বিকাশ লাইভ চ্যাট কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমাদের মধ্যে অনেকেই জানেন না। তাদের জন্য আজ আমি হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখিয়ে দিবো, বিকাশ লাইফ চ্যাট কিভাবে করতে হয়। চলুন আজকের আর্টিকেলে bkash live chat নিয়ে বিস্তারিত আলোচনা করি।
বিকাশ বাংলাদেশের অতি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং গুলোর মধ্যে একটি। অতি দ্রুত ও সহজে টাকা পাঠানোর মাধ্যম হিসেবে আমরা বিকাশকে ব্যবহার করে থাকি। আর তাই বিকাশের জনপ্রিয়তা দিনে দিনে অনেক বাড়তেই আছে।
বিকাশ বাংলাদেশের বেসরকারি ব্যাংক ব্রাক এর মোবাইল ব্যাংকিং সার্ভিস। বিকাশ একাউন্ট খুলে আমরা খুব সহজে প্রতিদিন হাজার হাজার টাকা লেনদেন করতে পারি।
বিকাশ বর্তমান সময়ে বাংলাদেশে যত মোবাইল ব্যাংকিং রয়েছে তাদের মধ্যে সেরা। বিকাশে ক্যাশআউট চার্জ একটু বেশি হলেও বিশ্বস্তার জন্য সকলে বিকাশকে ব্যবহার করে থাকে। তাই বিকাশ ক্যাশআউট চার্জ একটু বেশি হলেও দিনে দিনে এর গ্রাহক সংখ্যা বাড়তেই আছে।
আরও পড়ুন – বিকাশ পিন লক হলে করণীয় কি জানুন
বিকাশ মোবাইল ব্যাংকিং ব্যবহার করার সময় আমরা নানান ধরনের সমস্যা দেখতে পাই। আর এই সমস্যা থেকে মুক্তির জন্য আমরা বিকাশ হেল্প লাইনে সরাসরি ফোন দিয়ে কথা বলি। কিন্তু বিকাশ হেল্পলাইনে ফোন দিলে আমাদের প্রতি মিনিটের জন্য বেশ একটা বড় টাকা কেটে নেওয়া হয়। এটি একটি বড় সমস্যা। তাই এই সমস্যা থেকে মুক্তির জন্য আমরা বিকাশ লাইফ চ্যাট (bkash live chat) অপশনকে বেছে নিতে পারি।
বিকাশ লাইভ চ্যাট | bkash live chat
আমরা যদি বিকাশ গ্রাহক হয়ে থাকি তাহলে খুব সহজে বিকাশের সমস্ত সুবিধা গুলো নিতে পারি। কিন্ত বিকাশের সুবিদার পাশাপাশি একটু সমস্যা তো থাকতেই পারে। তাই এই সমস্ত অসুবিধা থেকে বের হতে আমি বিকাশ কাস্টমার কেয়ারে ফোন না দিয়ে লাইভ চ্যাট করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি।
বিকাশ থেকে টাকা উত্তোলনে সমস্যা, বিকাশ পিন লক, বিকাশ পিন পরিবর্তন, বিকাশ একাউন্ট লক এই ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য আপনারা খুব সহজে বিকাশ লাইফ চ্যাট অপশনকে বেছে নিতে পারেন।
সহজ কথায় বলতে গেলে, বিকাশের যত সমস্যা আছে যেগুলো বিকাশ হেল্পলাইন কল দিয়ে সমস্যার সমাধান করতে পারতেন এই সমস্ত সমস্যার সমাধান খুব সহজে বিকাশ হেল্পলাইনে ফোন দিয়ে করতে পারবেন।
বিকাশ Live Chat এর জন্য কোন প্রকার টাকা খরচ হয় না। তাই আপনি যত সময় ধরে পারেন নিজের সমস্যা খুলে বলতে পারবেন। Bkash Live Support এ যারা থাকবেন তারা আপনার সমস্যার খুব ভালো সমাধান দিতে পারবেন।
কিভাবে বিকাশ লাইভ চ্যাট করবেন?
bkash live chat করার জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। যে নিয়মগুলো ছাড়া আপনি বিকাশ লাইভ চ্যাটে কথা বলতে পারবেন না।
বিকাশ হেল্পলাইনে অনেক ভাবে লাইফ চ্যাট করা যায়। বিকাশ অ্যাপ ব্যবহার করে অথবা যেকোন ব্রাউজার ব্যবহার করে খুব সহজে বিকাশ লাইভ চ্যাট করতে পারেন।
বিকাশ অ্যাপ ডাউনলোড | Bkash app download
আপনি যদি বিকাশ গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি খুব সহজে বিকাশের সকল সুবিধাগুলো গ্রহন করতে পারেন। কিন্তু তার জন্য আপনার মোবাইলে বিকাশ অ্যাপ থাকতে হবে। বিকাশ অ্যাপ ডাউনলোড করার নিয়ম।
যদি আপনার বিকাশ অ্যাপ না থাকে তাহলে নিচের লিংক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে নিন।
বিকাশ অ্যাপে মোবাইল নাম্বার দিয়ে প্রবেশ করার মাধ্যমে আপনি খুব সহজে বিকাশ লাইভ চ্যাট সুবিধাটি গ্রহন করতে পারবেন। তাছাড়া বিকাশের সমস্ত সুবিধাও গ্রহন করতে পারবেন বিকাশ অ্যাপ ব্যবহারের মাধ্যমে।
bkash app live chat করার নিয়ম
বিকাশ লাইভ চ্যাট ব্যবহার করে আপনি যেকোন সুবিধা গ্রহন করতে পারেন। তাছাড়া bkash live chat ব্যবহার করে যেকোন সেবা সম্পর্কে ফুল তথ্য পেয়ে যাবেন। বিকাশ গ্রাহকরা খুব সহজে বিকাশ অ্যাপ থেকে কোন প্রকার খরচ ছাড়াই যেকোন সমস্যার সমাধান নিতে পারেন।
কিভাবে বিকাশ অ্যাপ ব্যবহার করে লাইভ চ্যাট করবেন –
১. প্রথমে বিকাশ অ্যাপ ওপেন করুন।
২. লগইন করা না থাকলে ফোন নাম্বার দিয়ে লগইন করে নিন।
৩. এবার ডান পাশে পাখির চোখের মতো একটা একটা আইকন দেখতে পাবেন। ওই আইকনে ক্লিক করুন।
৪. পাখির চোখের মতো আইকনে ক্লিক করার পরে “লাইভ চ্যাট” (Live Chat) বাটনে ক্লিক করুন।
৫. এবার যেকোন ব্রাউজারে ক্লিক করলেই লাইল চ্যাট করতে পারবেন।
আমরা নিচের ছবিতে বিকাশ লাইভ চ্যাট সিস্টেমটি একে একে দেখিয়ে দিয়েছি।
গুগলের মাধ্যমে লাইভ চ্যাট করার নিয়ম
আপনি যদি বিকাশের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে খুব সহজে বিকাশ অ্যাপ ছাড়াই গুগলের মাধ্যমে বিকাম লাইভ চ্যাট করতে পারবেন।
গুগলের মাধ্যমে bkash live chat করার নিয়ম নিচে ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি।
১. প্রথমে আপনি Google Chrome Browser বা অন্য যেকোন একটি ব্রাউজারে জান।
২. তারপর গুগলে যেয়ে bkash live chat support লিখে সার্চ করুন।
৩. এবার নিচে bkash live chat option টি দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
উপরে দেখানো নিয়মগুলো অনুসরন করে আপনি খুব সহজে বিকাশে লাইভ চ্যাট করতে পারবেন।
সর্বশেষ কথাঃ
উপরে আমরা bkash live chat support করার দুইটি উপায় নিয়ে কথা বলেছি। এই দুইটা থেকে আপনি যেকোন একটি উপায় নিয়ে বিকাশ লাইভ চ্যাট করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন।