মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় কি সেই সম্পর্কে আমাদের মাঝে অনেকেই জানেন না। তাই তারা YouTube, Google আরও অনেক জায়গায় ছবি ডিলিট হয়ে গেলে কিভাবে আনা যায় সেই সম্পর্কে জানতে চান।

আর তাদের সমস্যার সমাধানের জন্য আজ আমি হাজির হয়েছি। আজ আপনাদের দেখাবো, মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরিয়ে আনার নিয়ম কি সেই সম্পর্কে। চলুন দেরি না করে আপনাদের দেখিয়ে দেই, ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায় কি ও মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় সম্পর্কে।

আমরা অনেক সময় আমাদের গ্যালারি বা মোবাইল থেকে ছবি ডিলিট করে দিয়ে থাকি। তারপর ডিলিট করা ছবি সম্পর্কে ভুলে যাই। কিন্তু অনেক সময় সেই ডিলিট করা ছবি গুলো আমাদের দরকার হয়ে পড়ে। আর তাই সেই সময় আমরা কিভাবে ডিলিট করা ছবি ফিরিয়ে পাওয়া যাবে সেই সম্পর্কে খুঁজতে থাকি।

আরও পড়ুন – নতুন ব্যবসার আইডিয়া

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়

আবার অনেক সময় আমরা মোবাইল থেকে ছবি ভুলে ডিলিট হয়ে যায়। মোবাইল যারা ব্যবহার করেন এটি তাদের জন্য স্বাভাবিক একটা ঘটনা। আর তখন আমরা ভাবি, যে ছবিগুলো ডিলিট হয়ে গেছে সেইগুলা আর ফিরিয়ে পাওয়া যাবে না তাই তো। এটি সম্পূর্ণ একটি ভুল ধারনা। আমিও সকলের মতো ভাবতাম, যে ছবিগুলো ডিলিট হয়ে গেছে সেইগুলা আর হয়তো ফিরিয়ে আনা সম্ভব হবে না।

কিন্তু বর্তমান সময়ে সবকিছু সম্ভব। আপনি ঠিকিই শুনেছেন, ছবি ডিলিট হয়ে গেলেও তা আবার ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। তাই যদি ভুল করে বা অন্য কোনভাবে ছবি ডিলিট হয়ে যায় তাহলে চিন্তা করবেন না। ডিলিট হওয়া ছবি আজকের পর থেকে অবশ্যই ফিরিয়ে আনতে পারবেন।

আপনি যদি ১ বছর বা ২ বছর আগের ডিলিট হওয়া ছবিও ফিরিয়ে আনতে চান তাও পারবেন।

ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনতে কি কি প্রয়োজন হবে

আপনার মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনতে মাত্র দুইটি সফটওয়্যার প্রয়োজন হবে। এই ২ টি সফটওয়্যার দিয়ে আপনি যত ছবি ডিলিট করেছেন সব ফিরিয়ে আনতে পারবেন। আপনি এই দুইটি সফটওয়্যার দিয়ে ডিলিট হওয়া সমস্ত ছবি recover করতে পারবেন। তবে আপনি চাইলে এই দুইটি থেকে যেকোন একটি সফটওয়্যার ব্যবহার করে ডিলিট হওয়া সমস্ত ছবি ফিরিয়ে আনতে পারবেন।

তাহলে চলুন দেরি না করে, ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার সফটওয়্যার দুটি সম্পর্কে জেনে নেই।

ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনতে কোন দুটি এপস ব্যবহার করা হয়

মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনতে যে দুইটি সফটওয়্যার বা অ্যাপসের প্রয়োজন হবে সেই দুইটি নিচে দেওয়া হলো।

১. Diskdigger
২. Restore Image (Super Easy)

উপরে যে দুইটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন এই দুইটি থেকে যেকোন একটি সফটওয়্যার ব্যবহার করে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনতে পারেন। উপরের দুইটি সফটওয়্যার দিয়ে কিভাবে সমস্ত ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনতে পারবেন সেই সম্পর্কে নিচে ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হলো।

নোটঃ উপরে যে দুইটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন এই দুইটা সফটওয়্যার সম্পূর্ন ফ্রী। গুগল প্লেস্টোর থেকে সহজেই সফটওয়্যার দুইটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন।

DiskDigger app | ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনুন

আমরা নিচে Step By Step দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিলিট হওয়া ছবি DiskDigger App দিয়ে ফিরিয়ে আনতে পারবেন।

ধাপ ১ঃ প্রথমে DiskDigger App এই লিংকে ক্লিক করে Google Play Store থেকে DiskDigger App টি ডাউনলোড করে ইনস্টল করে নিন।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়

