ভোটার আইডি কার্ড ডাউনলোড যারা নতুন ভোটার হয়েছেন তারা অনেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে চান। কিন্তু কিভাবে অনলাইনে পরিচয়পত্র ডাউনলোড করতে হয় সেই সম্পর্কে অনেকে জানেন না। যারা নতুন জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার নিয়ম জানেন না বা জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার সহজ নিয়ম সম্পর্কে কিছুই জানেন না, আজকের লেখাটি তাদের জন্য। নিচে বিস্তারিত ভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে অনলাইনে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে দেখিয়ে দেই।
কখন নতুনরা জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন
বর্তমানে যারা নতুন ভোটার হচ্ছেন বা হয়েছেন তাদেরকে মোবাইলের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের নাম্বার পাঠিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারনে অনেক সময় SMS আসতে দেরি করে। তাই যারা SMS পাচ্ছেন না তারা কিছুদিন অপেক্ষা করুন। আর যারা SMS পেয়েছেন তারা নিচে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে নিতে পারবেন।
আবার যারা পুরাতন ভোটার রয়েছেন তারা চাইলে তাদের জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপিও বের করে রাখতে পারেন।
জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার নিয়ম | ভোটার আইডি কার্ড ডাউনলোড
অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে প্রথমে https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিংকে ক্লিক করে একাউন্ট রেজিষ্ট্রার করে নিন। তারপর ভোটার আইডি কার্ডের নাম্বার অথবা স্লিপ নাম্বার এবং প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করে NID Wallet Application Install করে নিন। তারপর আপনাকে Face Verification করতে বলবে। Face Verification সম্পন্ন করার পরে অটোমেটিক আপনার জাতীয় পরিচয়পত্র অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে।
আরও পড়ুন – নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে করণীয় কি?
নতুন জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার নিয়ম
যারা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন অথবা নতুন ভোটার হালনাগাদ করেছেন তাদের মোবাইলে SMS এর মাধ্যমে ভোটার আইডি কার্ডের নাম্বার জানিয়ে দেওয়া হয়েছে। তারা খুব সহজে অনলাইন থেকে NID Card Download করতে পারবেন। কিন্তু যারা এখনও sms এর মাধ্যমে আইডি কার্ডের নাম্বার পায় নি তারা নিচের নিয়ম অনুসরণ করে NID Card নাম্বারটি বের করুন। তারপর NID Card Number দিয়ে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন।
১. SMS এর মাধ্যমে NID Card Number বের করার নিয়মঃ
প্রথমে আপনার মোবাইলের ম্যাসেজ অপশন থেকে টাইপ করুন – NID তারপর একটু ফাকা দিয়ে Form Number দিন তারপর একটু ফাকা দিয়ে আপনার জন্ম তারিখটি দিন। এবার পাঠিয়ে দিন 105 নাম্বারে।
উদাহরনঃ NID<space>Form Number<Space>DD-MM-YYYY পাঠিয়ে দিন 105 এই নাম্বারে।
কিভাবে অনলাইনে জাতীয় জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে হয় | Nid Card Download Bangladesh
যারা এখনও ভোটার আইডি কার্ড পাননি তারা অনলাইনের মাধ্যমে স্লিপ নাম্বার অথবা ভোটার নাম্বার দিয়ে নিচের নিয়মগুলো অনুসরন করে জাতীয় পরিচয়পত্র অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। যারা এখন ভোটার আইডি কার্ড হাতে পাননি তারা বর্তমানে ভোটার স্লিপ নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড করে সংগ্রহ করতে পারেন।
নিচে ধাপে ধাপে দেখানো হলো, কিভাবে খুব সহজে নতুন জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করা যায়।
নোটঃ অনলাইনে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার জন্য প্রথমে nidw ওয়েবসাইটে একাউন্ট করে নিতে হবে। তবে পূর্বে যারা একাউন্ট করেছেন তারা User name ও password দিয়ে লগইন করলেই হবে।
১. nidw ওয়েবসাইটে একাউন্ট রেজিষ্ট্রেশনঃ
অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার জন্য প্রথমে https://services.nidw.gov.bd/nid-pub/ লিংকে ক্লিক করে “রেজিষ্ট্রেশন করুন” বাটনে ক্লিক করুন।
ধাপ – ১# এবার জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম ঘরে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফরম নাম্বার বসান।
ধাপ – ২# এবার আপনার আইডি কার্ডে দেওয়া জন্ম তারিখ দিন।
ধাপ – ৩# তার নিচে আপছা রং এর একটি আবরন দেখতে পাবেন। আঙ্গুল দিয়ে আবরনটি হালকা ঘষুন। দেখতে পাবেন কিছু লেখা দেখা যাচ্ছে। ওই লেখাগুলো নিচে সঠিকভাবে লিখুন।
ধাপ – ৪# এবার “সাবমিট” বাটনে ক্লিক করুন।
ধাপ -৫# এখন একটা জায়গায় আপনাকে নিয়ে আসবে। সেখানে আপনার নাম, ঠিকানা, স্থায়ী ঠিকানা সবকিছু পর্যায়ক্রমে বসান। তারপর পরবর্তি বাটনে ক্লিক করুন।
আরও পড়ুন – নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে করণীয় কি?
২. মোবাইল নাম্বার ভেরিফিকেশনঃ
এই পর্যায়ে আপনাকে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। ভোটার আইডি কার্ডে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে অটোমেটিক ভাবে বসে থাকবে। যদি আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে “মোবাইল পরিবর্তন” নাম্বারে ক্লিক করুন। এইবার ভেরিফাই এর জন্য বার্তা পাঠান এই বাটনে ক্লিক করুন। এবার nidw থেকে SMS এর মাধ্যমে একটি OTP কোড পাঠানো হবে। ওই SMS এ থাকা ৬ ডিজিটের কোডটি বসিয়ে “বহাল” বাটনে ক্লিক করুন।
৩. NID Wallet অ্যাপস ডাউনলোডঃ
এই ধাবে আপনাকে গুগল প্লে স্টোর থেকে NID Wallet নামে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তারজন্য প্লে স্টোরে যেয়ে NID Wallet লিখে সার্চ দিন। NID Wallet Apps টি ইন্সটল হয়ে গেলে নিচের দেখানো ছবির মতো কোডটি স্ক্যান করুন।
তারপর আপনাকে ফেস ভেরিফাই করার জন্য একটি জায়গায় নিয়ে আসবে। এখন থেকে আপনাকে ফেস ভেরিফাই করতে হবে।
৪. ফেস ভেরিফিকেশনঃ
NID Wallet অ্যাপলিকেশনে কোড স্কান করার পরে ফেস ভেরিফাই করার জন্য আপনার মোবাইলের ক্যামেরা ওপেন হবে। এখন যে ব্যক্তির ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন তার মুখটি ক্যামেরার সামনে ধরতে হবে। তারপর তার মুখ ক্যামেরায় স্ক্যান করতে হবে।
ফেইস ভেরিফাই করার জন্য উক্ত ব্যক্তির মুখ ক্যামেরায় প্রথম সোজা রাখবেন। তারপর একবার ডান পাশে নিয়ে যাবেন তারপর বাম পাশে নিয়ে যাবেন। ফেস ভেরিফাই হয়ে গেলে আপনি এবার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে nudw পেজে চলে আসবেন।
৫. পাসওয়ার্ড চেকঃ
nidw পেজে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি পাসওয়ার্ড সেট করতে হবে। যদি আপনি পাসওয়ার্ড সেট করতে না চান তাহলে “এড়িয়ে চলুন” বাটনে ক্লিক করুন। যদি আপনার পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে আপনার বার বার লগইন করতে কোন ঝামেলা পোহাতে হবে না।
৬. জাতীয় পরিচয়পত্র ডাউনলোডঃ
পাসওয়ার্ড সেট করার পরে এবার আপনাকে আপনার প্রফাইলের কিছু তথ্য দেখাবে। যেখানে আপনার ছবি, নাম দেখাবে। এবার ডান পাশে দেখুন ডাউনলোড বলে একটি বাটন রয়েছে। ডাউনলোড বাটনে ক্লিক করলেই আপনার জাতীয় পরিচয়পত্র টি PDF আকারে ডাউনলোড হবে।
এবার ডাউনলোড করা PDF ফাইলটি নিয়ে যেকোন কম্পিউটারের দোকানে গেলে আপনাকে প্রিন্ট করে দিবে।
যারা নতুন ভোটার তারা উপরের দেখানো নিয়ম অনুসরণ করে খুব সহজে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে নিতে পারবেন। উপরের দেখানো নিয়ম যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্টে জানিয়ে রাখবেন। আমরা আপনাকে নতুন জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার নিয়ম দেখিয়ে দিবো।