বাংলাদেশে বেসরকারি ব্যাংক কয়টি ও কি কি | বাংলাদেশের বেসরকারি ব্যাংক কয়টি কি কি

বাংলাদেশে বেসরকারি ব্যাংক কয়টি

বাংলাদেশে বেসরকারি ব্যাংক কয়টি সেই সম্পর্কে আমাদের মাঝে অনেকে জানি না। সরকারি ব্যাংকের পাশাপাশি বাংলাদেশে অনেকগুলো বেসরকারি ব্যাংক রয়েছে। সেই সমস্ত বেসরকারি ব্যাংক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। আজকে আমরা জানবো, বাংলাদেশের বেসরকারি ব্যাংক কয়টি ও কি কি।

মানুষ জীবনে কষ্ট করে যে অর্থ উপার্জন করে তা ব্যাংকে গচ্ছিত রাখার মাধ্যমে সে নিরাপদ বোধ করে। বর্তমানে বাংলাদেশে যে বেসরকারি ব্যাংকগুলো রয়েছে সেগুলো সরকারি ব্যাংকের মতো জনগণের আস্থা অর্জন করতে স্বক্ষম হয়েছে। অনেক বেসরকারি ব্যাংক তাদের সেবা দিয়ে গ্রাহকদের অনেক বেশি সন্তুষ্টির মাধ্যমে জনগণের নিকটে পৌছাতে পারছে।

বাংলাদেশের বেসরকারি ব্যাংক কয়টি | বাংলাদেশে বেসরকারি ব্যাংক কয়টি?

ব্যাংকের কার্যক্রম অনুসারে ব্যাংকগুলোকে দুই ভাবে ভাগ করা হয়, যথা
১. প্রথাগত বা সাধারণ ব্যাংক (Conventional Banks)

২. ইসলামিক শরিয়াহভিত্তিক ব্যাংক (Islamic Sariah Based Banks)

১. প্রথাগত বা সাধারণ ব্যাংক (Conventional Banks)

বর্তমান সময়ে বাংলাদেশে বেসরকারি ব্যাংকের সংখ্যা সর্বোমোট ৪৩ টি যেগুলোকে Private Commercial Bank বা PCB বলে। এর মধ্যে ৩৩ টি প্রথাগত ব্যাংকিং খাত ও বাকি ১০ টি ইসলামিক শরীয়াভিত্তিক ব্যাংকিং সেবা প্রদান করে থাকে।

২. ইসলামিক শরিয়াহভিত্তিক ব্যাংক (Islamic Sariah Based Banks)

তবে বর্তমান সময়ে প্রতিটি ব্যাংকই আলাদা ভাবে ইসলামিক শরিয়া মোতাবেক ব্যাংকিং সেবা চালু করে আসছে। নিচে বাংলাদেশে বেসরকারি ব্যাংক কয়টি ও বাংলাদেশের বেসরকারি ব্যাংক গুলো নিচে সারি করে দেখানো হলো।

আরও পড়ুন – বাংলা লেখালেখি করে অনলাইন থেকে টাকা আয়

বাংলাদেশে বেসরকারি ব্যাংকগুলোর নাম কি

বাংলাদেশের সবথেকে বড় বেসরকারি ব্যাংক কোনটি ও বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংকের নাম সহ সমস্ত বেসরকারি ব্যাংকের তালিক নিচে দেখানো হলো।