ধাপ ২ঃ Setup and recover deleted photos

এবার সরাসরি উপরের লিংকে ক্লিক করার পরে যে সফটওয়্যার টি ইন্সটল করেছিলেন সেটি Open করুন।

Open করার পরে নিচে দেখানো ছবির মতো একটি জায়গা দেখতে পাবেন।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়

এবার ” Start Basic Scan” অপশনের উপরে ক্লিক করে দিন। Start Basic Scan বাটনে ক্লিক করার পরে আপনাকে মোবাইলের সেই সমস্ত Folder এ নিয়ে যাবে যেখান থেকে আগে ছবি ডিলিট করা ছিলো।

কিন্তু সেই সমস্ত folder এ নিয়ে যাওয়ার আগে আপনার কাছে Allow/Deny অপশন সিলেক্ট করতে বলবে। আপনি allow সিলেক্ট করে দিবেন।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়

ধাপ ৩ঃ উপরে দেখানো start basic scan এ ক্লিক করার পরে আপনার মোবাইল থেকে অটোমেটিক ডিলিট হওয়া ছবি সিলেক্ট করে প্রতিটি ছবির ব্যাকআপ নেওয়া শুরু করে দিবে।

ছবিগুলো ব্যাকআপ হওয়ার সাথে সাথে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো আপনি আগে ডিলিট করেছিলেন। এবার recover বাটনে ক্লিক করুন।

ধাপ ৪ঃ Select a folder to save images

উপরে দেখানো ডিলিট হওয়া ছবি গুলো recover হয়ে গেলে এখন ছবিগুলোকে আপনার মোবাইলে কোন নির্দিষ্ট জায়গায় save করতে হবে। মনে রাখবেন, আপনি রিকভারি দেওয়ার সময় সে ফোল্ডারটি সিলেক্ট করেছিলেন সেই ফোল্ডারে ছবিগুলো save হবে।

Folder Select করার পরে এবার আপনাকে OK বাটনে ক্লিক করতে হবে। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার ডিলিট হওয়া ছবিগুলো কত সহজে ফিরিয়ে এসেছে।

এভাবেই খুব সহজে DiskDigger App দিয়ে ডিলিট হওয়া ছবিগুলো ফিরিয়ে আনতে পারবেন।

এবার আপনাকে দেখিয়ে দেই Restore Image (Super easy) সফটওয়্যার দিয়ে কিভাবে খুব সহজে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনতে পারবেন। নিচে ধাপে ধাপে আমরা Restore Image সফটওয়্যার দিয়ে কিভাবে আমরা ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনতে পারি সেই সম্পর্কে দেখিয়ে দিচ্ছি।

2. Restore Image (Super easy)

ধাপ ১ঃ প্রথমে Restore Image (Super Easy) এই লিংকে ক্লিক করে google play store থেকে Restore image(Super easy) সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করে নিন।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়

ধাপ ২ঃ সফটওয়্যার টি ইন্সটল হয়ে গেলে এবার Open করে নিন। Open করার পরে নিচের ছবির মত ৩ টি অপশন দেখতে পাবেন।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়

আমরা যেহেতু আমাদের মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি গুলো ফিরিয়ে আনতে চাচ্ছি তাই প্রথম অপশন “Search The Image You Want To Restore” এই বাটনে ক্লিক করতে হবে।

ধাপ ৩ঃ Recover deleted images

ক্লিক করার পরে আপনার মোবাইল থেকে ডিলিট হওয়া সমস্ত ছবি অটোমেটিক খুজে বের করে আপনার সামনে দেখাবে। আপনি দেখে নিন, সবকিছু ঠিক আছে কিনা।

ধাপ ৪ঃ এবার যে ছবিগুলো ডিলিট হয়ে গিয়েছিলো সেইগুলো select করুন। আপনি এক সাথে অনেকগুলো ছবি সিলেক্ট করতে পারবেন।

এবার Restore images অপশনে ক্লিক করুন।

এবার সিলেক্ট করা ছবিগুলো আপনার মোবাইলে অটো চলে আসতে থাকবে।

উপরে আমরা মোবাইল থেকে ডিলিট হওয়া ছবিগুলো কিভাবে ফিরিয়ে আনতে পারবেন সেই সম্পর্কে দুইটি Apps দেখিয়ে দিয়েছি। আপনি চাইলে যেকোন একটি থেকে আপনার প্রয়োজন মেটাতে পারবেন।

You May Also Like

About the Author: mobilebd360

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *