নতুন জিমেইল একাউন্ট খোলার নিয়ম কি অথবা কিভাবে জিমেইল মেইল একাউন্ট খুলতে হয় সেই সম্পর্কে যারা জানেন না তাদের জন্য আজকের এই লেখা। আমরা আজ আপনাকে বিস্তারিত ভাবে দেখিয়ে দিবো, নতুন ইমেইল আইডি খোলার নিয়ম, জিমেইল একাউন্ট তৈরী করতে কি কি লাগে ও জিমেইল একাউন্ট খোলার সহজ নিয়ম সম্পর্কে। চলুন দেরি না করে কি ভাবে জিমেইল একাউন্ট খুলতে হয় সেই সম্পর্কে আপনাদের দেখিয়ে দেই।
জিমেইল একাউন্ট কি | নতুন জিমেইল একাউন্ট খোলার নিয়ম কি
আমরা সকলে কম বেশি জিমেইল একাউন্ট ব্যবহার করে থাকে ইমেইল আনা-নেওয়ার জন্য। Email Address হলো Electronic Mailbox. যার পুরো অর্থ identification of an electronic mailbox.
আরও পড়ুন – টেলিটক নাম্বার দেখার উপায় ও কোড
Gmail অথবা Email দেখতে কেমন হয়
Gmail বা Email এর দুইটি অংশ থাকে। প্রথম অংশটাকে username বলে পরের অংশটাকে Domain বলে।
উদাহরণঃ
username@gmail.com বা
banglait@gmail.com
এখানে banglait হচ্ছে আমাদের username ও @gmail.com এটা হলো ডোমেইন।
ইমেইল পরিষেবা কয়টি | Email Service Provider
আমরা সকলে কম বেশি gmail account নাম শুনেছি। এবং প্রায় সকলে gmail account দিয়ে ইমেইল আদান প্রদান করে থাকি। কিন্তু শুধুমাত্র জিমেইল একাউন্ট দিয়ে যে ইমেইল আনা-নেওয়া যায় ব্যবপারটা ঠিক এমন না। জিমেইল এর মত আরও দুইটা বড় বড় নামকরা ইমেইল প্রভাইডার রয়েছে। চলুন জনপ্রিয় কিছু Email Provider আপনাদের দেখিয়ে দেই।
১. Gmail
২. Yahoo Mail
৩. Outlook
উপরে যে তিনটি email provider দেখতে পাচ্ছেন সেইগুলোতে একটি একাউন্ট করে আপনি ইমেইন নিতে পারবেন, ইমেইল দিতে পারবেন। উপরের জনপ্রিয় ৩ টির মধ্যে আপনি কোনটা ব্যবহার করবেন সেটা সম্পূর্ন আপনার রুচি ও পছন্দের উপর নির্ভর করছে।
জিমেইল একাউন্ট খোলার নিয়ম | ইমেইল আইডি খোলার নিয়ম
জিমেইল একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে যারা জানেন না, তারা নিচের নিয়মগুলো Step By Step Follow করুন। তাহলে খুব সহজে জিমেইল একাউন্ট খুলতে পারবেন। আপনি নিজের কম্পিউটারে নতুন জিমেইল একাউন্ট খুব সহজে খুলতে পারবেন।
আপনার যদি কম্পিউটার না থাকে তাহলে মোবাইলের Chrome Browser ওপেন করে নতুন জিমেইল একাউন্ট খুলতে পারেন। মোবাইল দিয়ে জিমেইল একাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে Chrome Browser টি Desktop৷ site করে নিতে হবে। কিভাবে মোবাইল এর Chrome Browser desktop site করবেন সেটি নিচের ছবি থেকে দেখতে পারবেন।
এবার, ডানপাশে ক্লিক করে “Desktop site” সিলেক্ট করে নিন।
এতে করে কম্পিউটারে যেভাবে সবকিছু দেখা যায় ঠিক তেমন করে মোবাইলেও দেখা যাবে। আপনাকে আমি একটা পরামর্শ দিচ্ছি, আপনি যদি নিজের জন্য প্রথমবার ইমেইল একাউন্ট খুলতে চান তাহলে আমি আপনাকে পরামর্শ দিবো, প্রথমে একটি জিমেইল একাউন্ট খুলুন। কারন, জিমেইল একাউন্ট খোলা অনেক বেশি সহজ ও সকলে এটি ব্যবহার করেন।
কিভাবে নতুন জিমেইল একাউন্ট খুলতে হয় | How to create gmail account
নতুন জিমেইল একাউন্ট কিভাবে খুলতে হয় সেই সম্পর্কে আমরা নিচে ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দিয়েছি। চলুন জিমেইল একাউন্ট খোলার নিয়মগুলো দেখে নেই।
ধাপ ১# প্রথমে Google Chrome থেকে https://mail.google.com/ এই লিংকে ক্লিক করতে হবে।
ধাপ ২# উপরের লিংকে ক্লিক করার পরে নিচের দিকে একটি লগইন পেজ চালু হবে। খানিকটা নিচে “Create Account” বলে এমন একটা লিংক দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।
ধাপ ৩# Create Account এ ক্লিক করার পরে দুইটি থেকে তিনটি অপশন দেখতে পাবেন। তার মধ্যে থেকে For Myself বা For My Personal Use এ ক্লিক করুন।
ধাপ ৪# এবার আপনাকে আপনার নাম, পদবি দিতে বলবে। তারপর আপনার পছন্দের একটি username দিতে হবে। যেটি অন্য কারও সাথে মিলবে না। তারপর নিচে দুইবার Password দিতে হবে। তারপর কনফর্ম বাটনে ক্লিক করতে হবে। তারপর “Next” বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ৫# এবার আপনাকে নিজের মোবাইল নাম্বার দিতে বলবে। তারপর আপনার দেওয়া মোবাইল নাম্বারে গুগল থেকে একটি কোড পাঠানো হবে। সেই কোডটি বসাতে হবে।
কোড বসানোর আগে, আপনার জন্ম তারিখ, লিঙ্গ সবকিছু বসাতে হবে। তারপর “next” বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ৬# এবার আপনাকে গুগল থেকে একটি privacy policy পেজ দেখাবে। সেগুলো পড়ার পরে I Agree তে ক্লিক করে সামনে এগিয়ে যেতে হবে। ব্যাস আপনার নতুন জিমেইল একাউন্ট তৈরী করা হয়ে গেলো।
উপরে আমরা নতুন জিমেইল একাউন্ট কিভাবে খুলতে হয় সেই সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দিয়েছি। নতুন জিমেইল একাউন্ট খুলতে কোন প্রকার সমস্যা হলে নিচে কমেন্ট করে আমাদের জানান৷ আমরা আপনাকে দেখিয়ে দিবো।