Poco C50 Mobile Price in India: শাওমির নতুন মডেল পোকো সি৫০ নিয়ে এসেছে ভারতের বাজারে। ১০ জানুয়ারি ২০২৫ সাল থেকে ভারতের বাজারে বিক্রি হবে পোকো সি৫০ মডেলের এই ফোনটি। আজ আমরা আলোচনা করবো, পোকো সি৫০ মোবাইলের দাম, পোকো সি৫০ মোবাইলের ফিচার, Poco C50 Mobile Price in India সম্পর্কে। কাদের জন্য পোকো সি৫০ মোবাইলটি ভালো হবে তা নিয়েও আলোচনা করা হবে আজকের আর্টিকেলে।
পোকো সি৫০ মোবাইলের দাম | Poco C50 Mobile Price in India
ভারতে পোকো সি৫০ মোবাইলটির দুটি মডেল বাজারে এসেছে। কম দামের মধ্যে অনেক সুন্দর একটি ফোন নিয়ে এসেছে শাওমি।
১. 2GB RAM ও 32GB ROM এর মোবাইলটি ভারতে অফিশিয়ালি পাওয়া যাচ্ছে ৬,৪৯৯ রুপিতে। যেটি বাংলাদেশে আনুমানিক ৮,৪২০ টাকায় ক্রয় করা যাবে।
২. 3GB RAM ও 32GB ROM এর মোবাইলটি ভারতে পাওয়া যাচ্ছে ৭,২৯৯ টাকায়। যেটি বাংলাদেশ থেকে আনুমানিক ৯,৩৫০ টাকায় পাওয়া যাবে।
পোকো সি৫০ মোবাইল টি কবে থেকে বাজারে পাওয়া যাবে
আগামী জানুয়ারি ১০, ২০২৫ সালে ভারতে অফিশিয়ালি পোকো সি৫০ মোবাইলটি বিক্রি কথা জানিয়েছে শাওমি। ওই দিন থেকে ভারতে শাওমির স্টোর রুমে পাওয়া যাবে মোবাইলটি। কিন্তু বাংলাদেশে কবে থেকে পোকো সি৫০ মডেলের মোবাইলটি পাওয়া যাবে সেই বিষয়ে কোন কথা জানা যায় নি শাওমির পক্ষ থেকে।
পোকো সি৫০ মোবাইল বিস্তারিত | Poco C50 Mobile Specifications
পোকো সি৫০ দুটি রং এর মডেল নিয়ে বাজারে আসছে। Royal Blue ও Country Green নামে দুটি রং এর মোবাইল বাজারে পাওয়া যাবে। পোকো সি৫০ মোবাইল টিতে থাকছে ৬.৫২ ইঞ্চির বড় IPS LCD ডিসপ্লে যার রেজ্যুলুশন ৭২০×১৬০০ Pixels. মোবাইলটিতে সাধারণ ৬০ হার্টজের Screen ব্যবহার করা হয়েছে।
পোকোর জন্য তৈরি MIEUI এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ১২ এর গো এডিশন ব্যবহার করা হয়েছে এটি পোকোর বাজেটের ফোন হওয়ার কারনে।
Performance দিতে আছে মিডিয়াটেকের Helio A22 যা ১২ ন্যানোমিটারের একটি এন্ট্রি লেভেলের চিপসেট। পোকো সি৫০ ফোনটি পাওয়া যাবে ২ ও ৩ জিবি র্যামের। ৩২ জিবি স্টোরেজের এই ফোনে Micro SD থাকায় ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নেয়ার সুবিধাও থাকছে। অর্থ্যাৎ ইচ্ছে মতো মেমোরি কার্ড যুক্ত করতে পারবেন।
পোকো সি৫০ মোবাইলে ৫০০০ মিলিএম্পের ব্যাটারি থাকার ফলে মোবাইলটি বেশ ভালো ব্যাকআপ দিতে পারবে। যার ফলে সারাদিন মোবাইলটি দিয়ে কাটিয়ে দেওয়া যাবে কোন প্রকার চার্জিং সমস্যা ছাড়াই।
তবে মোবাইলটি চার্জিং চার্জার নিয়ে একটু সমস্যা রয়েছে। মাত্র ১০ ওয়াটের চার্জার হওয়ার কারনে বেশ ধীর গতিতে মোবাইলটি চার্জ হয়। যা খুবই বিরক্তিকর।
Dual Camera Setup আছে ফোনের পিছনে। একটি Depth সেন্সর এবং Main সেন্সরটি ৮ মেগাপিক্সেলের যা f/2.0 ওয়াইড অ্যাপারচারের।
এছাড়া ফোনের পিছনে fingerprints সেন্সর দেয়া হয়েছে। সামনে সেলফি Camera হিসেবে দেয়া হয়েছে 5 mega pixels একটি সেন্সর। ফোনটি চলতে চলতে বা রানিং অবস্থায় ছবি তুলতে পারে যা এই বাজেটে স্বাভাবিক।
পোকো সি৫০ মোবাইলটি বেশ সুন্দর একটি ডিজাইনের ফোন। মোবাইলটির পিছনে চামড়ার মতো টেকচার দেওয়া হয়েছে যাতে খুব সহজে মোবাইলটি হাতে ধরা যায়। মোবাইলটি মাত্র 9.1 mimi মোটা এবং 192 Grams ওজনের হওয়ায় হাতে ধরে বেশ আরাম পাওয়া যায়। ফোনটির অনেক সুন্দর ডিজাইন হওয়ার কারনে সহজেই সকলের নজর কেড়ে নেয় ফলে কারও মনে হয় না, মোবাইলটি কম দামের একটি ফোন।
পোকো সি৫০ মোবাইল টিতে GPS, Bluetooth, FM Radio এর মতো সবগুলো ফিচার হয়েছে। তবে মোবাইলটির পোর্ট হিসেবে ব্যবহার করা হয়েছে microusb 2.0 port. এটি একটি ৪জি ফোন সেই তুলনায় এটি উপযোগি নয়। উক্ত পোকো সি৫০ ফোনে আছে ডুয়েল সিমের সুবিধা যা একই সঙ্গে দুই সিমকে চালু রাখতে সক্ষম।