টি ক্যাশ মোবাইল ব্যাংকিং খোলার নিয়ম কি | T-Cash Mobile Banking

T-Cash Mobile Banking

টি ক্যাশ মোবাইল ব্যাংকিং খোলার নিয়ম কি সেই সম্পর্কে অনেক এ সঠিকভাবে জানেন না। আজকে তাদের জন্য আমাদের লেখা। আজকের লেখায় আপনাকে দেখিয়ে দিবো, টি ক্যাশ খোলার নিয়ম, টি ক্যাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। চলুন দেরি না করে টি ক্যাশ কোড, টি ক্যাশ এজেন্ট, t cash balance check, t cash code সম্পর্কে বিস্তারিত আলোচনা করি।

বাংলাদেশের মানুষকে উন্নত করার লক্ষ্যে অনেকগুলো মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছে। এই মোবাইল ব্যাংকিং সেবায় টি ক্যাশ একাউন্ট যুক্ত হয়েছে আরও একটি নতুন রুপে। বাংলাদেশের একটি নাম করা ব্যাংক ট্রাস্ট ব্যাংক লিমিটেড টি ক্যাশ মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। বর্তমানে t cash mobile banking company বাংলাদেশের মানুষের কাছে খুব বেশি জনপ্রিয়তা না পেলেও আগামীতে সকলের কাছে দ্রুত গতিতে পরিচিতি লাভ করবে এটা সকলের আশা।

মোবাইল ব্যাংকিং সাধারন জনগণের ভোগান্তিকে অনেক কমিয়ে দিয়েছে। দুরে টাকা পাঠানো এখন এক মুর্হুতের ব্যাপার। দুর থেকেও টাকা আনা যাচ্ছে খুব সহজে। মোবাইল ব্যাংকিং সেবার জন্য বর্তমানে অনেক কঠিন ডিজিটাল সেবাও সহজ ভাবে করা যাচ্ছে।

আরও পড়ুন – অনলাইনে ইনকাম বাংলাদেশী সেরা সাইট

টি ক্যাশ মোবাইল ব্যাংকি কি? টি ক্যাশ কি?

t cash বাংলাদেশের মোবাইল ব্যাংকিং গুলোর মধ্যে একটি ব্যাংকিং সেবা। টি ক্যাশ নামে ট্রাস্ট ব্যাংক ২০১০ সালের ১ আগস্ট মোবাইল ব্যাংকিং সেবা চালু করে। যারা টি ক্যাশ একাউন্ট সেবা গ্রহন করছে তারা খুব সহজে সঞ্চয়ের হিসাব করতে পারবেন। টি ক্যাশ গ্রাহকরা খুব সহজে SMS, USD, internet এর মাধ্যমে সকল সেবা নিতে পাবেন। বর্তমানে বাংলাদেশে ১০৮ টি শাখায় ২১০ টি ATM বুথ থেকে টি ক্যাশ সেবা পাওয়া যাচ্ছে।

টি ক্যাশ মোবাইল ব্যাংকিং খোলার নিয়ম | T cash mobile banking account create

টি ক্যাশ মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে হলে প্রথমে আপনাকে আপনার নিকটস্থ টি ক্যাশ এজেন্ট অফিসে যেতে হবে।

টি ক্যাশ এজেন্ট অফিস থেকে আপনাকে একটি ফরম দেওয়া হবে। ফরমটি সঠিক ভাবে পুরন করে সঠিক ভাবে স্বাক্ষর দিয়ে টি ক্যাশ এজেন্টের সিম থেকে টি ক্যাশ একাউন্টটি চালু করে নিবেন।

এবার আপনি টি ক্যাশ একাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি Pin চলে যাবে। সেই পিন নাম্বারটি টি ক্যাশ এজেন্ট অফিসারকে বললে তিনি আপনার অ্যাকাউন্ট টি সঠিকভাবে তৈরী করে দিবেন।

T Cash Mobile Banking Account Create করার পরে আপনার মোবাইলে একটি কনফারমেশন SMS চলে যাবে। তখন আপনার টি ক্যাশ একাউন্টটি সঠিকভাবে তৈরী করা হলো কিনা সেটি দেখার জন্য ওই সিম থেকে ডায়াল করুন *201#

মনে রাখবেন, আপনার টি ক্যাশ একাউন্ট যদি সঠিকভাবে খোলা হয়ে থাকে তাহলে *201# ডায়াল করার পরে আপনাকে অনেকগুলো মেনু দেখাবে। তখন সেখান থেকে আপনি আপনার যে সার্ভিসটি দরকার সেই সার্ভিসটি নিতে পারবেন।

T cash code | T cash Balance Check | T cash dial code

T cash dial Code: *201#

টি ক্যাশ অ্যাকাউন্ট খোলার জন্য কোন কাগজ পত্রের প্রয়োজন

আপনি যদি t cash account তৈরী করতে চান তাহলে যে যে কাগজগুলোর প্রয়োজন হবে তা নিচে দেওয়া হলোঃ

১. পাসপোর্ট সাইজের এক কপি ছবি

২. জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন ফটোকপি।

৩. আপনার নামে নিবন্ধন করা একটা সিম কার্ড।

T Cash Mobile Banking Apps:

আপনি যদি t cash mobile banking সেবাটি গ্রহন করতে চান তাহলে অবশ্যই আপনার মোবাইলে t cash mobile banking app টি থাকতে হবে। App ছাড়াও আপনি চাইলে মোবালে কোড ডায়াল করার মাধ্যমে সকল প্রকার সেবা গ্রহন করতে পারবেন। তারপরও t cash mobile banking সেবা ভালোভাবে পাওয়ার জন্য Mobile app অনেক বেশি সাহায্য করবে। নিচে T cash Mobile Banking App টির লিংক দেওয়া হলো।

App Download

উপর থেকে টি ক্যাশ মোবাইল অ্যাপসটি ডাউনলোড করে নিন। তারপর অ্যাপসটি চালু করার পরে আপনার মোবাইল নাম্বার দিয়ে একটি সাধারন টি ক্যাশ একাউন্ট খুলে নিন।

এবার টি ক্যাশ একাউন্টটিতে আপনার জাতীয় পরিচয়পত্র জমা দিন। জাতীয় পরিচয়পত্র দিয়ে t cash account টি ভেরিফাই করে নিন। তখন থেকে আপনি টি ক্যাশ একাউন্টটি সকল সেবা সহজে গ্রহন করতে পারবেন।

টি ক্যাশ মোবাইল অ্যাপ দিয়ে শুধুমাত্র আপনি একটি সাধারন একাউন্ট খুলতে পারবেন।

T Cash Mobile Banking এর সকল সুবিধা

  • জাতীয়পরিচয়পত্র ফি প্রদান করুন
  • অর্থজমা এবং লেনদেন
  • বিদ্যুৎ বিল পরিশোধ করুন
  • বীমার কিস্তি
  • টিশিক্ষা প্রতিষ্ঠানের ফি প্রদান
  • রেমিটেন্সগ্রহণ
  • অনলাইন বণিক পেমেন্ট
  • পাসপোর্টফি পরিশোধ
  • সকল মোবাইল ফোন অপারেটর রিচার্জ করুন

এবং উন্নয়ন হিসাবে ভিসা এবং মাস্টার কার্ড থেকে টাকা আনার সুযোগ।

ট্রাস্ট ব্যাংক হেল্পলাইন নাম্বার | Trust Bank Help Line Number

আপনি যদি ট্রাস্ট ব্যাংক থেকে কোন প্রকার সাহায্য পেতে চান তাহলে আপনাকে টি ক্যাশ হেল্পলাইন নাম্বারে ফো দিতে হবে।

You May Also Like

About the Author: mobilebd360

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *