বিপিএল টিকেটের দাম ২০২৫ | BPL Ticket Price 2025

বিপিএল টিকেটের দাম ২০২৫

বিপিএল টিকেটের দাম ২০২৫ অনেক বছর অপেক্ষা করার পরে অবশেষে বাংলাদেশে শুরু হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) এর নবম আসর। BPL এর নবম আসর আগামী ৬ জানুয়ারি ২০২৫ সাল থেকে মাঠে গড়াবে। শেষ সময়ে নিজেদেরকে ভালোভাবে গুছিয়ে নিতে ইতিমধ্যে শেষ প্রস্তুতি নিচ্ছে টুর্নামেন্টের দলগুলো।

অন্যদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে সামনে রেখে বিপিএল টিকেটের দাম ( BPL Tickets Price) নির্ধারন করে দিয়েছে বিসিবি(BCB). গত ৩ জানুয়ারি ২০২৫ তারিখে অফিসিয়ালি বিপিএল টিকেটের মুল্য নির্ধারন করে দিয়েছে বিসিবি। বিপিএল এর সর্বোচ্চ মুল্য ধরা হয়েছে ১৫০০ টাকা ও সর্বোনিম্ন মুল্য ধরা হয়েছে ২০০ টাকা। আজকে আমরা কোন স্থানে বিপিএল এর টিকেটের দাম কত সেই নিয়ে চলুন বিস্তারিত আলোচনা করি।

বিপিএল টিকেটের দাম ২০২৫ | BPL Tickets Price 2025

বিপিএলের নবম আসর মাঠে গড়ানোর আগেই টিকিটের মুল্য নির্ধারন করেছে BCB. সর্বোনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫০০ টাকার টিকিট নির্ধারন করেছেন বিসিবি। চলুন এবার জেনে নেওয়া যাক কোন আসনের টিকিটের মত কত।

আরও পড়ুন – নগদ একাউন্ট খোলার সহজ পদ্ধতি

গ্যালারিতে বসে যারা খেলা দেখবেন তাদের জন্য রয়েছে ২০০ ও ৩০০ টাকা মুল্যের টিকিট। ক্লাব হাউসে বসে যারা খেলা দেখবেন তাদের টিকিটের মুল্য ধরা হয়েছে ৫০০ টাকা। ভিআইপি আসনে টিকিটের মুল্য ধরা হয়েছে ১০০০ টাকা। আর গ্রান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার টিকিটের মুল্য ধরা হয়েছে ১৫০০ টাকা। এবার আপনি আপনার পছন্দ মত স্থানে বসে খেলা দেখার টিকিট কি কেটে ফেলুন।

বিপিএলের টিকিট বিক্রি শুরু ২০২৫

আগামী ৬ জানুয়ারি থেকে বাংলাদেশের সব থেকে বড় ও জনপ্রিয় লিগ বিপিএল মাঠে গড়াতে চলেছে। তারই ধারাবাহিকতায় এতিমধ্যে বিপিএলের টিকেট বিক্রি শুরু করে দিয়েছে BCB. বিপিএলের মোট ৪৬ টি ম্যাচের প্রথম রাউন্ডের ৮ টি খেলা হবে ঢাকাতে। তারই জন্য ইতিমধ্যেই ঢাকার দুটি স্থান মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের প্রথম গেটের পাশের বুথে এবং শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে।

প্রথম রাউন্ডের ৮ টি খেলার টিকিট প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই দুই স্থানে পাওয়া যাবে। এইবারের আসনেও অন্য অন্য খেলার অগ্রীম টিকিট ও কিনে রাখার ব্যবস্থা আছে।

বিপিএলের নবম আসরের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স VS সিলেট সিক্সার্স। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ২.১৫ মিনিটে। দিনের অপর ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭.১৫ মিনিটে। এই ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের VS রংপুর রাইডার্স।

You May Also Like

About the Author: mobilebd360

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *