার জন্য আপনাকে টাকা খরচ করে তাদের সাথে কথা বলতে হবে। সেইক্ষেত্রে বেশ কিছু টাকা খরচ হবে। কিন্তু আপনি যদি নিজে বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে নগদ একাউন্টের নাম্বার ডায়াল করে নগদ একাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান সেইক্ষেত্রে আপনার কোন প্রকার টাকা খরচ হবে না। নিচে বাড়িতে বসে খুব সহজে নগদ একাউন্টের পিন পরিবর্তন করার নিয়ম দেখিয়ে দিচ্ছি।
আরও পড়ুন – নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম ২০২৫
নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে করনীয় কি | নগদ একাউন্টের পিন নম্বার পরিবর্তন করার নিয়ম
আপনারা ঘরে বসে খুব সহজে কিভাবে নগদ একাউন্টের পিন পরিবর্তন করতে পারেন সেটি Step by Step নিচে দেখিয়ে দিচ্ছি।
Step 1# প্রথমে যে সিমের নগদ একাউন্টটির পিন ভুলে গেছেন বা নগদ একাউন্টের পিন পরিবর্তন করতে চাচ্ছেন সেই সিমটি মোবাইলে প্রবেশ করিয়ে *167# নাম্বার ডায়াল করুন।
Step 2# এবার নিচে দেখানো ছবির মত কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে ৮ নাম্বার সিলেক্ট করুন। তারপর Send বাটনে ক্লিক করুন।
Step 3# ৮ নাম্বার বাটনে ক্লিক করার পরে নিচে দেখানো ছবির মতো ২ টি অপশন দেখতে পাবেন।
- Forgot Pin
- Change Pin
আপনারা যদি পিন নাম্বার ভুলে যান তাহলে 1. Forgot Pin এই অপশনটি সিলেক্ট করুন। আর যদি পুরাতন পিন মনে আছে তাই পুরাতন পিন পরিবর্তন করে নতুন পিন দিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে 2. Change Pin অপশনটি সিলেক্ট করুন।
আমি এক এক করে Forgot Pin ও Change Pin দুইটাই দেখিয়ে দিচ্ছি।
Step 3.1#
Forgot Pin: Forgot Pin অপশনে ক্লিক করে Send বাটনে ক্লিক করার পরে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিতে বলবে। আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার দেওয়ার পরে Send বাটনে ক্লিক করুন। এবার আপনাকে আপনার জন্ম সালটা দিতে বলবে।
জন্ম সাল দেওয়ার পরে Send বাটনে ক্লিক করুন। এবার দেখতে পাচ্ছেন আপনার সামনে “Have You Done Any Transaction in last 90 days” এমন একটা লেখা চলে আসবে। যদি আপনি গত ৯০ দিনের মধ্যে যদি কোন লেনদেন করে থাকেন তাহলে Yes বাটনে ক্লিক করুন। তারপর কত লেলদেন করেছেন সেটি দিয়ে Send বাটনে ক্লিক করুন।
আর যদি ৯০ দিনের মধ্যে কোন লেনদেন না করে থাকেন তাহলে No বাটনে ক্লিক করুন। তারপর Send বাটনে ক্লিক করুন। এবার দেখতে পাবেন আপনার মোবাইলে একটা SMS পাঠিয়ে দিয়েছে। যার অর্থ আপনার নগদের পিনটি রিসেট করে দেওয়া হয়েছে। এবার *167# ডায়াল করে নতুন পিন নাম্বার দিন। এইভাবে অনেক সহজে নগদ একাউন্টের পিন ভুলে গেলে পরিবর্তন করতে পারবেন।
Step 3.2# Change Pin:
এবার আপনাদের দেখিয়ে দিবো, নগদের পিন পরিবর্তন করবেন কি করে। উপরে দেখিয়ে দিয়েছি কিভাবে নগদের পিন ভুলে গেলে কি করবেন সেই সম্পর্কে। এবার দেখিয়ে দিচ্ছি, নগদের পিন পরিবর্তন করবেন কি করে। অর্থ্যাৎ আগের পিন মনে থাকার পরেও আগের পিন পরিবর্তন করে নতুন পিন দিবেন কি করে। চলুন দেখিয়ে দেই।
পিন পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে মোবাইল থেকে *167# ডায়াল করতে হবে। তারপর ৮ নাম্বার অপশনটি সিলেক্ট করে Send বাটনে ক্লিক করতে হবে। এবার 2. Change Pin বাটনে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাবেন আপনাকে Current Pin দিতে বলছে।
মানে আপনার নগদে আগে যে পিন ছিলো সেই পিনটি দিন। তারপর Send বাটনে ক্লিক করুন। এবার দেখতে পাচ্ছেন Enter New Pin বলে একটা জায়গা এসেছে। Enter New Pin এর জায়গায় নতুন পিন দিন। তারপন Send বাটনে ক্লিক করুন। send বাটনে ক্লিক করার পরে আপনাকে Re-enter new pin দিতে বলছে। Re-enter এ নতুন পিন দেওয়ার পরে Send বাটনে ক্লিক করুন। আপনার নগদ একাউন্টের পিনটি সফল ভাবে পরিবর্তন করা হয়ে গেছে।
উপরে আমরা নগদ একাউন্টের পিন ভুলে গেলে কি করবেন ও নগদ একাউন্টের পিন পরিবর্তন এই দুই সম্পর্কে বিস্তারিত ভাবে দেখিয়ে দিয়েছি। তারপরেও যদি নগদ একাউন্টের পিন পরিবর্তন করত কোথাও সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে আমাদেরকে জানান। অথবা নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাকে সাহায্য করবো।