এটিএম বুথে টাকা জমা দেয়ার নিয়ম কি সেই সম্পর্কে অনেকে জানেন না তাদের জন্য আজকের এই লেখা। আজকের লেখায় আপনাদের দেখিয়ে দিবো কিভাবে ATM মেশিনে টাকা জমা দেবেন বা ATM বুথে টাকা জমা দেওয়ার নিয়ম সম্পর্কে। চলুন দেরি না করে বিস্তারিত দেখিয়ে দেই।
নিচে ধাপে ধাপে এটিএম বুথে টাকা জমা দেওয়ার নিয়মগুলো ধাপে ধাপে ছবি সহ দেখিয়ে দিচ্ছি। আশাকরি যারা নতুন ব্যাংকিং লেনদেনে এসেছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে আজকের পোস্টটি।
CRM মেশিন কি?
কার্ড ছাড়া টাকা জমা দেওয়ার মাধ্যম হচ্ছে CRM মেশিন। যেকোন ব্যাংক একাউন্টে টাকা জমা দিতে হলে আপনাকে প্রথমে CRM মেশিন যুক্ত ATM বুথ খুজে বের করতে হবে। তারপর টাকা জমা দিতে হবে। CRM মেশিন যুক্ত ATM বুথ ছাড়া কোন ভাবে ব্যাংক একাউন্টে টাকা জমা দেওয়া যায় না।
আরও পড়ুন – নতুন বছরে বিকাশ বোনাস অফার নিন
ATM কার্ড ছাড়া টাকা জমা দিতে কি কি লাগে
এটিএম কার্ড ছাড়া টাকা জমা দিতে গ্রাহককে কয়েকটি ডকুমেন্ট এর প্রয়োজন হয়। নিচে সেই ডকুমেন্টস গুলো দেখানো হলো।
১. জমাকারীর জাতীয় পরিচয়পত্র নাম্বার।
২. মোবাইল নাম্বার।
৩. যে ব্যাংক একাউন্টে টাকা জমা দিবেন সেই একাউন্টের হিসাব নাম্বার বা একাউন্ট নাম্বার।
কার্ড ছাড়া ATM বুৃথে টাকা জমা দিতে হলে কি কি প্রয়োজন উপরে তা দেখিয়ে দেওয়া হলো।
নিজ একাউন্টে এটিএম বুথে টাকা জমা দেয়ার নিয়ম
নিজ একাউন্টে ATM কার্ড দিয়ে টাকা জমা দেওয়ার নিয়ম কি সেই সম্পর্কে আমাদের আজকের লেখা। আজকের লেখায় আপনাদের দেখিয়ে দিবো, নিজ একাউন্টে এটিএম বুথে টাকা জমা দেয়ার নিয়ম কি সেই সম্পর্কে। চলুন দেরি না করে ধাপে ধাপে দেখিয়ে দেই।
ধাপ ১ঃ প্রথমে CRM মেশিন যুক্ত ATM মেশিনে আপনার ATM কার্ডটি প্রবেশ করান। তারপর “Pin Number” দিয়ে আপনার একাউন্টে প্রবেশ করুন।
ধাপ ২ঃ এবার আপনার সামনে ৩ টি অপশন বের হবে। নিচের দিকে “CASH DEPOSIT” টাকা জমা অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
ধাপ ৩ঃ এবার ৫০০ ও ১০০০ টাকার নোট দিতে হবে। এবং একই সাথে সর্বোচ্চ ২০০ টি নোট দেওয়া যাবে। এখন CRM মেশিনে যেখানে টাকা জমা দেওয়া যায় যেটাকে Cash Tray বলা হয় সেখানে টাকাগুলো জমা দিন। তারপর “CONFIRM বা নিশ্চিত” বাটনে ক্লিক করুন।
ধাপ ৪ঃ আপনি যে Cash Tray তে টাকা গুলো জমা দিয়েছেন সেইগুলো CRM মেশিন গণনা শুরু করবে। তারজন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। এখন CRM মেশিনের টাকা গণনা শেষ হলে আপনি কত টাকা জমা দিয়েছেন সেটির মোট Amount দেখাবে। সবকিছু ঠিক থাকলে Confirm বাটনে ক্লিক করুন।
টাকা জমা শেষ হলে আপনার সামনে স্ক্রীনে Your Transaction was successful বা আপনার লেনদেনটি সফল হয়েছে বলে একটা ম্যাসেজ দেখতে পাবেন।
ধাপ ৫ঃ এবার CRM মেশিন থেকে আপনার টাকা জমা দেওয়ার রশিদ ও ATM কার্ডটি সংগ্রহ করুন।
ATM বুথে টাকা জমা দেওয়ার নিয়ম কি সেই সম্পর্কে উপরে ধাপে ধাপে আলোচনা করেছি। নিচে অন্যের একাউন্টে টাকা জমা দেওয়ার নিয়ম দেখানো হলো।
ATM বুথে অন্যের একাউন্টে টাকা জমা দেয়ার নিয়ম
বর্তমানে প্রায় সকল ইসলামি ব্যাংকের ATM বুথে CRM মেশিনের মাধ্যমে টাকা জমা ও উত্তোলনের সুবিধা দেওয়া হচ্ছে। ইসলামি ব্যাংক ছাড়াও Dutch Bangla Bank এ CRM মেশিনের মাধ্যমে খুব সহজে টাকা জমা দেওয়া ও টাকা টাকা উত্তোলনের সুবিদা দিয়ে আসছে।
নিচে ধাপে ধাপে ডাচ বাংলা ব্যাংকে ATM বুথ থেকে টাকা জমা দেওয়ার নিয়ম দেখানো হলো।
ধাপ ১ঃ প্রথমে ATM বুথ থেকে CRM মেশিন থেকে “Cardless Deposit” বা “কার্ড ছাড়া জমাদান” বাটনে ক্লিক করুন।
ধাপ ২ঃ Cardless Deposit বাটনে ক্লিক করার পরে আপনার সামনে দুইটি অপশন বের হবে। “Core Banking A/C” ও “Rocket A/C“. সেখান থেকে “Core Banking A/C” বাটনে ক্লিক করুন।
ধাপ ৩ঃ এবার যার একাউন্টে টাকা জমা দিচ্ছেন তার জাতীয় পরিচয়পত্র নাম্বার বসান। তারপর “CORRECT” বা “সঠিক” বাটনে ক্লিক করুন।
ধাপ ৪ঃ জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে সঠিক বাটনে ক্লিক করার পরে আপনার সামনে “Mobile Number” দেওয়ার অপশন চলে আসবে। Mobile Number দেওয়ার পরে “CORRECT” বা “সঠিক” বাটনে ক্লিক করুন।
ধাপ ৫ঃ আপনি মোবাইল নাম্বার দিয়ে “CORRECT” বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি OTP কোড চলে আসবে। সেই OTP কোডটি বসিয়ে CORRECT বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ৬ঃ এবার আপনাকে যে DBBL একাউন্টে টাকা পাঠাতে চাচ্ছেন সেই একাউন্ট নাম্বার দিতে বলবে। DBBL একাউন্টের ১৩ ডিজিট নাম্বারটি বসিয়ে “CORRECT” বাটনে ক্লিক করুন।
ধাপ ৭ঃ DBBL একাউন্টের ১৩ ডিজিটের নাম্বার বসিয়ে Correct বাটনে ক্লিক করার পরে আপনার নামনে আপনার নাম ও ব্যাংক একাউন্ট নাম্বার দেখাবে। সবকিছু মিলিয়ে দেখার পরে ঠিক থাকলে “CONFIRM” বাটনে ক্লিক করুন।
ধাপ ৮ঃ এবার CRM মেশিনে থাকা টাকা জমা দেওয়ার বাক্সটি অটোমেটিক খুলে যাবে। এবার আপনার টাকাগুলো নিচে দেখানে নিয়ম অনুযায়ী সুন্দরভাবে বসিয়ে জমা দিন।
- ৫০০ ও ১০০০ টাকার নোট দিতে হবে।
- একই সাথে সর্বোচ্চ ২০০ টি নোট দেওয়া যাবে।
- টাকা গুলো সমান ভাবে দিতে হবে। যাতে কোন প্রকার কোনা বেকে না থাকে। মানে, টাকার কোনাগুলো সমানভাবে দিতে হবে।
ধাপ ৯ঃ এবার আপনার সামনে কত টাকার কয়টি নোট দিয়েছেন সেটি সহ মোট কত টাকা দিয়েছেন তার পরিমান দেখাবে।
যদি আপনার টাকা CRM মেশিন বাতিল মনে করে থাকে তাহলে “CANCEL” বা বাতিল বাটনে ক্লিক করতে হবে। তারপর সেই টাকাগুলো পরিবর্তন করে পুনরায় জমা দিতে হবে।
ধাপ ১০ঃ এরপর আপনার সামনে দেখা যাবে, মেশিন কতগুলো টাকা গ্রহন করেছে ও তার বিবরন। সবকিছু ঠিক থাকলে “CONFIRM” বাটনে ক্লিক করে টাকা জমা দিন। টাকা জমা দেওয়ার পরে ATM বুথ থেকে টাকা জমা দেওয়ার একটি রশিদ পাবেন। সেটি সংগ্রহ করে রাখুন।
উপরে আমরা কার্ড ছাড়া ATM মেশিনে টাকা জমা দেবেন কিভাবে সেই সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত দেখিয়ে দিয়েছি।
ATM বুথ থেকে কোন কোন ব্যাংকে টাকা জমা দেওয়া যায়?
ATM বুথ থেকে CRM মেশিনের মাধ্যমে একই ব্যাংকের যেকোন একাউন্টে খুব সহজে টাকা পাঠানো যায়।
ATM বুথে কার্ড ছাড়া টাকা জমা দিতে কি কি লাগে?
ATM বুথে কার্ড ছাড়া টাকা জমা দিতে ব্যাংক গ্রাহকের জাতীয় পরিচয়পত্র নাম্বার, মোবাইল নাম্বার ও ব্যাংক একাউন্ট লাগবে।
এটিএম বুথে টাকা কয় ভাবে জমা দেওয়া যায়?
এটি বুথে টাকা দুই ভাবে জমা দেওয়া যায়। যথাঃ
১. কার্ড ছাড়া জমা ও
২. কার্ড দিয়ে জমা।
সকল ATM বুথে কি টাকা জমা দেওয়া যাবে?
না, সকল ATM বুথে টাকা জমা দেওয়া যাবে না। টাকা জমা দিতে হলে সেই ATM বুথকে অবশ্যই CRM যুক্ত মেশিনে থাকতে হবে।