বেসরকারি প্রথাগত বা সাধারণ ব্যাংকসমূহ তালিকাঃ

ক্রমিক নংব্যাংকের নামপ্রতিষ্ঠার সাল
1পূবালী ব্যাংক লিমিটেড১৯৫৯
2উত্তরা ব্যাংক লিমিটেড১৯৬৫
3এবি ব্যাংক লিমিটেড১৯৮২
4আইএফআইসি ব্যাংক লিমিটেড১৯৮৩
5ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড১৯৮৩
6সিটি ব্যাংক লিমিটেড১৯৮৩
7এনিসিসি ব্যাংক লিমিটেড১৯৮৫
8ইস্টার্ন ব্যাংক লিমিটেড১৯৯২
9ডাচ বাংলা ব্যাংক লিমিটেড১৯৯৫
10ঢাকা ব্যাংক লিমিটেড১৯৯৫
11প্রাইম ব্যাংক লিমিটেড১৯৯৫
12মিউচুয়াল ট্রাস্টব্যাংক লিমিটেড১৯৯৫
13সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড১৯৯৫
14বাংলাদেশ কর্মাস ব্যাংক লিমিটেড১৯৯৮
15ওয়ান ব্যাংক লিমিটেড১৯৯৯
16ট্রাস্ট ব্যাংক লিমিটেড১৯৯৯
17ন্যাশনাল ব্যাংক লিমিটেড১৯৮৩
18ব্যাংক এশিয়া লিমিটেড১৯৯৯
19প্রিমিয়ার ব্যাংক লিমিটেড১৯৯৯
20মার্কেন্টইল ব্যাংক লিমিটেড১৯৯৯
21ব্র্যাক ব্যাংক লিমিটেড২০০১
22যমুনা ব্যাংক লিমিটেড২০০১
23এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড২০১৩
24পদ্মা ব্যাংক লিমিটেড২০১৩
25মধুমতি ব্যাংক লিমিটেড২০১৩
26মিডল্যান্ড ব্যাংক লিমিটেড২০১৩
27মেঘনা ব্যাংক লিমিটেড২০১৩
28সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড২০১৩
29সীমান্ত ব্যাংক লিমিটেড২০১৬
30কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড২০১৯
31বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড২০২০
32সিটিজেনস ব্যাংক পিএলসি২০২০
33এনআরবি ব্যাংক লিমিটেড ২০১৩
বাংলাদেশের বেসরকারি ব্যাংকসমূহের তালিকা

ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকসমূহ তালিকাঃ

ক্রমিক নংব্যাংকের নামপ্রতিষ্ঠার সাল
1ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড১৯৮৩
2আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড১৯৮৭
3আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড১৯৯৫
4সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড১৯৯৫
5এক্সিম ব্যাংক (বাংলাদেশ)১৯৯৯
6ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড১৯৯৯
7শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেড২০০১
8ইউনিয়ন ব্যাংক লিমিটেড২০১৩
9স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড১৯৯৯
10গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড২০১৩
ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকসমূহের তালিকা

বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক

স্বাধীন বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক হচ্ছে AB Bank যেটি ১৯৮২ সালের ১২ এপ্রিল ব্যাংকিং কার্যক্রম শুরু করে।

AB Bank এর প্রথম নাম ছিলো আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড। আরব বাংলাদেশ ব্যাংক দীর্ঘ ২৫ বছর তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার পরে AB Bank এ নাম পরিবর্তন করে। ১৪ নভেম্বর ২০০৭ সালে বাংলাদেশ ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক থেকে AB Bank Limited নাম অনুমোদন দেয়।

প্রশ্ন ও উত্তর পর্বঃ

প্রশ্নঃ বাংলাদেশে বেসরকারি ব্যাংক কয়টি?

উত্তরঃ সর্বোমোট বাংলাদেশে বেসরকারি ব্যাংক ৪৩ টি। যেগুলোর মধ্যে ৩৩ টি প্রথাগত ব্যাংক বলে ও বাকি ১০ টি ব্যাংককে ইসলামিক শরীয়াহভিত্তিক ব্যাংক বলে।

প্রশ্নঃ বাংলাদেশে সবথেকে বড় বেসরকারি ব্যাংক কোনটি?

উত্তরঃ বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় বেসরকারি ব্যাংক হচ্ছে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড (IBBL)

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?

উত্তরঃ বাংলাদেশে প্রথম বেসরকারি ব্যাংক হচ্ছে AB Bank Limited যেটি ১৯৮২ সালের ১২ এপ্রিল আরব বাংলাদেশ নামে তাদের যাত্রা কার্যক্রম শুরু করে।

বেসরকারি ব্যাংক কয়টি কি কি , বাংলাদেশের বেসরকারি ব্যাংক সমূহের তালিকা

You May Also Like

About the Author: mobilebd360

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *