সকল ওয়ানপ্লাস মোবাইলের দাম কত ২০২৫ | OnePlus Mobile Price in Bangladesh

OnePlus Mobile Price in Bangladesh

OnePlus Mobile Price in Bangladesh – যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের কাছে নতুন করে আর ওয়ানপ্লাস মোবাইলকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। অ্যান্ড্রয়েড দুনিয়ার যুগে কখনও কখনও ওয়ানপ্লাস মোবাইলকে “অ্যান্ড্রয়েড দুনিয়ায় অ্যাপল” নামেও ডাকা হয়। ওয়ানপ্লাস মোবাইল তাদের ফোনে অসাধারণ ফিচার, এক্সপেরিয়েন্স ও নজরকাড়া অনন্য ডিজাইনের জন্য স্মার্টফোন দুনিয়ায় বেশ বড় একটি জায়গা করে নিয়েছে।

বাংলাদেশের মোবাইল মার্কেট বাজারে ওয়ানপ্লাস মোবাইল বেশ শক্ত অবস্থানে রয়েছে। প্রতিবছর বাংলাদেশে ওয়ানপ্লাস মোবাইলের গ্রাহকের সংখ্যা বাড়তেই আছে। চলুন এক নজরে জেনে নেই, বাংলাদেশে ওয়ানপ্লাস মোবাইলের দাম ও ওয়ানপ্লাস মোবাইল সম্পর্কে বিস্তারিত।

নোটঃ আমরা এখন ওয়ানপ্লাস মোবাইলের মডেল ভিত্তিক যে দাম গুলো বলবো সেটি নির্বরযোগ্য সোর্স থেকে নেওয়া হয়েছে। তারপরও বিভিন্ন বাজার ভিত্তিক মোবাইলের দাম কিছুটা কম-বেশি হতে পারে।

OnePlus Nord N300 5G Price in Bangladesh | ওয়ানপ্লাস নর্ড এন৩০০ ৫জি ফোন দাম

OnePlus Nord N300 5G Price in Bangladesh
OnePlus Nord N300 5G Price in Bangladesh

OnePlus Nord N300 5G price in Bangladesh নিয়ে নিচে আলোচনা করা হলোঃ ২০২৪ সালের মাঝামাঝিতে আসা বাংলাদেশে সকল মোবাইলের মধ্যে OnePlus Nord N300 5G বেশ জনপ্রিয়। কম টাকায় সকলের বাজেটের মধ্যে এই মোবাইলটি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। ওয়ানপ্লাস নর্ড এন৩০০ ৫জি মোবাইলটি বেশ সুন্দর করে ডিজাইন করা। সুন্দর দেখতে ওয়ানপ্লাসের এই মোবাইলটির সব থেকে অসাধারণ ফিচার হলো এর পারফর্মেন্স।

OnePlus Nord N300 5g মোবাইলে মিডিয়াটেকের নতুন ডাইমেনসিটি ৮১০ ৬ ন্যানোমিটার চিপ ব্যবহার করা হয়েছে। এর ফলে মোবাইলটিতে ৫জি কনেক সুন্দর ভাবে চলছে। তাি যেকোন কাজ অনায়াসে করে ফেলবেন। এই প্রসেসর দিয়ে অনায়সে বড় ভারী গেমও খেলতে পারবেন।

4GB RAM ও 64GB ROM এর মোবাইলটি বর্তমান বাজারে খুবই কম পাওয়া যাচ্ছে। ক্যামেরা সেকশনে dual camera রয়েছে যার মূল লেন্স 48 mega pixel. এই মোবাইলে LCD Display ব্যবহার করা হয়েছে। 5000 মিলিএম্প এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই মোবাইলে ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। তাই খুব দ্রুত চার্জ হবে মোবাইল টিতে। এজন্য মোবাইলে চার্জ ফুরানো নিয়ে কোন চিন্তা করতে হবে না। এক কথায় কম বাজেটের মধ্যে বেশ ভালো ফোন এটি।

OnePlus Nord N300 5g Specifications:

  • Display: ৬.৫৬ ইঞ্চি
  • Processor: মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০
  • Ram: ৪ জিবি
  • Rom: ৬৪ জিবি
  • Back Camera: ডুয়াল ( ৪৮+২ মেগাপিক্সেল )
  • Front Camera: ১৬ মেগাপিক্সেল
  • Battery: ৫০০০ মিলিএম্প

ওয়ানপ্লাস নর্ড এন৩০০ ৫জি দামঃ ২৫,০০০ টাকা

OnePlus Nord N200 5G Price in Bangladesh | ওয়ানপ্লাস নর্ড এন২০০ ৫জি মোবাইল দাম

OnePlus Nord N200 5G Price in Bangladesh
OnePlus Nord N200 5G Price in Bangladesh

২০২১ সালে বাজারে আশা সকল মোবাইলের মধ্যে OnePlus Nord N200 5G মোবাইল বেশ জনপ্রিয় বাজেটের মধ্যে একটি ফোন। কম দামের মধ্যে ৫জি সুবিদা দিয়ে এই মোবাইলটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই মোবাইলের পিছনে ৩ টি ক্যামেরা যুক্ত করা হয়েছে।

তিনটি ক্যামেরা মোট 13 Pixel তাই বেশ ভালো ছবি তুলতে স্বক্ষম ক্যামেরাটি। এই মোবাইল পারফর্মেন্সে কিছুটা পিছিয়ে থাকার জন্য ভারী কাজ করা সম্ভব না হলেও দৈনন্দিন কাজ অনায়াসে করা সম্ভব স্ন্যাপড্রাগন ৪৮০ চিপ দিয়ে।

মোবাইলটিতে ৯০ হার্টজের এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফলে যেকোন ভিডিও খুব ভালোভাবে দেখতে পারবেন। মোবাইল টিতে ৫০০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি হয়েছে, যার ফলে একদিন অনায়াসে পার করতে পারবেন। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, 5G মতো সুভিদা তো থাকছেই।

OnePlus Nord N200 5g Specifications:

  1. Display: 6.49 inchi
  2. Processor: Snapdragon 480
  3. Ram: 4GB
  4. Rom: 64GB
  5. Back Camera: 3x camera(13+2+2 mega pixel)
  6. Front Camera: 16 mega pixel
  7. Battery: 5000 AMPAIR

OnePlus Nord N200 5G Phone Price – 22,000 tk
ওয়ানপ্লাস নর্ড ন২০০ ৫জি মোবাইল দাম- ২২,০০০/- টাকা

OnePlus Nord N20 SE Price in Bangladesh | ওয়ানপ্লাস নর্ড এন২০ এসই মোবাইল দাম

OnePlus Nord N20 SE Price in Bangladesh
OnePlus Nord N20 SE Price in Bangladesh

ওয়ানপ্লাস নর্ড এন২০ এসই মোবাইলটি সকলের বাজেট প্রইসের মধ্যের একটি ফোন। কম দামের মধ্যে এই মোবাইল বেশ ভালো ক্যামেরা রাখার চেষ্টা করেছে। এজন্য পিছনে ৫০ মেগা পিক্সেলের ডুয়েল ক্যামেরা হয়েছে। আইপিএস LED Display দেওয়া হয়েছে এবং কোন হাই রিফ্রেস রেট নেই এই মোবাইলটিতে। তাছাড়াও এতে আছে মিডিয়াটেকের হেলিও জি৩৫ চিপসেট, যাতে করে যেকোন সাধারন কাছ খুবই সুন্দরভাবে করতে পারবে।

তবে এই মোবাইলটি গেমিং করার জন্য খুব বেশি ভালো হবে না। ৫০০০ মিলিএম্প ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধা দেয়া রয়েছে এই মোবাইলে। ওয়ানপ্লাস নর্ড এন২০ মোবাইলটি কম দামের মোবাইলের মধ্যে বেশ প্রিমিয়াম ও স্টাইলিম। তাই বলা যায়, বাজেটের মধ্যে মোবাইলটি খুব এতটা খারাপ মোবাইল না।

OnePlus Nord N20 SE Specifications:
1.. Display: 6.56″

  1. Processor: Mediatec Heleo G35
  2. Ram: 4GB
  3. Rom: 64GB
  4. Back Camera: Dual (50+2) megapixel
  5. Front Camera: 8 megapixel
  6. Battery: 5000 Mili AMP

ওয়ানপ্লাস নর্ড এন২০ এসই মোবাইল দামঃ ১৬৪০০ টাকা
OnePlus Nord N20 SE Price: 16,400

OnePlus Nord N20 5G Price in Bangladesh | ওয়ানপ্লাস নর্ড এন২০ ৫জি মোবাইল দাম

OnePlus Nord N20 5G Price in Bangladesh
OnePlus Nord N20 5G Price in Bangladesh

কম দাম হিসেবে OnePlus Nord N20 5G মোবাইলটি বেশ ভালো কয়েকটি ফিচার নিয়ে বাজারে এসেছে। এই মোবাইলে ব্যবহার করা হয়েছে, স্ন্যাপড্রাগনের ৬৯৫ ন্যানোমিটার ৫জি চিপ সেট তাই খুব চাপ সহ্য করার ক্ষমতা নিয়ে ফোনটি বেশ ভালো চাপ সহ্য করতে পারবে।

গেম খেলাম মতো করে উপযোগী করে তৈরী করা হয়েছে মোবাইলটি। এই মোবাইলে কোন হাই রিফ্রেস রেট নেই সেই সাথে এই মোবাইলে অ্যামোলেড প্যানেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যেকোন কন্টেন্ট মোবাইলে কিছু দেখতে বেশ আনন্দ পাবেন।

কারন এই মোবাইলে ৬.৪৩ ইঞ্চির প্যানেল ব্যবহার করা হয়েছে। কম দামের মোবাইল হলেও ক্যামেরার দিকে অনেক বেশি নজর দিয়েছে মোবাইলটি। পিছনে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা থাকার পাশাপাশি আরও দুইটি ক্যামেরা হয়েছে ফোনটিতে। ৬ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ থাকার ফলে ফোনটি চালাতে অনেক বেশি আরাম পাবেন।

তাছাড়াও ৪৫০০ মিলিএম্প ব্যাটারি ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জ সুবিধা আছে মোবাইলটিতে। ওয়ানপ্লাস নর্ড এন২০ ৫জি মোবাইল দেখতে অনেক বেশি চমকপ্রদ ও সুন্দর। ৩০ হাজার টাকা বাজেটের মধ্যে মোবাইলটি অনেক বেশি সুন্দর যা সকলের অনেক পছন্দ হবে।

OnePlus Nord N20 5G Specifications:

  1. Display: 6.43″
  2. Processor: SnapDragon 695 5G
  3. Ram: 6GB
  4. Rom: 128GB
  5. Back Camera: (64+2+2) ৩ টি ক্যামেরা
  6. Front Camera: 16 Megapixel
  7. Buttery: 4500 MiliAmp

OnePlus Nord N20 5g Price: 30,000/-
ওয়ানপ্লাস নর্ড এন২০ ৫জি দামঃ ৩০,০০০/-

OnePlus Nord 2T Price in Bangladesh | ওয়ানপ্লাস নর্ড ২টি দাম কত

OnePlus Nord 2T Price in Bangladesh
OnePlus Nord 2T Price in Bangladesh

আমাদের দেশের বাজারে এই প্রিমিয়াম মোবাইলটি অফিসিয়াল ভাবে পাওয়া যায়। অনেকগুলো নতুন নতুন বেশ ভালো ফিচার নিয়ে বাজারে এসেছে এই নতুন মোবাইলটি। ক্যামেরা, চার্জিং, পারফরম্যান্স সব দিক থেকে বেশ ভালো ভারসাম্য রয়েছে।

এই মোবাইলে দেওয়া মিডিয়াটেকের নতুন ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর যা ৬ ন্যানোমিটারের একটি প্রসেসর ও বেশ শক্তিশালী। দৈনন্দিন অনেক ভারি কাজ বা গেমিং যায় করেন না কেনো খুব ভালো ভাবে কাজ করা যাবে এই মোবাইলটিতে। ৬.৪৩ ইঞ্চির একটি প্রিমিয়াম অ্যামোলেড ডিসপ্লে যা ৯০ হার্টজ রিফ্রেশ রেটে সবকিছু খুব সুন্দর ভাবে করে ফেলতে পারবে। এই মোবাইলে পিছনে তিনটি ক্যামেরা হয়েছে মুল লেন্সটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ফ্ল্যাগশিপ ক্যামেরা।

মোবাইলটির সামনে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যা দিয়ে খুব সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন অনায়সে। মোবাইলটিতে ৪৫০০ মিলিএম্প ব্যাটারি রয়েছে, তবে এই ফোনের মূল আকর্ষণ এর ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং যা খুব দ্রুত মোবাইলটি চার্জ করতে স্বক্ষম। তাছাড়াও Gorila Glass Protection , Under Display Fingerprint, স্টেরিও স্পিকার ইত্যাদি বিভিন্ন ফিচারও রয়েছে।

OnePlus Nord 2T Specifications:

  1. 1. Display: 6.43″
  1. Processor: SnapDragon 695 5G
  2. Ram: 6GB
  3. ROM: 128GB
  4. Back camera: (64+2+2) Megapixel
  5. Front Camera: 16 megapixels
  6. Buttery: 4500

OnePlus Nord 2T মোবাইলটি দুটি ভার্সান বাজারে হয়েছে।

OnePlus Nord 2T Price in Bangladesh:

১. 8GB RAM + 128GB ROM – 49,990/-
২. 12GB RAM + 256GB ROM – 54,990/-

উপরে আমরা OnePlus Nord সিরিজের কিছু মোবাইলের দাম ও এদের সম্পর্কে বিস্তারিত দেখেছি। এছাড়াও ওয়ানপ্লাসের আরও নতুন নতুন কিছু মোবাইল রয়েছে। সেইগুলো অনেক বেশি দামি হলেও ফোনগুলো চালাতে অনেক বেশ স্বাচ্ছন্দ্য বোধ করা যায়।

You May Also Like

About the Author: mobilebd360

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *