মোবাইল থেকে কম্পিউটারে ফাইল আনা নেওয়ার সহজ উপায়: আমরা প্রতিদিন নিজেদের প্রয়োজনে মোবাইল এবং কম্পিউটার ব্যবহার করি। ফলে বিভিন্ন প্রয়োজনে মোবাইল থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে মোবাইলে ফাইল আনা নেওয়া করার প্রয়োজন হয়। কিন্তু আমরা মোবাইল থেকে কম্পিউটারে ফাইল আনা নেওয়ার সহজ উপায় ও কম্পিউটার থেকে মোবাইলে ফাইল আনার কয়েকটি নিয়ম জানলেও অনেক নিয়ম জানি না।
নিচে আমরা কম্পিউটার থেকে মোবাইলে ও মোবাইল থেকে কম্পিউটারে ফাইল নিয়ে আনার ৬ টি উপায় সম্পর্কে আলোচনা করবো। এর মাধ্যমে আপনি খুব সহজে নিজেদের প্রয়োজন মত কাজ করতে পারবেন।
মোবাইল থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার | কম্পিউটার থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার
১. AirDroid সফটওয়্যার ব্যবহার করেঃ
AirDroid একটি ফাইল ট্রান্সফার করার সফটওয়্যার। এটি প্রীমিয়াম ও ফ্রী দুই ভাবে ব্যবহার করতে পারবেন। তবে AirDroid মুলত একটি ফ্রী সফটওয়্যার। AirDroid সফটওয়্যার আপনার ফাইল ট্রান্সফারকে অনেক সহজ করে দিবে। AirDroid দিয়ে ফাইল ট্রান্সফার করতে কোন প্রকার একাউন্ট করা লাগে না। সেইক্ষেত্রে আপনাকে কষ্ট করে লোকাল আইপি ভিজিট করতে হবে।
আরও পড়ুন – বাংলা লেখালেখি করে টাকা ইনকাম করার ওয়েবসাইট
যদি আপনি ওয়াইফাই এর মাধ্যমে একই আইপি দিয়ে মোবাইল ও কম্পিউটার চালু করে থাকেন তাহলে খুব সহজে এভ সুবিধা টি নিতে পারবেন। AirDroid সফটওয়্যার দিয়ে ফাইল ট্রান্সফার করার জন্য মোবাইলে এই অ্যাপসি ডাউনলোড করে নিন। আর পিসিতে এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
কিভাবে AirDroid সফটওয়্যার দিয়ে ফাইল ট্রান্সফার করবেনঃ
১. প্রথমে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে AirDroid অ্যাপসটি চালুন করুন।
২. কিছু পারমিশন চাইবে, সেইগুলো এক এক করে পারমিশন দিয়ে দিন।
৩. তারপন Ok ট্যাপ করে Security and Remote Features গুলো সব দেখে নিন।
৪. কম্পিউটার থেকে ফাইল ট্রান্সফার করতে Security & Remote Features হতে File Option টি অন আছে কিনা দেখে নিন।
এবার AirDroid Transfer ট্যাপ হতে দেখে নিন আপনার কম্পিউটারের নাম দেখাচ্ছে কিনা। দেখা গেলে সেটি সিলেক্ট করে Paper Clip আইকন হতে File Select করে Send ক্লিক করলেই ট্রান্সফার শুরু হয়ে যাবে।
২. ব্লুটুথের মাধ্যমে ফাইল ট্রান্সফার করাঃ
আপনি যদি ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করে থাকেন তাহলে খুব সহজেই ব্লুটুথের মাধ্যমে কম্পিউটার থেকে মোবাইলে এবং মোবাইল থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করতে পারবেন। কিন্তু যারা Desktop চালান তাদের জন্য সামান্য টাকা খরচ হবে একটি ব্লুটুথ ডঙ্গল কিনতে। বাজারে ৩০০ থেকে ৪০০ টাকা দামের ব্লুটুথ ডিভাইস পাওয়া যায়। আপনি ব্লুটুথ ডিভাইস টি কিনে সেটি ডেক্সটপে লাগিয়ে খুব সহজে ডেক্সটপ থেকে অ্যান্ড্রয়েড মোবাইলে এবং অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ডেক্সটপে ফাইল ট্রান্সফার করতে পারবেন।
কিন্তু ব্লুটুথ ডিভাইস ব্যবহার করার সবথেকে বড় সমস্যা হলো এটি একটি ধীরগতি সম্পন্ন ফাইল ট্রান্সফার করার মাধ্যম। অনেক বড় বড় ফাইল ব্লুটুথ এর মাধ্যমে ট্রান্সফার করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে পড়ে। তাই এই মাধ্যমে বড় বড় ফাইলগুলো ট্রান্সফার না করাই ভালো। ব্লুটুথ ডিভাইস দিয়ে ফাইল ট্রান্সফার করার জন্য আপনাকে ব্লুটুথ ডিভাইসটি ডেক্সটপে চালু করে নিতে হবে।
ডেক্সটপে ব্লুটুথ ডিভাইস চালু করতে নিচের নিয়ম অনুসরণ করুনঃ
১. প্রথমে Win + I এক সাথে ক্লিক করুন।
২. তারপর Settings থেকে Devices > Bluetooth & Other devices ওপেন করুন।
৩. এবার ব্লুটুথ On করুন।
৪. এরপর Add Bluetooth or Other device এ Click করুন।
৫. তারপর ব্লুটুথ সিলেক্ট করে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য Scan করুন।
এবার ফাইল ট্রান্সফারের জন্য পিসিতে ব্লুটুথ চালু হলে আপনার মোবাইলেও ব্লুটুথ চালু করতে হবে।
১. মোবাইলে ব্লুটুথ চালু করতে নিচের দিকে যেয়ে Quick Settings ওপেন করুন।
২. এবার ব্লুটুথ অপশনে লং ট্যাপ করুন।
৩. এবার দেখতে পাবেন আপনার ডেক্সটপ পিসির নাম দেখাচ্ছে। ডেক্সটপ পিসির নাম দেখালে সেটি সিলেক্ট করুন।
৪. এখন Confirm Pairing অপশন এলে অ্যান্ড্রয়েডে Pair এবং Windows এ Yes সিলেক্ট করুন।
Pairing শেষ হলে কম্পিউটারে আপনার পিসিতে Device Ready নোটিফিকেশন দেখাবে। এবার পিসির নিচে ডান দিকে System Tray হতে ব্লুটুথ আইকনে Right Button ক্লিক করে Receive a file সিলেক্ট করে Next দিলে কম্পিউটার ফাইল Receive করার জন্য ready হয়ে যাবে।
এবার আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যে ফাইটটি পাঠাতে চান সেই সেই ফাইলটি সিলেক্ট করে শেয়ার অপশন থেকে ব্লুটুথে ক্লিক করলেই আপনার পিসির নাম দেখাবে। এবার পিসির নামে সিলেক্ট করলেই ফাইল ট্রান্সফার হওয়া শুরু হয়ে যাবে। ফাইলটি ট্রান্সফার হয়ে গেলে আপনি ফাইলটি আপনার পছন্দ মত জায়গায় রেখে সেভ করতে বলবে।
৩. Pushbullet সফটওয়্যার ব্যবহার করে ফাইল ট্রান্সফারঃ
Pushbullet, AirDroid এর মতোই একটি ফাইল ট্রান্সফার ফ্রী অ্যাপ যা আপনার মোবাইল বা কম্পিউটারের ডাটা ও নোটিফিকেশন অটোমেটিক ভাবে মোবাইল এবং কম্পিউটারে ফাইল ট্রান্সফার করতে পারে।৷ AirDroid এর মতো এখানেও আপনাকে একটি ফ্রী অ্যাকাউন্ট করে নিতে হবে। প্রথমে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। তারপর সফটওয়্যার টি ইন্সটল করে নিয়ে দরকারি Permission গুলো দিয়ে নিন। এবার Signin করে নিন। এবার PushBullet ওয়েবসাইট থেকে তাদের অফিসিয়াল push bullet সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
মোবাইল থেকে পিসিতে কিভাবে ফাইল পাঠাবেন?
১. প্রথমে নিচের নেভিগেশন বার থেকে Pushing Select করুন।
২. এবার PaperClip আইকনটি ট্যাপ করুন।
৩. সেন্ড ফাইল অপশন ক্লিক করুন।
৪. এবার ফাইলগুলো সিলেক্ট করে দিন।
৫. তারপর সেন্ড বাটনে ক্লিক করুন।
ফাইলগুলো সেন্ড হয়ে গেলে কিছুক্ষণ পরে পিসিতে ফাইলগুলো দেখতে পাবেন। সেখান থেকে সকল ফাইলগুলো চাইলে আপনি সেভ করে নিতে পারেন।
৪. USB Cable এর মাধ্যমে ফাইল ট্রান্সফারঃ
এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল ট্রান্সফার করার যত মাধ্যম রয়েছে তার মধ্যে সব থেকে দ্রুততম মাধ্যম হলো USB Cable এর মাধ্যমে ফাইল ট্রান্সফার। সকলের মোবাইলের সাথে যে USB Cable টা থাকে এই ক্যাবলটা কম্পিউটারে যুক্ত করে খুব সহজে দ্রুততার সাথে মোবাইল থেকে কম্পিউটারে বা কম্পিউটার থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করতে পারবেন।
কিভাবে ফাইল ট্রান্সফার করতে হয়ঃ
১. প্রথমে আপনার মোবাইলের সাথে USB Cable এর মাধ্যমে কম্পিউটার কানেক্ট করুন।
২. এবার একটি নিচের দিকে দেখতে পাবেন Charge Mode. এটি ডিফল্ট ভাবে রয়েছে। সেখানে ক্লিক করুন।
৩. এবার File Transfer Select করুন।
৪. এখন দেখতে পারবেন আপনার কম্পিউটারের হার্ড ডিক্সের পাশাপাশি মোবাইলের স্টোরেজ। যার অর্থ আপনার মোবাইলের সাথে কম্পিউটার যুক্ত হয়েছে। এখন আপনি আপনার ইচ্ছামত ফাইল ট্রান্সফার করতে পারবেন।
৫. ইমেইল এর মাধ্যমে ফাইল ফাইল ট্রান্সফারঃ
ইমেইলের মাধ্যমে অল্প কিছু MB ফাইল ট্রান্সফার করা যায়। আপনি মোবাইল থেকে ইমেইলে কোন একটা ফাইল, ছবি বা অন্যকিছু পাঠাতে পারেন। আর পরে সেটি কম্পিউটারে জিমেইল লগইন করে কম্পিউটার থেকে ডাউনলোড করতে পারবেন।
উপরে আমরা কম্পিউটার থেকে মোবাইলে এবং মোবাইল থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করার ৫ টি উপায় জেনেছি। এছাড়া আরও ক্লাউড স্টোরেজ, SD Card এর মাধ্যমে ফাইল আদান প্রদান করা যায়।