টেলিটক নাম্বার দেখার উপায় ও কোড | Teletalk Number Check Code

Teletalk Number Check Code

টেলিটক নাম্বার দেখার উপায় কি সেই সম্পর্কে আমাদের মধ্যে অনেকে জানেন না। টেলিটক নাম্বার দেখার কোড জানতে চাইলে আজকের লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। আমরা আপনাকে দেখিয়ে দিবো, কিভাবে খুব সহজে টেলিটক নাম্বার দেখতে হয়। চলুন দেরি না করে টেলিটক নাম্বার দেখার উপায় সম্পর্কে আপনাদের জানিয়ে দেই।

বাংলাদেশে অনেক মোবাইল সিম অপারেটর রয়েছে। তার মধ্যে টেলিটক অন্যতম। টেলিটক বাংলাদেশ সরকারের নিজস্ব মালিকানাধীন সিম কোম্পানি। টেলিটক একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেটি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১০০% মালিকানাধীন।

সহজ কথায় বলতে গেলে টেলিটক বাংলাদেশের জনগণের সিম। তাই দিনে দিনে বাংলাদেশে টেলিটক সিমের গ্রাহকসংখ্যা বাড়তেই আছে। আজ আপনাদের সাথে আলোচনা করবো, টেলিটক সিমে কিভাবে ব্যালেন্স চেক করতে হয়। চলুন দেরি না করে, টেলিটক সিমের নাম্বার দেখার উপায় সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দেই।

টেলিটক নাম্বার দেখার উপায় | teletalk number check | teletalk number code | Teletalk Number Check Code

টেলিটক নাম্বার চেক করার দুটি উপায় রয়েছে। প্রথমটি হলো নাম্বার ডায়াল করে ও দ্বিতীয় হলো SMS করে। আজ আপনাকে দুই ভাবে টেলিটক নাম্বার চেক করার উপায় সম্পর্কে জানিয়ে দিবো।

টেলিটক নাম্বার চেক করার উপায়ঃ

১. প্রথমটি *551# ডায়াল করে ও
২. দ্বিতীয়টি হলো TAR লিখে পাঠিয়ে দিন 222 নাম্বারে।

টেলিটক সিমের ব্যালেন্স চেক | Teletalk Balance Check

টেলিটক সিমের টাকা দেখতে হলে আপনাকে নির্দিষ্ট একটা কোড ডায়াল করতে হবে। যেটি ছাড়া কোন ভাবে টেলিটক সিমের টাকা দেখতে পাবেন না। চলুন টেলিটক সিমের টাকা চেক করার কোড দেখিয়ে দেই।

Teletalk Balance Check Code *152#

টেলিটক স্বাগতম প্যাকেজে মাইগ্রেশনঃ

আপনার যদি টেলিটক সিম থাকে তাহলে খুব সহজে আপনি টেলিটকের স্বাগতম প্যাকেজে মাইগ্রেশন হয়ে চলে আসতে পারেন। স্বাগতম প্যাকেজে আসার জন্য আপনাকে ম্যাসেজ অপশনে যেয়ে লিখতে হবে,

SAG তারপর সেন্ড করতে হবে 112 এই নাম্বারে। তারপর আপনি স্বাগতম সিমে আসতে পারবেন কিনা সেই সম্পর্কে একটি ফিরতি SMS এ জানিয়ে দেওয়া হবে।

উপরে আমরা টেলিটক সিমের নাম্বার দেখার কোড সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দিয়েছি। তাছাড়া টেলিটকের যেকোন প্যাকেজ থেকে স্বাগতম প্যাকেজে কিভাবে আসতে হয় সেই সম্পর্কে ও বিস্তারিত দেখিয়ে দিয়েছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

You May Also Like

About the Author: mobilebd360

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *