অনলাইন জন্ম নিবন্ধন চেক করার নিয়ম | অনলাইন জন্ম নিবন্ধন যাচাই

অনলাইন জন্ম নিবন্ধন চেক করার নিয়ম

বর্তমানে ঘরে বসে খুব সহজে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করা যায়। খুবই সহজ মাধ্যমে এটি করা যায়। আপনি চাইলে কম্পিউটারের পাশাপাশি মোবাইল দিয়েও অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। তাই চলুন দেরি না করে অনলাইন জন্ম নিবন্ধন চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দেই।

জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিয়ে জন্ম নিবন্ধন চেক | জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন চেক

আপনারা এখন ঘরে বসে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড যাচাই করার জন্য কেবল মাত্র জন্ম নিবন্ধন নাম্বার অথবা জন্ম তারিখ থাকলেই যথেষ্ট। এই দুইটি দিয়ে খুব সহজে জন্ম নিবন্ধন যাচাই করা যায়। সেইক্ষেত্রে কোন নামের দরকার নেই।

অনেক আগে যারা হাতে লেখা জন্ম নিবন্ধন করেছিলো তারাও জন্ম নিবন্ধন অনলাইন চেক করতে পারবেন। যারা অনলাইনে কিভাবে জন্ম নিবন্ধন দেখবো জানার জন্য গুগলে বা অন্য কোথাও খুঁজছেন তারা মনোযোগ দিয়ে নিচের লেখাগুলো পড়ুন। আমরা খুবই সহজে জন্ম নিবন্ধন ডিজিটাল কিনা যাচাই করার নিয়ম সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি।

আরও পড়ুন – ব্লগিং করে টাকা আয় করার ৫ পদ্ধতি

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই | অনলাইন জন্ম নিবন্ধন চেক করার নিয়ম

নিচে ধাপে ধাপে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম সম্পর্কে দেখিয়ে দিচ্ছি।

ধাপ ১ঃ অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমে https://everify.bdris.gov.bd এই লিংকে ক্লিক করতে হবে। তারপর নিচে দেখানো ছবির মত একটা জায়গায় আপনাকে নিয়ে আসবে। সেখান থেকে প্রথম ঘরে আপনার জন্ম নিবন্ধন নম্বর বসান। যেটি ১৬ অথবা ১৭ ডিজিটেরও হতে পারে। তারপর নিচের ঘরে আপনার জন্ম তারিখ টি বসান। তারপরে নিচে একটি অংক দেখতে পাবেন। সঠিকভাবে সেই অংকটি করে তার উত্তর নিচের ঘরে বসিয়ে “Search” বাটনে ক্লিক করুন।

অনলাইন জন্ম নিবন্ধন চেক করার নিয়ম
অনলাইন জন্ম নিবন্ধন চেক করার নিয়ম

ধাপ ২ঃ উপরে দেখানো নিয়মে সার্চ বাটনে ক্লিক করলে আপনাকে নিচে দেখানো এমন একটা জায়গায় নিয়ে আসবে। সেখানে আপনার জন্ম নিবন্ধনে থাকা সমস্ত তথ্য দেখতে পাবেন। সেখান থেকে আপনার সকল তথ্য ঠিক আছে কিনা সবকিছু দেখতে পাবেন।এই পেজটি আপনি কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারবেন। আবার চাইলে মোবাইলের জন্য স্ক্রিন শট দিয়েও রাখতে পারবেন।

অনলাইন জন্ম নিবন্ধন চেক করার নিয়ম
অনলাইন জন্ম নিবন্ধন চেক করার নিয়ম

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই Apps

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার আরও একটি সহজ পদ্ধতি হলো অ্যাপস। অ্যাপস এর মাধ্যমে খুব সহজে আপনি জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।

জন্ম নিবন্ধন যাচাই করার অ্যাপসটি আপনি Google Play store এ পাবেন না। এটি আন অফিশিয়াল তাই অন্য কোন ভাবে ডাউনলোড করতে হবে।

কিভাবে অ্যাপসের মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করবেন

আমরা নিচে কয়েকটি ধাপে অ্যাপসের মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি।

ধাপ ১ঃ Apps এর মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমে এই লিংকে ক্লিক করতে হবে।

তারপর নিচে দেখানো ছবির মত একটা জায়গায় আপনাকে নিয়ে আসবে। সেখান থেকে প্রথম ঘরে আপনার ১৬ অথবা ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার বসান ও দ্বিতীয় ঘরে জন্ম তারিখ বসান। তারপর নিচে একটা অংক দেখতে পাবেন। সেই অংকটি সঠিভাবে করে কার ফলাফল ফলাফল ঘরে বসান। সবকিছু ঠিক ঠাক থাকলে অনুসন্ধান বাটনে ক্লিক করুন।

এবার সবকিছু ঠিক থাকলে অনুসন্ধান বাটনে ক্লিক করার পরে “বিস্তারিত তথ্য দেখুন” বাটনে ক্লিক করুন।

জন্ম নিবন্ধন যাচাই করার সময় যে বিষয় গুলোর দিকে বিশেষ খেয়াল রাখবেন

আমরা উপরে দুই ভাবে জন্ম নিবন্ধন যাচাই করার উপায় দেখিয়ে দিয়েছি। জন্ম নিবন্ধন যাচাই করার সময় যে বিষয় গুলোর দিবে বিশেষ নজর দিতে হবে সেই গুলো নিচে দেখানো হলো।

১. বাংলা ও ইংরেজি নাম ঠিক আছে কিনা ও নামের বানান ঠিক আছে কিনা।

২. পিতা-মাতার নাম ও বানান সবকিছু NID কার্ড অনুযায়ী ঠিক আছে কিনা দেখুন।

৩. আপনার জন্ম তারিখ ঠিক আছে কিনা।

৪. আপনার ঠিকানা ঠিক আছে কি না ও সেই সাথে ঠিকানার বানান অবশ্যই মিলিয়ে দেখে নিন।

উপরে আপনার জন্ম নিবন্ধন এব তথ্যের মধ্যে কোথাও ভুল থাকলে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য অনলাইন আবেদন করুন।

জন্ম নিবন্ধন অনলাইন না থাকলে যা যা করবেন

আপনি যদি আপনার জন্ম নিবন্ধন অনলাইনে খুজে না পান তাহলে বুঝতে হবে আপনার জন্ম নিবন্ধনটি এখনও অনলাইন বা ডিজিটাল হয় নি। সেই ক্ষেত্রে আপনাকে জন্ম নিবন্ধন ডিজিটাল করতে হবে। জন্ম নিবন্ধন ডিজিটাল করার নিয়ম খুব সহজে জানতে নিচের লিংকে ক্লিক করে আপনার জন্ম নিবন্ধনটি ডিজিটাল করে নিন।

জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম

প্রায় সবসময় জন্ম নিবন্ধন বাংলাতে থাকে। কিন্তু অনেক সময় ইংরেজি জন্ম নিবন্ধনের প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে আপনি চাইলে অনলাইনে জন্ম নিবন্ধন ইংরেজি করার আবেদনটি খুব সহজে পড়ে আবেদন করতে পারবেন। এটি খুবই সহজ মাধ্যমে করা যায়। উপরে দেওয়া লিংকে ক্লিক করে খুব সহজে এটি করতে পারবেন।

সর্বশেষ কথাঃ

উপরে আমরা জন্ম নিবন্ধন অনলাইন চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি খুব সহজে আমাদের দেখানো নিয়ম অনুসরণ করে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।

আশা করি আজকের লেখাটি পড়ে খুব সহজেই জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। উপরে দেখানো নিয়ম অনুসরণ করে কোথাও বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করে জানান। আমরা হাতে করে আপনাকে দেখিয়ে দিবো।

You May Also Like

About the Author: mobilebd360

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *